হায়দরাবাদ, 15 সেপ্টেম্বর: আজ ন্যাশানাল ইঞ্জিনিয়ার্স ডে ৷ ভারতের প্রখ্যাত সিভিল ইঞ্জিনিয়ার মোক্ষগুন্দম বিশ্বেশ্বরাইয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে পালিত হয় এই দিনটি ৷ তরুণ এই ইঞ্জিনিয়ার বদলে দিয়েছিলেন ভারতের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ইতিহাস ৷ আজকের দিনে দাঁড়িয়ে হয়তো মনে পড়ে যাবে ইঞ্জিনিয়ার ছাত্রজীবনের উপর তৈরি 'থ্রি ইডিয়টস' 'ছিঁচোড়ে' কিংবা 'সুপার 30'-এর মতো ছবির কথাও ৷ তবে এবার একটু অন্য়ভাবে ইঞ্জিনিয়ারদের প্রতি ভালোবাসা জানালেন অভিনেতা অক্ষয় কুমার ৷ আগামী ছবিতে অভিনেতাকে দেখা যাবে এক 'রিয়েল হিরো'র চরিত্রে ৷ সাহসী এবং মেধাবী ইঞ্জিনিয়ার যশবন্ত সিং গিলের চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলবেন তিনি ৷ ছবির নাম 'মিশন রানিগঞ্জ: দ্র গ্রেট ভারত রেসকিউ' ৷ শুক্রবার সেই বিখ্যাত মানুষটিকেই শ্রদ্ধা জানালেন অক্ষয় ৷
যশবন্ত সিং গিলের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, "ইঞ্জিনিয়ার্স ডে-র শুভেচ্ছা ৷ ইঞ্জিনিয়ার হতে যে কঠিন পড়াশোনা করতে হয় তা কোনওদিন করতে পারব ভাবিনি ৷ কিন্তু সাহসী এবং মেধাবী ইঞ্জিনিয়ার যশবন্ত সিং গিলের চরিত্রটি আমি ফুটিয়ে তোলার সুযোগ পেয়েছি মিশন রানিগঞ্জ ছবিতে ৷ মা বাবার ইচ্ছা পূর্ণ হল আজ ৷"
ঠিক কোন ঘটনা নিয়ে তৈরি 'মিশন রানিগঞ্জ' ৷ 1989 সালের 11 নভেম্বর রানিগঞ্জের মহাবীর কয়লা খনিতে ঘটে এক ভয়ংকর দুর্ঘটনা ৷ সেদিন গভীর রাতে খনির দু'টি সেকশনে কয়লা কাটার কাজ চলছিল ৷ কাজে নিযুক্ত ছিলেন প্রায় 70 জনের বেশি শ্রমিক ৷ সবাই বাইরে চলে এসেছেন মনে করে খনিতে একটি বিস্ফোরণ ঘটানো হয় ৷ কিন্তু দুর্ভাগ্যবশত পাশের দেওয়ালে ফাটল ধরে যায় ৷
আরও পড়ুন: প্রয়াত চক দে ইন্ডিয়া খ্যাত অভিনেতা, বয়স হয়েছিল 66
আর পাশেই ছিল পুরোনো খনির জমা জল ৷ দেওয়াল ফেটে লক্ষ লক্ষ গ্যালন জল ঢুকতে শুরু করে খনিতে ৷ বেশকিছু শ্রমিক জলের স্রোতে ভেসে যান ৷ কোনওভাবে উঁচু জায়গায় উঠে গিয়ে নিজেদের প্রাণ বাঁচান প্রায় 65 জন শ্রমিক ৷ তবে তাতেও রেহাই নেই ৷ কারণ খনির বিদ্য়ুৎ সংযোগ ততক্ষণে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷ বাইরে আসার কোনও উপায় নেই ৷ এক অভিনব পদ্ধতিতে আটকে থাকা এই শ্রমিকদেরই প্রাণ বাঁচিয়েছিলেন মাইনিং ইঞ্জিনিয়ার যশবন্ত ৷ সেই কাহিনিই পর্দায় ফুটিয়ে তুলবেন অক্ষয় ৷ ছবিটি মুক্তি পাবে আগামী 6 অক্টোবর ৷