ETV Bharat / entertainment

Mission Raniganj Trailer: 'দেশের আসল নায়কের কাহিনি জানুন!', নতুন ছবির ট্রেলার মুক্তির দিন জানিয়ে লিখলেন অক্ষয়

ইঞ্জিনিয়ার যশবন্ত সিং গিলের জীবনের এক সত্য ঘটনাকে কেন্দ্র করে তৈরি হতে চলেছে অক্ষয়ের নতুন ছবি 'মিশন রানিগঞ্জ: দ্র গ্রেট ভারত রেসকিউ' ৷ এবার সামনে এল ছবির ট্রেলার মুক্তির দিনক্ষণ ৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন টিনু সুরেশ দেশাই ৷

Mission Raniganj Trailer Release Date
মিশন রানিগঞ্জ ছবির ট্রেলার আসছে কবে
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2023, 5:46 PM IST

Updated : Sep 23, 2023, 8:28 PM IST

হায়দরাবাদ, 23 সেপ্টেম্বর: সম্প্রতি বক্স অফিসে বিপুল সাফল্য কুড়িয়েছে অক্ষয় কুমারের 'ওএমজি 2' ছবিটি ৷ লাগাতার ব্যর্থতার পর যখন অনেকেই বলতে শুরু করেছিলেন অক্ষয়ের কেরিয়ার শেষ তখনই ঘুরে দাঁড়িয়েছেন বলিউডের খিলাড়ি ৷ যেমন তিনি মন জিতেছেন দর্শকের তেমনই প্রশংসা কুড়িয়েছেন সমালোচকদের থেকেও ৷ আর সেই সাফল্যের রেশ কাটতে কাটতেই সামনে এসেছে তাঁর নতুন ছবির খবরও ৷ ছবির নাম 'মিশন রানিগঞ্জ' ৷ এবার সামনে এল ছবিটির ট্রেলার মুক্তির দিনক্ষণ ৷

শনিবার ছবির ট্রেলার মুক্তির দিনক্ষণ ঘোষণা করতে গিয়ে একটি মোশন পোস্টারও শেয়ার করেছেন অক্ষয় ৷ পোস্টারে দেখা গিয়েছে বেশকিছু মানুষের আতঙ্কিত মুখ ৷ আর তাদের সবার ওপরে ত্রাতার মতো ভেসে উঠেছে অক্ষয়ের মুখ ৷ পোস্টারটি শেয়ার করে অক্ষয় লেখেন, "একজন মানুষ যিনি 1989 সালে সমস্ত বাধার প্রাচীর ভেঙে দিয়েছিলেন ৷ সোমবার 25 সেপ্টেম্বর মুক্তি পাবে সেই মিশন রানিগঞ্জ ছবির ট্রেলার ৷ 6 অক্টোবর সিনেমা হলে দেখুন ভারতের এক আসল নায়কের কাহিনি ৷"

'মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ' ছবিটি তৈরি হয়েছে 1989 সালের এক ভয়াবহ দুর্ঘটনার স্মৃতিকে কেন্দ্রে রেখে ৷ এই কাহিনির কেন্দ্রে রয়েছেন যশবন্ত সিং গিল নামে এক ইঞ্জিনিয়র ৷ যশবন্তের বুদ্ধির জোরেই প্রাণে বেঁচে যান খনির ভিতরে আটকে পড়া প্রায় 70 জনেরও বেশি শ্রমিক ৷ ঠিক কী হয়েছিল সেদিন রানিগঞ্জে? রানিগঞ্জের মহাবীর কয়লাখনিতে 11 নভেম্বর রাতে কয়লা উত্তোলনের কাজ করছিলেন 70-75 জনেরও বেশি শ্রমিক ৷ গভীর রাতে চলছিল এই কাজ ৷ সবাই খনির বাইরে চলে এসেছেন ভেবে খনিতে একটি বিস্ফোরণ ঘটানো হয় ৷ কিন্তু খনির ভিতরে তখনও বেশকিছু শ্রমিক কাজ করছিলেন ৷

আরও পড়ুন: পরিচালকের জন্মদিনে বড় সারপ্রাইজ নিয়ে হাজির প্রবীর রায়চৌধুরী!

এই বিস্ফোরণের ফলে হঠাৎই পাশের দেওয়ালে ফাটল ধরে যায় ৷ পাশে ছিল খনির জমা জল ৷ জলের চাপে দেওয়াল ভেঙে যায় ৷ আর জল ঢুকতে শুরু করে খনিতে ৷ বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ ৷ কেউ কেউ জলের প্রচণ্ড স্রোতে ভেসেও যান ৷ আর যাঁরা কোনওমতে বেঁচে যান তাঁরাও আটকে পড়েন খনির ভিতরেই ৷ তাঁদেরই এক অভিনব পন্থায় উদ্ধার করেন যশবন্ত ৷ সেই কাহিনিই তুলে ধরবে টিনু সুরেশ দেশাইয়ের এই ছবি ৷

হায়দরাবাদ, 23 সেপ্টেম্বর: সম্প্রতি বক্স অফিসে বিপুল সাফল্য কুড়িয়েছে অক্ষয় কুমারের 'ওএমজি 2' ছবিটি ৷ লাগাতার ব্যর্থতার পর যখন অনেকেই বলতে শুরু করেছিলেন অক্ষয়ের কেরিয়ার শেষ তখনই ঘুরে দাঁড়িয়েছেন বলিউডের খিলাড়ি ৷ যেমন তিনি মন জিতেছেন দর্শকের তেমনই প্রশংসা কুড়িয়েছেন সমালোচকদের থেকেও ৷ আর সেই সাফল্যের রেশ কাটতে কাটতেই সামনে এসেছে তাঁর নতুন ছবির খবরও ৷ ছবির নাম 'মিশন রানিগঞ্জ' ৷ এবার সামনে এল ছবিটির ট্রেলার মুক্তির দিনক্ষণ ৷

শনিবার ছবির ট্রেলার মুক্তির দিনক্ষণ ঘোষণা করতে গিয়ে একটি মোশন পোস্টারও শেয়ার করেছেন অক্ষয় ৷ পোস্টারে দেখা গিয়েছে বেশকিছু মানুষের আতঙ্কিত মুখ ৷ আর তাদের সবার ওপরে ত্রাতার মতো ভেসে উঠেছে অক্ষয়ের মুখ ৷ পোস্টারটি শেয়ার করে অক্ষয় লেখেন, "একজন মানুষ যিনি 1989 সালে সমস্ত বাধার প্রাচীর ভেঙে দিয়েছিলেন ৷ সোমবার 25 সেপ্টেম্বর মুক্তি পাবে সেই মিশন রানিগঞ্জ ছবির ট্রেলার ৷ 6 অক্টোবর সিনেমা হলে দেখুন ভারতের এক আসল নায়কের কাহিনি ৷"

'মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ' ছবিটি তৈরি হয়েছে 1989 সালের এক ভয়াবহ দুর্ঘটনার স্মৃতিকে কেন্দ্রে রেখে ৷ এই কাহিনির কেন্দ্রে রয়েছেন যশবন্ত সিং গিল নামে এক ইঞ্জিনিয়র ৷ যশবন্তের বুদ্ধির জোরেই প্রাণে বেঁচে যান খনির ভিতরে আটকে পড়া প্রায় 70 জনেরও বেশি শ্রমিক ৷ ঠিক কী হয়েছিল সেদিন রানিগঞ্জে? রানিগঞ্জের মহাবীর কয়লাখনিতে 11 নভেম্বর রাতে কয়লা উত্তোলনের কাজ করছিলেন 70-75 জনেরও বেশি শ্রমিক ৷ গভীর রাতে চলছিল এই কাজ ৷ সবাই খনির বাইরে চলে এসেছেন ভেবে খনিতে একটি বিস্ফোরণ ঘটানো হয় ৷ কিন্তু খনির ভিতরে তখনও বেশকিছু শ্রমিক কাজ করছিলেন ৷

আরও পড়ুন: পরিচালকের জন্মদিনে বড় সারপ্রাইজ নিয়ে হাজির প্রবীর রায়চৌধুরী!

এই বিস্ফোরণের ফলে হঠাৎই পাশের দেওয়ালে ফাটল ধরে যায় ৷ পাশে ছিল খনির জমা জল ৷ জলের চাপে দেওয়াল ভেঙে যায় ৷ আর জল ঢুকতে শুরু করে খনিতে ৷ বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ ৷ কেউ কেউ জলের প্রচণ্ড স্রোতে ভেসেও যান ৷ আর যাঁরা কোনওমতে বেঁচে যান তাঁরাও আটকে পড়েন খনির ভিতরেই ৷ তাঁদেরই এক অভিনব পন্থায় উদ্ধার করেন যশবন্ত ৷ সেই কাহিনিই তুলে ধরবে টিনু সুরেশ দেশাইয়ের এই ছবি ৷

Last Updated : Sep 23, 2023, 8:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.