ETV Bharat / entertainment

খুব ভালো কাজ করেছেন, শ্রমিকদের উদ্ধারকারী দলের সদস্যদের প্রশংসায় অক্ষয়-কঙ্গনা

Bollywood Actors Laud Rescue Operation: 22টি সংস্থা দিনরাতে কাজ করে মঙ্গলবার সফলভাবে উত্তরকাশীর টানেল থেকে উদ্ধার করেছে শ্রমিকদের ৷ উদ্ধারকারী দলের চেষ্টাকে প্রশংসায় ভরালেন অভিনেতা অক্ষয় কুমার, কঙ্গনা রানাওয়াত থেকে রিতেশ দেশমুখরা ৷

Bollywood Actors applaud Rescue Operation
অক্ষয় কুমার ও কঙ্গনা রানাউত
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2023, 8:08 PM IST

হায়দরাবাদ, 29 নভেম্বর: 17 দিনের আধার শেষে আলোর পথে ফিরেছেন সিল্কিয়ারা টানেলে আটকে পড়া শ্রমিকরা ৷ মঙ্গলবার সফলভাবে তাঁদেরকে টানেল থেকে বের করেছেন উদ্ধারকারীরা ৷ শ্রমিকরা সকলেই বর্তমানে সুস্থ রয়েছেন ৷ 400 ঘণ্টা ধরে টানেলের ভেতরে বেঁচে থাকার রসদ যোগানোর জন্য ধন্যবাদ জানিয়েছে উত্তরাখণ্ড প্রশাসন থেকে উদ্ধার অভিযানে নিয়োজিতদের ৷ এবার শ্রমিকদের সফল উদ্ধারকার্য নিয়ে পেন ধরলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার থেকে কঙ্গনা রানাওয়াত ৷ উদ্ধারকারী দলগুলিকে ভূয়সী প্রশংসায় ভরিয়েছেন রিতেশ দেশমুখ-সহ অন্যান্যরা ৷

উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলের ভিতরে আটকে থাকা 41 জন শ্রমিককে উদ্ধারে নিয়োজিত ছিল 22টি বিভিন্ন সংস্থা ৷ তাদের প্রচেষ্টার প্রশংসা করে এক্সে অক্ষয় লিখেছেন, "41 জন আটকে পড়া শ্রমিকদের সফলভাবে উদ্ধারের কথা শুনে আমি খুব আনন্দিত এবং স্বস্তি পেয়েছি । উদ্ধারকারী দলের প্রত্যেক সদস্যকে বিশাল স্যালুট । তাঁরা খুব ভালো কাজ করেছেন । এটাই নতুন ভারত ৷ যাকে নিয়ে আমরা সকলেই গর্ববোধ করি । জয় হিন্দ।"

Bollywood Actors applaud Rescue Operation
কঙ্গনা রানাউতের ইনস্টাগ্রাম স্টোরি

অন্যদিকে তেজস অভিনেতা কঙ্গনা রানাওয়াত ছবি-সহ উদ্ধার অভিযানের প্রশংসা করে ইনস্টাগ্রামে লেখেন, "উদ্ধার অভিযান সফল হয়েছে । হর হর মহাদেব ৷" রিতেশ দেশমুখও উদ্ধারকারী দলের প্রশংসা করে লিখেছেন, "ব্র্যাভো! অক্লান্ত পরিশ্রমের জন্য উদ্ধারকারী দলকে স্যালুট ৷ তারা গত 17 দিন ধরে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করতে দিনরাত কাজ করেছে । শ্রমিকদের পরিবার এবং দেশের মানুষের প্রাথর্না সফল হয়েছে । গণপতি বাপ্পা মোরিয়া ৷"

  • Am completely overwhelmed with happiness and relief to know of the rescue of 41 trapped men. A big salute to every member of the rescue team. Kamaal kar diya. This is a new India and we all feel so proud. Jai Hind. 👏🏻 🇮🇳 pic.twitter.com/xbBnI5vPpG

    — Akshay Kumar (@akshaykumar) November 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তালিকায় রয়েছেন জ্যাকি শ্রফও ৷ তিনি লেখেন, "উত্তরকাশীর সিল্কিয়ারা টানেল থেকে 41 জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে । এনডিআরএফ, বিআরও, ভারতীয় সেনা, ভারতীয় বিমান বাহিনী, এনএইচআইডিসিএল, এসজেভিএনএল, টিএইচএফসিএল, আরভিএনএল, ওএনজিসি, কোল ইন্ডিয়া-সহ 22টি সংস্থা দিনরাত এক করে কাজ করেছে ৷ তাদের সকলকে সাধুবাদ জানাই ।"

  • All 41 workers rescued from the Silkyara Tunnel in Uttarkashi.

    Kudos to the 22 agencies which worked day and night for the rescue mission including NDRF, BRO, Indian Army, Indian Air Force, NHIDCL, SJVNL, THFCL, RVNL, ONGC, Coal India and others. 🇮🇳#UttarkashiRescue pic.twitter.com/DaPPdE9pdS

    — Jackie Shroff (@bindasbhidu) November 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মঙ্গলবার সন্ধ্যায় উত্তরাখণ্ডের উত্তরকাশীতে সিল্কিয়ারা টানেল থেকে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের খবরে স্বস্তি মিলেছে তাঁদের পরিবারের সদস্যদের ৷ আনন্দে উচ্ছ্বাসে মেতেছেন তাঁরা । অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাতেই শ্রমিকদের সঙ্গে ফোনে কথা বলেছেন ৷ পাশাপাশি তিনি উদ্ধারকারী দলের সদস্যদের সাহসিকতা এবং সংকল্পের প্রশংসা করেছেন ।

আরও পড়ুন:

  1. 'সকলের মিলিত ইচ্ছেশক্তিতেই অসম্ভব সম্ভব হয়েছে', সিল্কিয়ারা উদ্ধারকার্য প্রসঙ্গে বললেন বিশেষজ্ঞ আর্নল্ড
  2. 'চিকিৎসকরা জানালেন কোনও সমস্যা নেই, তাই রাতেই কথা বলব ঠিক করলাম'; ফোনালাপে শ্রমিকদের বললেন প্রধানমন্ত্রী
  3. সুড়ঙ্গের 'অন্ধকার' থেকে 'আলোয়' ফিরলেন 41 মৃত্যঞ্জয়ী, অভিনন্দন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

হায়দরাবাদ, 29 নভেম্বর: 17 দিনের আধার শেষে আলোর পথে ফিরেছেন সিল্কিয়ারা টানেলে আটকে পড়া শ্রমিকরা ৷ মঙ্গলবার সফলভাবে তাঁদেরকে টানেল থেকে বের করেছেন উদ্ধারকারীরা ৷ শ্রমিকরা সকলেই বর্তমানে সুস্থ রয়েছেন ৷ 400 ঘণ্টা ধরে টানেলের ভেতরে বেঁচে থাকার রসদ যোগানোর জন্য ধন্যবাদ জানিয়েছে উত্তরাখণ্ড প্রশাসন থেকে উদ্ধার অভিযানে নিয়োজিতদের ৷ এবার শ্রমিকদের সফল উদ্ধারকার্য নিয়ে পেন ধরলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার থেকে কঙ্গনা রানাওয়াত ৷ উদ্ধারকারী দলগুলিকে ভূয়সী প্রশংসায় ভরিয়েছেন রিতেশ দেশমুখ-সহ অন্যান্যরা ৷

উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলের ভিতরে আটকে থাকা 41 জন শ্রমিককে উদ্ধারে নিয়োজিত ছিল 22টি বিভিন্ন সংস্থা ৷ তাদের প্রচেষ্টার প্রশংসা করে এক্সে অক্ষয় লিখেছেন, "41 জন আটকে পড়া শ্রমিকদের সফলভাবে উদ্ধারের কথা শুনে আমি খুব আনন্দিত এবং স্বস্তি পেয়েছি । উদ্ধারকারী দলের প্রত্যেক সদস্যকে বিশাল স্যালুট । তাঁরা খুব ভালো কাজ করেছেন । এটাই নতুন ভারত ৷ যাকে নিয়ে আমরা সকলেই গর্ববোধ করি । জয় হিন্দ।"

Bollywood Actors applaud Rescue Operation
কঙ্গনা রানাউতের ইনস্টাগ্রাম স্টোরি

অন্যদিকে তেজস অভিনেতা কঙ্গনা রানাওয়াত ছবি-সহ উদ্ধার অভিযানের প্রশংসা করে ইনস্টাগ্রামে লেখেন, "উদ্ধার অভিযান সফল হয়েছে । হর হর মহাদেব ৷" রিতেশ দেশমুখও উদ্ধারকারী দলের প্রশংসা করে লিখেছেন, "ব্র্যাভো! অক্লান্ত পরিশ্রমের জন্য উদ্ধারকারী দলকে স্যালুট ৷ তারা গত 17 দিন ধরে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করতে দিনরাত কাজ করেছে । শ্রমিকদের পরিবার এবং দেশের মানুষের প্রাথর্না সফল হয়েছে । গণপতি বাপ্পা মোরিয়া ৷"

  • Am completely overwhelmed with happiness and relief to know of the rescue of 41 trapped men. A big salute to every member of the rescue team. Kamaal kar diya. This is a new India and we all feel so proud. Jai Hind. 👏🏻 🇮🇳 pic.twitter.com/xbBnI5vPpG

    — Akshay Kumar (@akshaykumar) November 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তালিকায় রয়েছেন জ্যাকি শ্রফও ৷ তিনি লেখেন, "উত্তরকাশীর সিল্কিয়ারা টানেল থেকে 41 জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে । এনডিআরএফ, বিআরও, ভারতীয় সেনা, ভারতীয় বিমান বাহিনী, এনএইচআইডিসিএল, এসজেভিএনএল, টিএইচএফসিএল, আরভিএনএল, ওএনজিসি, কোল ইন্ডিয়া-সহ 22টি সংস্থা দিনরাত এক করে কাজ করেছে ৷ তাদের সকলকে সাধুবাদ জানাই ।"

  • All 41 workers rescued from the Silkyara Tunnel in Uttarkashi.

    Kudos to the 22 agencies which worked day and night for the rescue mission including NDRF, BRO, Indian Army, Indian Air Force, NHIDCL, SJVNL, THFCL, RVNL, ONGC, Coal India and others. 🇮🇳#UttarkashiRescue pic.twitter.com/DaPPdE9pdS

    — Jackie Shroff (@bindasbhidu) November 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মঙ্গলবার সন্ধ্যায় উত্তরাখণ্ডের উত্তরকাশীতে সিল্কিয়ারা টানেল থেকে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের খবরে স্বস্তি মিলেছে তাঁদের পরিবারের সদস্যদের ৷ আনন্দে উচ্ছ্বাসে মেতেছেন তাঁরা । অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাতেই শ্রমিকদের সঙ্গে ফোনে কথা বলেছেন ৷ পাশাপাশি তিনি উদ্ধারকারী দলের সদস্যদের সাহসিকতা এবং সংকল্পের প্রশংসা করেছেন ।

আরও পড়ুন:

  1. 'সকলের মিলিত ইচ্ছেশক্তিতেই অসম্ভব সম্ভব হয়েছে', সিল্কিয়ারা উদ্ধারকার্য প্রসঙ্গে বললেন বিশেষজ্ঞ আর্নল্ড
  2. 'চিকিৎসকরা জানালেন কোনও সমস্যা নেই, তাই রাতেই কথা বলব ঠিক করলাম'; ফোনালাপে শ্রমিকদের বললেন প্রধানমন্ত্রী
  3. সুড়ঙ্গের 'অন্ধকার' থেকে 'আলোয়' ফিরলেন 41 মৃত্যঞ্জয়ী, অভিনন্দন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.