ETV Bharat / entertainment

Selfiee Box Office Collection Day 2: দ্বিতীয় দিনে আয় বেড়ে প্রায় 3 কোটি টাকা সংগ্রহ অক্ষয়ের সেলফির - সেলফির দ্বিতীয় দিনের সংগ্রহ

দ্বিতীয় দিনে বক্স অফিসে ভালো পারফর্ম করেছে অক্ষয় কুমারের (Akshay Kumar Film) 'সেলফি' (Selfiee Box Office Collection Day 2)। প্রথম দিনে ছবিটি হয়তো কম কালেকশন পেয়েছে, কিন্তু শনিবার ছবিটি বক্স অফিসে ভালো আয় করেছে ।

Akshay Kumar film selfiee ETV Bharat
অক্ষয়ের সেলফি
author img

By

Published : Feb 26, 2023, 10:40 AM IST

মুম্বই, 26 ফেব্রুয়ারি: রাজ মেহতা পরিচালিত 'সেলফি' বক্স অফিসে (Selfiee Box Office Collection Day 2) দ্বিতীয় দিনে ভালোই আয় করেছে । প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে ভালো ব্যবসা করেছে অক্ষয় কুমারের ফিল্ম (Akshay Kumar Film)। শনিবার ছবিটির আয় প্রায় 30 শতাংশ বেড়েছে ।

দু দিনে সেলফির আয়: দ্বিতীয় দিনে 'সেলফি'র বক্স অফিসে নেট সংগ্রহ 3.50 কোটি (প্রাথমিক অনুমান) টাকা ৷ ছবিটি দ্বিতীয় দিনের জন্য 69 লাখের গ্রস অগ্রিম বুকিং পেয়েছিল ৷ যার মধ্যে 33,858টি টিকিট বিক্রি হয়েছে । দুই দিনে ছবিটির আয় এখন 6.05 কোটি টাকা হয়েছে । যদিও ছবিটি তার লক্ষ্য থেকে অনেক দূরে রয়েছে ।

আয় বেড়েছে 30 শতাংশ: সেলফির দ্বিতীয় দিনের ব্যবসা কিছুটা আশা জাগাচ্ছে ৷ দ্বিতীয় দিনে ছবিটির আয় 30 শতাংশ বেড়েছে । বাণিজ্য বিশ্লেষকের মতে, ছবিটি প্রথম দিনে বক্স অফিসে 2.55 কোটি টাকা সংগ্রহ করতে সক্ষম হয়েছে । প্রথম দিনে ছবিটি বিকেল 4.30টা পর্যন্ত 1.30 কোটি টাকার ব্যবসা করেছিল । যদি সেলফি প্রথম সপ্তাহান্তে প্রায় 10 কোটি টাকা সংগ্রহ করে ফেলে, তবে এর আয়ের গতি ঠিক পথেই চলছে বলে মনে করা যেতে পারে । 'সেলফি'তে অক্ষয় কুমার ছাড়াও আছেন ইমরান হাশমি, নুশরাত ভারুচা এবং ডায়না পেন্টি ৷

বক্স অফিসে স্ট্রিমিং প্ল্যাটফর্মের প্রভাব ! স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলি বক্স অফিসের গতিশীলতাকে পুরোপুরি বদলে দিয়েছে । ওটিটি-র জন্য তৈরি ফিল্ম প্রেক্ষাগৃহে ভালো সাড়া পাচ্ছে না ৷ কারণ দর্শকরা তাদের ঘরে বসেই ছবিটি দেখতে চান । প্রচার সে ভাবে না হলে সাধারণ একটি ছবি ওটিটি-তে দেখার জন্য দর্শকরা কয়েক মাস অপেক্ষা করতেও রাজি থাকেন ৷

আরও পড়ুন: কেউ বলছেন 'ফ্লপ', কেউ বা 'পয়সাউসুল' ! দেখে নিন 'সেলফি' নিয়ে নেটপাড়ার অভিমত

সেলফির থেকে এগিয়ে যেতে পারে শেহজাদা: গত সপ্তাহে মুক্তি পাওয়া কার্তিক আরিয়ান অভিনীত ছবি 'শেহজাদা' (Shehzada Box Office Collection) অক্ষয় কুমারের 'সেলফি'র থেকেও বেশি আয় করবে বলে আশা করা হচ্ছে । শেহজাদা তার দ্বিতীয় শনিবারে প্রায় 1.20 কোটি টাকা আয় করেছে এবং এখনও পর্যন্ত ছবিটির মোট সংগ্রহ প্রায় 29 কোটি টাকা হয়ে গিয়েছে । কার্তিক আরিয়ানের ছবির সঙ্গে মুক্তি পাওয়া অ্যান্ট ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প : কোয়ান্টুম্যানিয়া 40 কোটি টাকারও কম আয়ের দিকে যাচ্ছে ।

মুম্বই, 26 ফেব্রুয়ারি: রাজ মেহতা পরিচালিত 'সেলফি' বক্স অফিসে (Selfiee Box Office Collection Day 2) দ্বিতীয় দিনে ভালোই আয় করেছে । প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে ভালো ব্যবসা করেছে অক্ষয় কুমারের ফিল্ম (Akshay Kumar Film)। শনিবার ছবিটির আয় প্রায় 30 শতাংশ বেড়েছে ।

দু দিনে সেলফির আয়: দ্বিতীয় দিনে 'সেলফি'র বক্স অফিসে নেট সংগ্রহ 3.50 কোটি (প্রাথমিক অনুমান) টাকা ৷ ছবিটি দ্বিতীয় দিনের জন্য 69 লাখের গ্রস অগ্রিম বুকিং পেয়েছিল ৷ যার মধ্যে 33,858টি টিকিট বিক্রি হয়েছে । দুই দিনে ছবিটির আয় এখন 6.05 কোটি টাকা হয়েছে । যদিও ছবিটি তার লক্ষ্য থেকে অনেক দূরে রয়েছে ।

আয় বেড়েছে 30 শতাংশ: সেলফির দ্বিতীয় দিনের ব্যবসা কিছুটা আশা জাগাচ্ছে ৷ দ্বিতীয় দিনে ছবিটির আয় 30 শতাংশ বেড়েছে । বাণিজ্য বিশ্লেষকের মতে, ছবিটি প্রথম দিনে বক্স অফিসে 2.55 কোটি টাকা সংগ্রহ করতে সক্ষম হয়েছে । প্রথম দিনে ছবিটি বিকেল 4.30টা পর্যন্ত 1.30 কোটি টাকার ব্যবসা করেছিল । যদি সেলফি প্রথম সপ্তাহান্তে প্রায় 10 কোটি টাকা সংগ্রহ করে ফেলে, তবে এর আয়ের গতি ঠিক পথেই চলছে বলে মনে করা যেতে পারে । 'সেলফি'তে অক্ষয় কুমার ছাড়াও আছেন ইমরান হাশমি, নুশরাত ভারুচা এবং ডায়না পেন্টি ৷

বক্স অফিসে স্ট্রিমিং প্ল্যাটফর্মের প্রভাব ! স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলি বক্স অফিসের গতিশীলতাকে পুরোপুরি বদলে দিয়েছে । ওটিটি-র জন্য তৈরি ফিল্ম প্রেক্ষাগৃহে ভালো সাড়া পাচ্ছে না ৷ কারণ দর্শকরা তাদের ঘরে বসেই ছবিটি দেখতে চান । প্রচার সে ভাবে না হলে সাধারণ একটি ছবি ওটিটি-তে দেখার জন্য দর্শকরা কয়েক মাস অপেক্ষা করতেও রাজি থাকেন ৷

আরও পড়ুন: কেউ বলছেন 'ফ্লপ', কেউ বা 'পয়সাউসুল' ! দেখে নিন 'সেলফি' নিয়ে নেটপাড়ার অভিমত

সেলফির থেকে এগিয়ে যেতে পারে শেহজাদা: গত সপ্তাহে মুক্তি পাওয়া কার্তিক আরিয়ান অভিনীত ছবি 'শেহজাদা' (Shehzada Box Office Collection) অক্ষয় কুমারের 'সেলফি'র থেকেও বেশি আয় করবে বলে আশা করা হচ্ছে । শেহজাদা তার দ্বিতীয় শনিবারে প্রায় 1.20 কোটি টাকা আয় করেছে এবং এখনও পর্যন্ত ছবিটির মোট সংগ্রহ প্রায় 29 কোটি টাকা হয়ে গিয়েছে । কার্তিক আরিয়ানের ছবির সঙ্গে মুক্তি পাওয়া অ্যান্ট ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প : কোয়ান্টুম্যানিয়া 40 কোটি টাকারও কম আয়ের দিকে যাচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.