হায়দরাবাদ, 3 অগস্ট: প্রতীক্ষার অবসান ৷ অবশেষে সামনে এল অক্ষয় কুমারের নতুন ছবি 'ও মাই গড 2'-এর ট্রেলার ৷ ছবির প্রথম পর্ব রীতিমতো শোরগোল ফেলেছিল বক্স অফিসে ৷ পরেশ রাওয়াল, মিঠুন চক্রবর্তী এবং অক্ষয়ের অভিনয় আজও গেঁথে রয়েছে অনুরাগীদের মনে ৷ এবার টিজার মুক্তির আগে থেকেই শোরগোল তুঙ্গে ৷ এমনই আবহে মুক্তি পেয়েছে টিজার। এমনকী সেন্সর বোর্ড 'এ' সার্টিফিকেট পেয়েছে ছবিটি ৷ বেশকিছু পরিবর্তনও নাকি করতে হয়েছে নির্মাতাদের ৷ সেন্সর বোর্ডের থেকে সার্টিফিকেট পাওয়ার পর এবার হলে মুক্তির জন্য তৈরি 'ও মাই গড 2' ৷
শেষ কয়েকটি ছবি তেমন ভালো যায়নি অক্ষয়ের। তবে এই ছবিতে মহাদেবের অবতারে তাঁকে ভালো লেগেছে অনেকেরই ৷ টিজারের পর দু'টি গান 'উঁচি উঁচি ওয়াদি' এবং 'হর হর মহাদেব'ও বেশ মন কেড়েছে দর্শকের ৷ ছবিতে আস্তিক এক শিবভক্তের ভূমিকায় অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি ৷ তাঁর চরিত্রের নাম কান্তিশরণ মুদগল ৷ আর তার পরিবারকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ছবির কাহিনি ৷
এই ছবিতে অভিনয় করছেন ইয়ামি গৌতমও ৷ তাঁকে দেখা গিয়েছে একজন আইনজীবীর ভূমিকায় ৷ কান্তি শরণ এই ছবিতে নিজেই মামলা লড়বেন নিজের বিরুদ্ধে ৷ কেন তা জানা যাবে ছবি দেখলেই ৷ ছবির ট্রেলারও বেশ সাড়া ফেলল অনুরাগীদের মধ্যে ৷ কেউ লিখলেন, 'হর হর মহাদেব' ৷ আবার কেউ লিখলেন,'দারুণ ছবি ৷' এছাড়া লাইক এবং আগুনের ইমোজি তো রয়েছেই ৷
আরও পড়ুন: বিমানবন্দরে হাঁটু গেড়ে বসে ফুলের তোড়া বাড়িয়ে দিলেন অনুরাগী, কী করলেন শ্রদ্ধা!
আগামী 11 অগস্ট সানি দেওলের 'গদর 2' ছবির সঙ্গেই মুক্তি পাবে অক্ষয়ের এই ছবিটি ৷ তাই বক্স অফিসে ব্যাটেল যে বেশ জোরদার হতে চলেছে তা বলাই বাহুল্য ৷ 'ও মাই গড 2' ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অমিত রাই ৷ ছবির কাহিনিও তাঁরই লেখা ৷ অক্ষয় অবশ্য এই একটি ছবির সিক্যুয়াল নিয়েই যে পর্দায় ফিরছেন তা নয়, তাঁকে আগামীতে দেখা যাবে 'হাউসফুল 5' এবং 'হেরাফেরি 3' ছবিতেও ৷