ETV Bharat / entertainment

OMG 2 Teaser Release Date: আসছে 'ওহ মাই গড' সিক্যুয়েলের টিজার, দিনক্ষণ জানিয়ে দিলেন অক্ষয় - ওহ মাই গড 2

ওহ মাই গড 2-এর চরিত্রদের প্রথম ঝলক সামনে আনার পর এবার মুক্তির অপেক্ষায় ছবির টিজার ৷ রবিবার অভিনেতা অক্ষয় কুমার সামাজিক মাধ্যমে জানালেন কবে আসছে ওএমজি 2-এর টিজার ৷

Etv Bharat
আসছে 'ওহ মাই গড'-এর টিজার, দিন জানালেন অক্ষয়
author img

By

Published : Jul 9, 2023, 8:47 PM IST

হায়দরাবাদ, 9 জুলাই: রবিবাসরীয় সকালটা আরও স্পেশাল অক্ষয় অনুরাগীদের জন্য ৷ কারণ এদিনই 'খিলাড়ি' জানিয়ে দিলেন কবে আসছে 'ওহ মাই গড-2' এর টিজার ৷ সঙ্গে পোস্ট করেছেন কয়েক সেকেন্ডের একটি ভিডিয়ো ৷ যেখানে আপকামিং ছবিতে কৃষ্ণ নয়, শিবের চরিত্রে নিজের ছোট্ট ঝলক অক্ষয় তুলে ধরেছেন দর্শকদের জন্য ৷

2012-তে মুক্তি পেয়েছিল উমেশ শুক্লা পরিচালিত 'ওহ মাই গড' ৷ ধর্ম ও ভগবানের মধ্যে যে সূক্ষ দ্বন্দ্ব যুগ যুগ ধরে চলে আসছে, তার উত্তর খোঁজার চেষ্টা ছিল এই ছবিতে ৷ এই ছবি বিশ্বাস, যুক্তি ও ভক্তির থেকেও বেশি মনুষ্যত্ববোধকে জাগিয়ে তুলেছিল ৷ ফলে 'ওহ মাই গড' ছবিটি যেমন বির্তকের কারণ ছিল, তেমনই সাধারণ মানুষকে ভগবানও ধর্মকে দেখার দৃষ্টিভঙ্গিতে ব্যাপক আলোড়ন তুলে সিনেমহলে ব্যাপক সাড়া ফেলেছিল ৷

এই ছবির জন্য জুটি হিসেবে অক্ষয় কুমার ও পরেশ রাওয়াল আজও দর্শক দরবারে সমাদৃত ৷ আসতে চলেছে এই ছবিরই সিক্যুয়েল ৷ 'ওহ মাই গড-2' ৷ রবিবার অক্ষয় কুমার সামাজিক মাধ্যমে ওএমজি 2-এর টিজার মুক্তির দিন সামনে আনেন ৷ তার সঙ্গে শেয়ার করেছেন ছোট্ট ভিডিয়ো ৷ ক্যাপশনে অভিনেতা লিখেছেন, "11.07.2023, ওএমজি টিজার আসছে ৷ ওএমজি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 11 অগস্ট ৷" পাশাপাশি ভিডিয়োটিতে দেখা গিয়েছে, অক্ষয় স্লো মোশনে হেঁটে আসছেন ৷ ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে হর হর মহাদেব ধ্বনি ৷

ওএমজি সিক্যুয়েলে অক্ষয় কুমার ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইয়ামি গৌতম ধর এবং পঙ্কজ ত্রিপাঠী ৷ প্রথম ছবির সূত্র ধরেই তৈরি হয়েছে দ্বিতীয় ছবির চিত্রনাট্য ৷ প্রথম পার্টে অক্ষয় কুমারকে দেখা গিয়েছে ভগবান শ্রী কৃষ্ণের চরিত্র ফুটিয়ে তুলতে ৷ এবার তাঁকে দেখা যাবে ভগবান শিবের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে ৷

আরও পড়ুন: পরশুই আসছে জওয়ানের ট্রেলার, শাহরুখের ঘোষণা পোস্টে 15 মিনিটে 10 লক্ষ ভিউজ

মূলত, 'ওহ মাই গড' ছবির গল্প ছিল একজন গুজরাতি ব্যবসাদার কাঞ্জি লালজি মেহতার ৷ যিনি ভগবানের বিরুদ্ধে আদালতে মামলা লড়েন ৷ উল্লেখ্য, 2001 সালে মুক্তি পাওয়া অষ্ট্রেলিয়ান কমেডি ছবি 'দ্য ম্যান হু স্যু দ্য গড'- ছবির অনুপ্রেরণায় তৈরি হয়েছিল 'ওহ মাই গড' ৷ মার্ক জোফি পরিচালিত 'দ্য ম্যান হু স্যু দ্য গড' ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল বিলি কনোলি ও জুডি ডেভিসকে ৷

হায়দরাবাদ, 9 জুলাই: রবিবাসরীয় সকালটা আরও স্পেশাল অক্ষয় অনুরাগীদের জন্য ৷ কারণ এদিনই 'খিলাড়ি' জানিয়ে দিলেন কবে আসছে 'ওহ মাই গড-2' এর টিজার ৷ সঙ্গে পোস্ট করেছেন কয়েক সেকেন্ডের একটি ভিডিয়ো ৷ যেখানে আপকামিং ছবিতে কৃষ্ণ নয়, শিবের চরিত্রে নিজের ছোট্ট ঝলক অক্ষয় তুলে ধরেছেন দর্শকদের জন্য ৷

2012-তে মুক্তি পেয়েছিল উমেশ শুক্লা পরিচালিত 'ওহ মাই গড' ৷ ধর্ম ও ভগবানের মধ্যে যে সূক্ষ দ্বন্দ্ব যুগ যুগ ধরে চলে আসছে, তার উত্তর খোঁজার চেষ্টা ছিল এই ছবিতে ৷ এই ছবি বিশ্বাস, যুক্তি ও ভক্তির থেকেও বেশি মনুষ্যত্ববোধকে জাগিয়ে তুলেছিল ৷ ফলে 'ওহ মাই গড' ছবিটি যেমন বির্তকের কারণ ছিল, তেমনই সাধারণ মানুষকে ভগবানও ধর্মকে দেখার দৃষ্টিভঙ্গিতে ব্যাপক আলোড়ন তুলে সিনেমহলে ব্যাপক সাড়া ফেলেছিল ৷

এই ছবির জন্য জুটি হিসেবে অক্ষয় কুমার ও পরেশ রাওয়াল আজও দর্শক দরবারে সমাদৃত ৷ আসতে চলেছে এই ছবিরই সিক্যুয়েল ৷ 'ওহ মাই গড-2' ৷ রবিবার অক্ষয় কুমার সামাজিক মাধ্যমে ওএমজি 2-এর টিজার মুক্তির দিন সামনে আনেন ৷ তার সঙ্গে শেয়ার করেছেন ছোট্ট ভিডিয়ো ৷ ক্যাপশনে অভিনেতা লিখেছেন, "11.07.2023, ওএমজি টিজার আসছে ৷ ওএমজি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 11 অগস্ট ৷" পাশাপাশি ভিডিয়োটিতে দেখা গিয়েছে, অক্ষয় স্লো মোশনে হেঁটে আসছেন ৷ ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে হর হর মহাদেব ধ্বনি ৷

ওএমজি সিক্যুয়েলে অক্ষয় কুমার ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইয়ামি গৌতম ধর এবং পঙ্কজ ত্রিপাঠী ৷ প্রথম ছবির সূত্র ধরেই তৈরি হয়েছে দ্বিতীয় ছবির চিত্রনাট্য ৷ প্রথম পার্টে অক্ষয় কুমারকে দেখা গিয়েছে ভগবান শ্রী কৃষ্ণের চরিত্র ফুটিয়ে তুলতে ৷ এবার তাঁকে দেখা যাবে ভগবান শিবের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে ৷

আরও পড়ুন: পরশুই আসছে জওয়ানের ট্রেলার, শাহরুখের ঘোষণা পোস্টে 15 মিনিটে 10 লক্ষ ভিউজ

মূলত, 'ওহ মাই গড' ছবির গল্প ছিল একজন গুজরাতি ব্যবসাদার কাঞ্জি লালজি মেহতার ৷ যিনি ভগবানের বিরুদ্ধে আদালতে মামলা লড়েন ৷ উল্লেখ্য, 2001 সালে মুক্তি পাওয়া অষ্ট্রেলিয়ান কমেডি ছবি 'দ্য ম্যান হু স্যু দ্য গড'- ছবির অনুপ্রেরণায় তৈরি হয়েছিল 'ওহ মাই গড' ৷ মার্ক জোফি পরিচালিত 'দ্য ম্যান হু স্যু দ্য গড' ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল বিলি কনোলি ও জুডি ডেভিসকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.