ETV Bharat / entertainment

Hera Pheri 3 Shooting Starts: অক্ষয়-পরেশ-সুনীলের 'হেরাফেরি' শুরু, শ্যুটিংয়ের প্রথম ছবি ভাইরাল ইন্টারনেটে - Hera Pheri 3 Viral Photo

শুরু হয়ে গিয়েছে অক্ষয়-সুনীল-পরেশের নতুন ছবি 'হেরা ফেরি 3' ছবির শ্য়ুটিং ৷ এবার শ্যুটিং ফ্লোর থেকে সামনে এল অভিনেতাদের প্রথম লুক (Hera Pheri 3 Akshay Paresh Suniel photo Goes viral )৷

Etv Bharat
শুরু হয়ে গিয়েছে অক্ষয় সুনীল পরেশের নতুন ছবি হেরা ফেরি 3 ছবির শ্য়ুটিং
author img

By

Published : Feb 22, 2023, 7:02 PM IST

মুম্বই, 22 ফেব্রুয়ারি: গত মঙ্গলবার অর্থাৎ 21 ফেব্রুয়ারি শুরু হয়ে গিয়েছে 'হেরা ফেরি' ছবির পরবর্তী কিস্তির শুটিং ৷ প্রযোজক ফিরোজ নাদিয়াওয়ালা মুম্বইয়ের এম্পায়ার স্টুডিয়োতে এই ছবির শ্যুটিং শুরু করেছেন ৷ যদিও গতকাল অভিনেতা অভিনেত্রীদের কোনও ছবি সামনে আসেনি ৷ তবে এবার সামনে এল শ্যুটিংয়ের প্রথম ঝলক ৷ ছবিতে পাশাপাশি দেখা গিয়েছে অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং পরেশ রাওয়ালকে (Hera Pheri 3 Akshay Paresh Suniel photo Goes viral) ৷

অক্ষয়-পরেশ-সুনীলের ফার্স্ট লুকও সামনে এসেছে এদিন ৷ অক্ষয় অর্থাৎ রাজুকে দেখা গিয়েছে প্রিন্টেড শার্ট আর লাল ট্রাউজারে ৷ অন্যদিকে বাবু রাওয়ের গেটআপে দেখা মিলেছে পরেশ রাওয়ালেরও ৷ পাশে দেখা মিলেছে সুনীল শেট্টিরও ৷ অক্ষয় ছবির তৃতীয় পর্বে আদৌ থাকবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক ৷ অনেক সংবাদমাধ্য়মে এও দাবি করা হয়েছিল অক্ষয় মনের মতো পারিশ্রমিক না-পাওয়ায় এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন ৷ তবে বাস্তবে তা হয়নি ৷

Hera Pheri 3 Viral Photo
ছবিতে পাশাপাশি দেখা গিয়েছে অক্ষয় কুমার সুনীল শেট্টি এবং পরেশ রাওয়ালকে

অর্থাৎ রাজু-বাবুরাওদের দেখার জন্য় আবার প্রস্তুতি শুরু করে দিতেই পারেন অনুরাগীরা ৷ সেট থেকে ভাইরাল হওয়া এই ছবিটি এখন আগুনের মতোই ছড়াচ্ছে সোশাল মিডিয়ায় ৷ ব্যবহারকারীদের অনেকেই নিজেদের মতামত প্রকাশ করছেন ছবির নীচে ৷ কেউ লিখছেন, 'আবার ছবিতে তিনজনের জুটিকে দেখতে আকুল হয়ে আছি ৷' কেউ আবার লিখেছেন,'শেষমেষ ছবিতে আমাদের বিন্দাস রাজু ভাইয়ের এন্ট্রি হয়েছে ৷'

আরও পড়ুন: এসব নিয়ে বিচলিত নন, মহিলা ফ্য়ানের চুম্বনের চেষ্টা নিয়ে অকপট আদিত্য়

ছবিটি কবে মুক্তি পাবে তা এখনও জানাননি নির্মাতারা ৷ তবে হেরা ফেরি-র তৃতীয় কিস্তির কাজ যে শুরু হয়েছে, তাতেই খুশি নেটিজেনরা ৷ 'হেরা ফেরি' সিরিজের প্রথম ছবিটি মুক্তি পেয়েছিল 2000 সালে ৷ এর 2006 সালে মুক্তি পায় এই ছবির দ্বিতীয় পর্ব 'ফির হেরা ফেরি' ৷ হাসির ছবি হিসেবে বক্স অফিসে সাড়া ফেলেছিল এই দু'টি সিনেমা ৷ এবার আসতে চলেছে 'হেরা ফেরি 3' ৷

মুম্বই, 22 ফেব্রুয়ারি: গত মঙ্গলবার অর্থাৎ 21 ফেব্রুয়ারি শুরু হয়ে গিয়েছে 'হেরা ফেরি' ছবির পরবর্তী কিস্তির শুটিং ৷ প্রযোজক ফিরোজ নাদিয়াওয়ালা মুম্বইয়ের এম্পায়ার স্টুডিয়োতে এই ছবির শ্যুটিং শুরু করেছেন ৷ যদিও গতকাল অভিনেতা অভিনেত্রীদের কোনও ছবি সামনে আসেনি ৷ তবে এবার সামনে এল শ্যুটিংয়ের প্রথম ঝলক ৷ ছবিতে পাশাপাশি দেখা গিয়েছে অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং পরেশ রাওয়ালকে (Hera Pheri 3 Akshay Paresh Suniel photo Goes viral) ৷

অক্ষয়-পরেশ-সুনীলের ফার্স্ট লুকও সামনে এসেছে এদিন ৷ অক্ষয় অর্থাৎ রাজুকে দেখা গিয়েছে প্রিন্টেড শার্ট আর লাল ট্রাউজারে ৷ অন্যদিকে বাবু রাওয়ের গেটআপে দেখা মিলেছে পরেশ রাওয়ালেরও ৷ পাশে দেখা মিলেছে সুনীল শেট্টিরও ৷ অক্ষয় ছবির তৃতীয় পর্বে আদৌ থাকবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক ৷ অনেক সংবাদমাধ্য়মে এও দাবি করা হয়েছিল অক্ষয় মনের মতো পারিশ্রমিক না-পাওয়ায় এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন ৷ তবে বাস্তবে তা হয়নি ৷

Hera Pheri 3 Viral Photo
ছবিতে পাশাপাশি দেখা গিয়েছে অক্ষয় কুমার সুনীল শেট্টি এবং পরেশ রাওয়ালকে

অর্থাৎ রাজু-বাবুরাওদের দেখার জন্য় আবার প্রস্তুতি শুরু করে দিতেই পারেন অনুরাগীরা ৷ সেট থেকে ভাইরাল হওয়া এই ছবিটি এখন আগুনের মতোই ছড়াচ্ছে সোশাল মিডিয়ায় ৷ ব্যবহারকারীদের অনেকেই নিজেদের মতামত প্রকাশ করছেন ছবির নীচে ৷ কেউ লিখছেন, 'আবার ছবিতে তিনজনের জুটিকে দেখতে আকুল হয়ে আছি ৷' কেউ আবার লিখেছেন,'শেষমেষ ছবিতে আমাদের বিন্দাস রাজু ভাইয়ের এন্ট্রি হয়েছে ৷'

আরও পড়ুন: এসব নিয়ে বিচলিত নন, মহিলা ফ্য়ানের চুম্বনের চেষ্টা নিয়ে অকপট আদিত্য়

ছবিটি কবে মুক্তি পাবে তা এখনও জানাননি নির্মাতারা ৷ তবে হেরা ফেরি-র তৃতীয় কিস্তির কাজ যে শুরু হয়েছে, তাতেই খুশি নেটিজেনরা ৷ 'হেরা ফেরি' সিরিজের প্রথম ছবিটি মুক্তি পেয়েছিল 2000 সালে ৷ এর 2006 সালে মুক্তি পায় এই ছবির দ্বিতীয় পর্ব 'ফির হেরা ফেরি' ৷ হাসির ছবি হিসেবে বক্স অফিসে সাড়া ফেলেছিল এই দু'টি সিনেমা ৷ এবার আসতে চলেছে 'হেরা ফেরি 3' ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.