ETV Bharat / entertainment

OMG 2 Teaser Out: নাস্তিক কাঞ্জিভাইয়ের পর এবার আস্তিক কান্তি শরণের কাহিনি, আগ্রহ বাড়াল অক্ষয়ের 'ওএমজি 2' - Akshay Kumar OMG2 Teaser is out now

মুক্তি পেল অক্ষয়ের আসন্ন প্রজেক্ট 'ওএমজি 2' ছবির টিজার ৷ এবার আস্তিক কান্তি শরণ মুদগলের কাহিনি ফুটে উঠবে ছবিতে ৷

OMG 2 Teaser Out
মুক্তি পেল অক্ষয়ের ওএমজি 2 ছবির টিজার
author img

By

Published : Jul 11, 2023, 12:09 PM IST

হায়দরাবাদ, 11 জুলাই: গতবছরটা বক্স অফিসে ভালো যায়নি অক্ষয় কুমারের ৷ একের পর এক ছবির ব্যর্থতা তাঁর কেরিয়ারের নিয়েই প্রশ্ন তুলে দিয়েছিল ৷ এবছর তাই একের পর পুরোনো হিট ছবির সিক্যুয়ালের উপরেই ভরসা রাখছেন বলিউডের খিলাড়ি ৷ মঙ্গলবার মুক্তি পেল তাঁর তেমনই একটি ছবির টিজার ৷ 'ও মাই গড' ছিল অক্ষয়ের সুপারহিট ছবিগুলির অন্যতম ৷ পরেশ রাওয়াল এবং অক্ষয় কুমারের অভিনয় রীতিমতো নজর কেড়েছিল সকলের ৷

এবার ছবির দ্বিতীয় পর্বের ঝলকও মনে ধরল নেট নাগরিকদের ৷ 'ওএমজি 2' ছবিতে অক্ষয়ের সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন পঙ্কজ ত্রিপাঠি ৷ এই ছবিতে তিনি অভিনয় করছেন এমন এক ব্যক্তির চরিত্রে যিনি ভগবানে প্রবলভাবে বিশ্বাস করেন ৷ আদ্যান্ত আস্তিক কান্তি শরণ মুদগল গঙ্গায় গিয়ে তর্পন করেন ৷ মাথায় বিভূতি লাগান ৷ পূজা পাঠ করেন নিয়মিত ৷ তার বিপদের দিনে ভগবান কীভাবে তাকে রক্ষা করেন সেটাই দেখাবে ছবি ৷

টিজারের শুরুতেই শোনা যায়, "মানুষ ভগবানকে বিশ্বাস করে কি না তার প্রমাণ সে আস্তিক বা নাস্তিক হয়ে দিতে পারে । কিন্তু ভগবান তার তৈরি মানুষের মধ্যে কোনও ভেদাভেদ করেন না ৷" এই থেকেই বোঝা যায়, এবারও ছবির কাহিনি হতে চলেছে আস্তিকতা এবং নাস্তিকতার দ্বন্দ্ব ৷ এই ছবিতে অক্ষয়-পঙ্কজের সঙ্গে দেখা যাবে ইয়ামি গৌতমকেও ৷ যদিও টিজারে তাঁকে দেখা গেল না ৷

আরও পড়ুন: অরিজিতের পর এবার স্নিগ্ধজিৎ, মুক্তি পেল 'বিয়ে বিভ্রাট' এর দ্বিতীয় গান

'ও মাই গড 2' ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অমিত রাই ৷ এর আগে এই ছবির প্রথম পর্ব পরিচালনা করেছিলেন ঊমেশ শুক্ল ৷ 'দ্য় ম্য়ান হু স্য়ু দ্য় গড' ছবির অনুপ্রেরণা তৈরি ছবিটি নাড়িয়ে দিয়েছিল অনেককেই ৷ এবার টিজারে বেশ আগ্রহ জাগালেন অক্ষয়রা ৷ আগামী 11 অগস্ট প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই ছবি ৷ একই দিনে অবশ্য় প্রেক্ষাগৃহে 'গদর 2' ছবিটিও ৷ তাই বক্স অফিস ব্যাটেল যে রীতিমতো জমে যাবে তা বলাই বাহুল্য ৷

হায়দরাবাদ, 11 জুলাই: গতবছরটা বক্স অফিসে ভালো যায়নি অক্ষয় কুমারের ৷ একের পর এক ছবির ব্যর্থতা তাঁর কেরিয়ারের নিয়েই প্রশ্ন তুলে দিয়েছিল ৷ এবছর তাই একের পর পুরোনো হিট ছবির সিক্যুয়ালের উপরেই ভরসা রাখছেন বলিউডের খিলাড়ি ৷ মঙ্গলবার মুক্তি পেল তাঁর তেমনই একটি ছবির টিজার ৷ 'ও মাই গড' ছিল অক্ষয়ের সুপারহিট ছবিগুলির অন্যতম ৷ পরেশ রাওয়াল এবং অক্ষয় কুমারের অভিনয় রীতিমতো নজর কেড়েছিল সকলের ৷

এবার ছবির দ্বিতীয় পর্বের ঝলকও মনে ধরল নেট নাগরিকদের ৷ 'ওএমজি 2' ছবিতে অক্ষয়ের সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন পঙ্কজ ত্রিপাঠি ৷ এই ছবিতে তিনি অভিনয় করছেন এমন এক ব্যক্তির চরিত্রে যিনি ভগবানে প্রবলভাবে বিশ্বাস করেন ৷ আদ্যান্ত আস্তিক কান্তি শরণ মুদগল গঙ্গায় গিয়ে তর্পন করেন ৷ মাথায় বিভূতি লাগান ৷ পূজা পাঠ করেন নিয়মিত ৷ তার বিপদের দিনে ভগবান কীভাবে তাকে রক্ষা করেন সেটাই দেখাবে ছবি ৷

টিজারের শুরুতেই শোনা যায়, "মানুষ ভগবানকে বিশ্বাস করে কি না তার প্রমাণ সে আস্তিক বা নাস্তিক হয়ে দিতে পারে । কিন্তু ভগবান তার তৈরি মানুষের মধ্যে কোনও ভেদাভেদ করেন না ৷" এই থেকেই বোঝা যায়, এবারও ছবির কাহিনি হতে চলেছে আস্তিকতা এবং নাস্তিকতার দ্বন্দ্ব ৷ এই ছবিতে অক্ষয়-পঙ্কজের সঙ্গে দেখা যাবে ইয়ামি গৌতমকেও ৷ যদিও টিজারে তাঁকে দেখা গেল না ৷

আরও পড়ুন: অরিজিতের পর এবার স্নিগ্ধজিৎ, মুক্তি পেল 'বিয়ে বিভ্রাট' এর দ্বিতীয় গান

'ও মাই গড 2' ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অমিত রাই ৷ এর আগে এই ছবির প্রথম পর্ব পরিচালনা করেছিলেন ঊমেশ শুক্ল ৷ 'দ্য় ম্য়ান হু স্য়ু দ্য় গড' ছবির অনুপ্রেরণা তৈরি ছবিটি নাড়িয়ে দিয়েছিল অনেককেই ৷ এবার টিজারে বেশ আগ্রহ জাগালেন অক্ষয়রা ৷ আগামী 11 অগস্ট প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই ছবি ৷ একই দিনে অবশ্য় প্রেক্ষাগৃহে 'গদর 2' ছবিটিও ৷ তাই বক্স অফিস ব্যাটেল যে রীতিমতো জমে যাবে তা বলাই বাহুল্য ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.