ETV Bharat / entertainment

Akshay Kumar: ব্যক্তিগত জেট বিমান কেনার গুজব উড়িয়ে কড়া জবাব খিলাড়ির - বলিউডের খিলাড়ি

সম্প্রতি অক্ষয় কুমারকে (Akshay Kumar) নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে ৷ তাতে বলা হয়েছে যে, বলিউডের খিলাড়ি একটি প্রাইভেট জেট কিনেছেন (Private Jet Controversy) ৷ যার দাম 260 কোটি টাকা ৷ আর এ নিয়েই এবার মুখ খুললেন 'রাউডি রাথোড়' ৷ তিনি এদিন এই প্রাইভেট জেটের মালিকানা নিয়ে কড়া জবাব দিলেন সোশাল মিডিয়ায় ৷

Akshay Kumar
ব্যক্তিগত জেট বিমানের মালিক অক্ষয়, মন্তব্যকে কড়া জবাব খিলাড়ির
author img

By

Published : Oct 16, 2022, 7:42 PM IST

Updated : Oct 16, 2022, 7:49 PM IST

মুম্বই, 16 অক্টোবর: সম্প্রতি বলিউডের খিলাড়িকে নিয়ে একটি খবর রটেছে ৷ এক বিনোদনমূলক ওয়েবসাইটের খবর, অক্ষয় কুমার (Akshay Kumar) নাকি একটি প্রাইভেট জেট কিনেছেন, যার মূল্য 260 কোটি টাকা ৷ আর এ খবর খিলাড়ির কানে যেতেই মুখ খুললেন তারকা। সোশাল মিডিয়ায় (Social Media) প্রকাশিত হওয়া খবরের একটি স্ক্রিনশট শেয়ার করে তাঁর কড়া জবাব দিলেন অক্ষয় কুমার ৷

তারকাদের শখের লিস্ট বরাবরই অনন্য ৷ অনেক তারকাই তাঁদের শখপূরণে লাখ-লাখ টাকা খরচ করে থেকেন ৷ আর তেমনই খিলাড়িও নাকি সম্প্রতি তাঁর শখপূরণ করেছেন 260 কোটি টাকার প্রাইভেট জেট কিনে । এক বিনোদনমূলক ওয়েবসাইটে এই খবর প্রকাশিত হয় ৷ কিন্তু এই রিপোর্ট সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিলেন তিনি ৷ রিপোর্টের জবাবে রেগে আগুন অক্ষয় লেখেন, "লায়ার, লায়ার…প্যান্টস অন ফায়ার। ছোটবেলায় এই ছড়া শুনেছেন? সত্যিই, কিছু মানুষ এখনও বড় হয়নি এবং আমি তাদের কোনওভাবেই ছেড়ে দেওয়ার মেজাজে নেই। আমাকে নিয়ে ভিত্তিহীন খবর লিখলে আমি দেখে নেব ৷"

  • Liar, Liar…pants on fire! Heard this in childhood? Well, some people have clearly not grown up, and I’m just not in a mood to let them get away with it. Write baseless lies about me, and I’ll call it out. Here, a Pants on Fire (POF) gem for you. 👇#POFbyAK pic.twitter.com/TMIEhdV3f6

    — Akshay Kumar (@akshaykumar) October 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অর্থাৎ 'খিলাড়ি'-র টুইটেই স্পষ্ট যে খবর একেবারে ভিত্তিহীন ৷ আর অক্ষয়ের এই জবাবের পর তাঁর অগণিত ভক্তগণ অভিনেতার পাশে দাঁড়িয়েছেন ৷ উল্লেখ্য, এ ঘটনা প্রথম নয় । এর আগেও ট্রলারদের মুখ বন্ধ করেছেন তিনি। আসন্ন দিওয়ালিতে মুক্তি পাবে অক্ষয় অভিনীত 'রাম সেতু' সিনেমা। সাম্প্রতিক অতীতে তাঁর অভিনীত বচ্চন পাণ্ডে, সম্রাট পৃথ্বিরাজ, রক্ষা বন্ধন-এর মতো সিনেমাগুলি মুক্তি পেয়েছে ৷ পাশাপাশি ওটিটি (OTT) প্ল্যাটফর্মে সদ্য মুক্তি পেয়েছে 'কাটপুতলি' সিনেমাটিও ৷ পরবর্তীতে তাঁকে দেখা যাবে 'ও মাই গড 2' এ ৷

আরও পড়ুন: মুক্তি পেল অক্ষয়ের নতুন ছবি 'রাম-সেতু'-র টিজার

মুম্বই, 16 অক্টোবর: সম্প্রতি বলিউডের খিলাড়িকে নিয়ে একটি খবর রটেছে ৷ এক বিনোদনমূলক ওয়েবসাইটের খবর, অক্ষয় কুমার (Akshay Kumar) নাকি একটি প্রাইভেট জেট কিনেছেন, যার মূল্য 260 কোটি টাকা ৷ আর এ খবর খিলাড়ির কানে যেতেই মুখ খুললেন তারকা। সোশাল মিডিয়ায় (Social Media) প্রকাশিত হওয়া খবরের একটি স্ক্রিনশট শেয়ার করে তাঁর কড়া জবাব দিলেন অক্ষয় কুমার ৷

তারকাদের শখের লিস্ট বরাবরই অনন্য ৷ অনেক তারকাই তাঁদের শখপূরণে লাখ-লাখ টাকা খরচ করে থেকেন ৷ আর তেমনই খিলাড়িও নাকি সম্প্রতি তাঁর শখপূরণ করেছেন 260 কোটি টাকার প্রাইভেট জেট কিনে । এক বিনোদনমূলক ওয়েবসাইটে এই খবর প্রকাশিত হয় ৷ কিন্তু এই রিপোর্ট সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিলেন তিনি ৷ রিপোর্টের জবাবে রেগে আগুন অক্ষয় লেখেন, "লায়ার, লায়ার…প্যান্টস অন ফায়ার। ছোটবেলায় এই ছড়া শুনেছেন? সত্যিই, কিছু মানুষ এখনও বড় হয়নি এবং আমি তাদের কোনওভাবেই ছেড়ে দেওয়ার মেজাজে নেই। আমাকে নিয়ে ভিত্তিহীন খবর লিখলে আমি দেখে নেব ৷"

  • Liar, Liar…pants on fire! Heard this in childhood? Well, some people have clearly not grown up, and I’m just not in a mood to let them get away with it. Write baseless lies about me, and I’ll call it out. Here, a Pants on Fire (POF) gem for you. 👇#POFbyAK pic.twitter.com/TMIEhdV3f6

    — Akshay Kumar (@akshaykumar) October 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অর্থাৎ 'খিলাড়ি'-র টুইটেই স্পষ্ট যে খবর একেবারে ভিত্তিহীন ৷ আর অক্ষয়ের এই জবাবের পর তাঁর অগণিত ভক্তগণ অভিনেতার পাশে দাঁড়িয়েছেন ৷ উল্লেখ্য, এ ঘটনা প্রথম নয় । এর আগেও ট্রলারদের মুখ বন্ধ করেছেন তিনি। আসন্ন দিওয়ালিতে মুক্তি পাবে অক্ষয় অভিনীত 'রাম সেতু' সিনেমা। সাম্প্রতিক অতীতে তাঁর অভিনীত বচ্চন পাণ্ডে, সম্রাট পৃথ্বিরাজ, রক্ষা বন্ধন-এর মতো সিনেমাগুলি মুক্তি পেয়েছে ৷ পাশাপাশি ওটিটি (OTT) প্ল্যাটফর্মে সদ্য মুক্তি পেয়েছে 'কাটপুতলি' সিনেমাটিও ৷ পরবর্তীতে তাঁকে দেখা যাবে 'ও মাই গড 2' এ ৷

আরও পড়ুন: মুক্তি পেল অক্ষয়ের নতুন ছবি 'রাম-সেতু'-র টিজার

Last Updated : Oct 16, 2022, 7:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.