ETV Bharat / entertainment

Akshay Kumar : বলিউডে তিন দশক পূর্ণ খিলাড়ি কুমারের, যশরাজের পক্ষ থেকে এল বিশেষ শুভেচ্ছা - বলিউডে তিন দশক পূর্ন করলেন অক্ষয় সামনে এল বিশেষ পোস্টার

ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের তিন দশক পূর্ণ করলেন বলিউডের খিলাড়ি কুমার ৷ তাঁর জন্য একটি বিশেষ পোস্টারও রিলিজ করল যশ রাজ ফিল্মস (Akshay Kumar Bollywood Career)৷

Akshay Kumar
Akshay Kumar
author img

By

Published : May 4, 2022, 5:21 PM IST

মুম্বই, 4 মে : ভারতীয় চলচ্চিত্র জগতে তিন দশক পূর্ণ করলেন বলিউডের খিলাড়ি কুমার ৷ এই দীর্ঘ সময়ে নিজের অভিনয়, নাচ এবং ছবি নির্বাচনের মাধ্যমে বলিউডে পাকপাকিভাবে জায়গা করে নিয়েছেন অক্ষয় ৷ খান-দের আধিপত্যের মাঝেও স্বতন্ত্র জায়গা করে নিয়েছেন খিলাড়ি কুমার ৷ আর এই তিন দশকের জার্নিতে প্রচুর মানুষের ভালবাসা পেয়েছেন তিনি ৷ তৈরি হয়েছে আলাদা ফ্যান বেস ৷ এই বিশেষ দিনে অক্ষয়কে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা ৷ শুভেচ্ছা জানানো হয়েছে যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে ৷ তাঁর নতুন ছবি পৃথ্বীরাজ আসতে চলেছে এই প্রোডাকশন হাউসের ব্যানারেই (Akshay Kumar Bollywood Career) ৷

ছবিতে সম্রাট পৃথ্বীরাজের ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা ৷ ছবিটি মুক্তি পাচ্ছে 3 জুন ৷ তবে অক্ষয়ের সিনেমা কেরিয়ার তথা জীবনের এই বিশেষ মুহূর্ত উপলক্ষে পৃথ্বীরাজের সাজে অক্ষয়ের একটি বিশেষ পোস্টার শেয়ার করেছেন তাঁরা ৷ এই পোস্টারে আসলে রয়েছে অক্ষয়ের অভিনীত প্রতিটি ছবির পোস্টার ৷ যশ রাজ ফিল্মসের টুইটার অ্যাকাউন্ট একটি ভিডিয়োও পোস্ট করা হয়েছে, যেখানে অক্ষয় কুমার এবং "পৃথ্বীরাজ" পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর উপস্থিতিতে এই বিশেষ পোস্টারটি উন্মোচন করা হয়েছে।

  • 30 years of cinema, a lifetime filled with your love! Thank you for this amazing journey and thank you @yrf for piecing it together so beautifully with #Prithviraj, releasing in cinemas on 3rd June. https://t.co/nEpxCkPSq3

    — Akshay Kumar (@akshaykumar) May 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভিডিয়োতে অক্ষয় বলেন, "30 বছর পূর্ণ করে ফেলেছি তা নিজেও বুঝতেও পারিনি আমি । আমাকে এই উপহার দেওয়ার জন্য আদিত্য চোপড়াকে ধন্যবাদ । আমার এখনও মনে আছে যে আমি উটিতে আমার প্রথম শট দিয়েছিলাম ৷ সেটা বব ক্রিস্টোর সঙ্গে একটা অ্যাকশন শট ছিল ৷" ইতিমধ্য়েই একশোরও বেশি ছবিতে অভিনয় করে ফেলেছেন অক্ষয় ৷ 1991 সালে 'সৌগন্ধ' দিয়ে শুরু হয়েছিল যে যাত্রা তা আপাতত 'পৃথ্বীরাজ' পর্যন্ত এসে পৌঁছেছে ৷ সামনেও বেশ অনেকগুলি কাজ রয়েছে তাঁর ৷

আরও পড়ুন : এখানেই শেষ, ফিরছে না "কফি উইথ করণ"

মুম্বই, 4 মে : ভারতীয় চলচ্চিত্র জগতে তিন দশক পূর্ণ করলেন বলিউডের খিলাড়ি কুমার ৷ এই দীর্ঘ সময়ে নিজের অভিনয়, নাচ এবং ছবি নির্বাচনের মাধ্যমে বলিউডে পাকপাকিভাবে জায়গা করে নিয়েছেন অক্ষয় ৷ খান-দের আধিপত্যের মাঝেও স্বতন্ত্র জায়গা করে নিয়েছেন খিলাড়ি কুমার ৷ আর এই তিন দশকের জার্নিতে প্রচুর মানুষের ভালবাসা পেয়েছেন তিনি ৷ তৈরি হয়েছে আলাদা ফ্যান বেস ৷ এই বিশেষ দিনে অক্ষয়কে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা ৷ শুভেচ্ছা জানানো হয়েছে যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে ৷ তাঁর নতুন ছবি পৃথ্বীরাজ আসতে চলেছে এই প্রোডাকশন হাউসের ব্যানারেই (Akshay Kumar Bollywood Career) ৷

ছবিতে সম্রাট পৃথ্বীরাজের ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা ৷ ছবিটি মুক্তি পাচ্ছে 3 জুন ৷ তবে অক্ষয়ের সিনেমা কেরিয়ার তথা জীবনের এই বিশেষ মুহূর্ত উপলক্ষে পৃথ্বীরাজের সাজে অক্ষয়ের একটি বিশেষ পোস্টার শেয়ার করেছেন তাঁরা ৷ এই পোস্টারে আসলে রয়েছে অক্ষয়ের অভিনীত প্রতিটি ছবির পোস্টার ৷ যশ রাজ ফিল্মসের টুইটার অ্যাকাউন্ট একটি ভিডিয়োও পোস্ট করা হয়েছে, যেখানে অক্ষয় কুমার এবং "পৃথ্বীরাজ" পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর উপস্থিতিতে এই বিশেষ পোস্টারটি উন্মোচন করা হয়েছে।

  • 30 years of cinema, a lifetime filled with your love! Thank you for this amazing journey and thank you @yrf for piecing it together so beautifully with #Prithviraj, releasing in cinemas on 3rd June. https://t.co/nEpxCkPSq3

    — Akshay Kumar (@akshaykumar) May 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভিডিয়োতে অক্ষয় বলেন, "30 বছর পূর্ণ করে ফেলেছি তা নিজেও বুঝতেও পারিনি আমি । আমাকে এই উপহার দেওয়ার জন্য আদিত্য চোপড়াকে ধন্যবাদ । আমার এখনও মনে আছে যে আমি উটিতে আমার প্রথম শট দিয়েছিলাম ৷ সেটা বব ক্রিস্টোর সঙ্গে একটা অ্যাকশন শট ছিল ৷" ইতিমধ্য়েই একশোরও বেশি ছবিতে অভিনয় করে ফেলেছেন অক্ষয় ৷ 1991 সালে 'সৌগন্ধ' দিয়ে শুরু হয়েছিল যে যাত্রা তা আপাতত 'পৃথ্বীরাজ' পর্যন্ত এসে পৌঁছেছে ৷ সামনেও বেশ অনেকগুলি কাজ রয়েছে তাঁর ৷

আরও পড়ুন : এখানেই শেষ, ফিরছে না "কফি উইথ করণ"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.