ETV Bharat / entertainment

Mission Raniganj Trailer: 'দেশের আসল নায়কের কাহিনি জানুন!', নতুন ছবির ট্রেলার মুক্তির দিন জানিয়ে লিখলেন অক্ষয় - Mission Raniganj Trailer Release Date

ইঞ্জিনিয়ার যশবন্ত সিং গিলের জীবনের এক সত্য ঘটনাকে কেন্দ্র করে তৈরি হতে চলেছে অক্ষয়ের নতুন ছবি 'মিশন রানিগঞ্জ: দ্র গ্রেট ভারত রেসকিউ' ৷ এবার সামনে এল ছবির ট্রেলার মুক্তির দিনক্ষণ ৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন টিনু সুরেশ দেশাই ৷

Mission Raniganj Trailer Release Date
মিশন রানিগঞ্জ ছবির ট্রেলার আসছে কবে
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2023, 5:46 PM IST

Updated : Sep 23, 2023, 8:28 PM IST

হায়দরাবাদ, 23 সেপ্টেম্বর: সম্প্রতি বক্স অফিসে বিপুল সাফল্য কুড়িয়েছে অক্ষয় কুমারের 'ওএমজি 2' ছবিটি ৷ লাগাতার ব্যর্থতার পর যখন অনেকেই বলতে শুরু করেছিলেন অক্ষয়ের কেরিয়ার শেষ তখনই ঘুরে দাঁড়িয়েছেন বলিউডের খিলাড়ি ৷ যেমন তিনি মন জিতেছেন দর্শকের তেমনই প্রশংসা কুড়িয়েছেন সমালোচকদের থেকেও ৷ আর সেই সাফল্যের রেশ কাটতে কাটতেই সামনে এসেছে তাঁর নতুন ছবির খবরও ৷ ছবির নাম 'মিশন রানিগঞ্জ' ৷ এবার সামনে এল ছবিটির ট্রেলার মুক্তির দিনক্ষণ ৷

শনিবার ছবির ট্রেলার মুক্তির দিনক্ষণ ঘোষণা করতে গিয়ে একটি মোশন পোস্টারও শেয়ার করেছেন অক্ষয় ৷ পোস্টারে দেখা গিয়েছে বেশকিছু মানুষের আতঙ্কিত মুখ ৷ আর তাদের সবার ওপরে ত্রাতার মতো ভেসে উঠেছে অক্ষয়ের মুখ ৷ পোস্টারটি শেয়ার করে অক্ষয় লেখেন, "একজন মানুষ যিনি 1989 সালে সমস্ত বাধার প্রাচীর ভেঙে দিয়েছিলেন ৷ সোমবার 25 সেপ্টেম্বর মুক্তি পাবে সেই মিশন রানিগঞ্জ ছবির ট্রেলার ৷ 6 অক্টোবর সিনেমা হলে দেখুন ভারতের এক আসল নায়কের কাহিনি ৷"

'মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ' ছবিটি তৈরি হয়েছে 1989 সালের এক ভয়াবহ দুর্ঘটনার স্মৃতিকে কেন্দ্রে রেখে ৷ এই কাহিনির কেন্দ্রে রয়েছেন যশবন্ত সিং গিল নামে এক ইঞ্জিনিয়র ৷ যশবন্তের বুদ্ধির জোরেই প্রাণে বেঁচে যান খনির ভিতরে আটকে পড়া প্রায় 70 জনেরও বেশি শ্রমিক ৷ ঠিক কী হয়েছিল সেদিন রানিগঞ্জে? রানিগঞ্জের মহাবীর কয়লাখনিতে 11 নভেম্বর রাতে কয়লা উত্তোলনের কাজ করছিলেন 70-75 জনেরও বেশি শ্রমিক ৷ গভীর রাতে চলছিল এই কাজ ৷ সবাই খনির বাইরে চলে এসেছেন ভেবে খনিতে একটি বিস্ফোরণ ঘটানো হয় ৷ কিন্তু খনির ভিতরে তখনও বেশকিছু শ্রমিক কাজ করছিলেন ৷

আরও পড়ুন: পরিচালকের জন্মদিনে বড় সারপ্রাইজ নিয়ে হাজির প্রবীর রায়চৌধুরী!

এই বিস্ফোরণের ফলে হঠাৎই পাশের দেওয়ালে ফাটল ধরে যায় ৷ পাশে ছিল খনির জমা জল ৷ জলের চাপে দেওয়াল ভেঙে যায় ৷ আর জল ঢুকতে শুরু করে খনিতে ৷ বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ ৷ কেউ কেউ জলের প্রচণ্ড স্রোতে ভেসেও যান ৷ আর যাঁরা কোনওমতে বেঁচে যান তাঁরাও আটকে পড়েন খনির ভিতরেই ৷ তাঁদেরই এক অভিনব পন্থায় উদ্ধার করেন যশবন্ত ৷ সেই কাহিনিই তুলে ধরবে টিনু সুরেশ দেশাইয়ের এই ছবি ৷

হায়দরাবাদ, 23 সেপ্টেম্বর: সম্প্রতি বক্স অফিসে বিপুল সাফল্য কুড়িয়েছে অক্ষয় কুমারের 'ওএমজি 2' ছবিটি ৷ লাগাতার ব্যর্থতার পর যখন অনেকেই বলতে শুরু করেছিলেন অক্ষয়ের কেরিয়ার শেষ তখনই ঘুরে দাঁড়িয়েছেন বলিউডের খিলাড়ি ৷ যেমন তিনি মন জিতেছেন দর্শকের তেমনই প্রশংসা কুড়িয়েছেন সমালোচকদের থেকেও ৷ আর সেই সাফল্যের রেশ কাটতে কাটতেই সামনে এসেছে তাঁর নতুন ছবির খবরও ৷ ছবির নাম 'মিশন রানিগঞ্জ' ৷ এবার সামনে এল ছবিটির ট্রেলার মুক্তির দিনক্ষণ ৷

শনিবার ছবির ট্রেলার মুক্তির দিনক্ষণ ঘোষণা করতে গিয়ে একটি মোশন পোস্টারও শেয়ার করেছেন অক্ষয় ৷ পোস্টারে দেখা গিয়েছে বেশকিছু মানুষের আতঙ্কিত মুখ ৷ আর তাদের সবার ওপরে ত্রাতার মতো ভেসে উঠেছে অক্ষয়ের মুখ ৷ পোস্টারটি শেয়ার করে অক্ষয় লেখেন, "একজন মানুষ যিনি 1989 সালে সমস্ত বাধার প্রাচীর ভেঙে দিয়েছিলেন ৷ সোমবার 25 সেপ্টেম্বর মুক্তি পাবে সেই মিশন রানিগঞ্জ ছবির ট্রেলার ৷ 6 অক্টোবর সিনেমা হলে দেখুন ভারতের এক আসল নায়কের কাহিনি ৷"

'মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ' ছবিটি তৈরি হয়েছে 1989 সালের এক ভয়াবহ দুর্ঘটনার স্মৃতিকে কেন্দ্রে রেখে ৷ এই কাহিনির কেন্দ্রে রয়েছেন যশবন্ত সিং গিল নামে এক ইঞ্জিনিয়র ৷ যশবন্তের বুদ্ধির জোরেই প্রাণে বেঁচে যান খনির ভিতরে আটকে পড়া প্রায় 70 জনেরও বেশি শ্রমিক ৷ ঠিক কী হয়েছিল সেদিন রানিগঞ্জে? রানিগঞ্জের মহাবীর কয়লাখনিতে 11 নভেম্বর রাতে কয়লা উত্তোলনের কাজ করছিলেন 70-75 জনেরও বেশি শ্রমিক ৷ গভীর রাতে চলছিল এই কাজ ৷ সবাই খনির বাইরে চলে এসেছেন ভেবে খনিতে একটি বিস্ফোরণ ঘটানো হয় ৷ কিন্তু খনির ভিতরে তখনও বেশকিছু শ্রমিক কাজ করছিলেন ৷

আরও পড়ুন: পরিচালকের জন্মদিনে বড় সারপ্রাইজ নিয়ে হাজির প্রবীর রায়চৌধুরী!

এই বিস্ফোরণের ফলে হঠাৎই পাশের দেওয়ালে ফাটল ধরে যায় ৷ পাশে ছিল খনির জমা জল ৷ জলের চাপে দেওয়াল ভেঙে যায় ৷ আর জল ঢুকতে শুরু করে খনিতে ৷ বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ ৷ কেউ কেউ জলের প্রচণ্ড স্রোতে ভেসেও যান ৷ আর যাঁরা কোনওমতে বেঁচে যান তাঁরাও আটকে পড়েন খনির ভিতরেই ৷ তাঁদেরই এক অভিনব পন্থায় উদ্ধার করেন যশবন্ত ৷ সেই কাহিনিই তুলে ধরবে টিনু সুরেশ দেশাইয়ের এই ছবি ৷

Last Updated : Sep 23, 2023, 8:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.