ETV Bharat / entertainment

Ajay Devgn New Film: জেলের কয়েদি ভোলার গল্প বলবেন অজয় ! ট্রেলার দেখেছেন ? - জেলের কয়েদি ভোলার গল্প বলবেন অজয়

মুক্তি পেল অজয় দেবগণের নতুন ছবি 'ভোলা'র ট্রেলার ৷ দুরন্ত অ্যাকশনে ভরপুর এই ছবি প্রেক্ষাগৃহে আসছে আগামী 30 মার্চ ( New Film Bholaa Trailer Out)৷

Ajay Devgn New Film bholaa trailer
মুক্তি পেল অজয়ের নতুন ছবি ভোলার ট্রেলার
author img

By

Published : Mar 6, 2023, 3:51 PM IST

মুম্বই, 6 মার্চ: অজয় দেবগণের 'দৃশ্য়ম 2' ছবির দুরন্ত সাফল্য়ের পর সকলেই এখন অপেক্ষা করে রয়েছেন তাঁর নতুন ছবি 'ভোলা'র জন্য় ৷ অভিনেতা-পরিচালক অজয় দেবগণ সোমবার হাজির হলেন তাঁর এই নুতন ছবির ট্রেলার নিয়ে ৷ নিজেই সোশাল মিডিয়া হ্যান্ডেলে ছবির এই ঝলক শেয়ার করেছেন অভিনেতা ৷ এর আগে ছবির দু'টি টিজার সামনে এনেছিলেন অজয় ৷ স্ট্যান্ট আর দুরন্ত অ্যাকশনে যে ভরপুর হতে চলেছে এই ছবি তার আভাস ছিল টিজারেই৷

ট্রেলারেই দেখা মিলল সেই চেনা ছকের(New Film Bholaa Trailer Out) ৷ জেলের কয়েদির একটি গল্প উঠে আসবে এই ছবিতে ৷ সেই চরিত্রেই রয়েছেন অজয় ৷ তার চরিত্রের হাতে যেমন থাকে গীতা তেমনই আবার সেই ধ্বংসের নায়ক ৷ দুষ্টের দমনে অগ্রণী ভূমিকায় দেখা যায় তাঁকে ৷ ট্রেলার বলছে এই ছবি প্রশ্ন তুলবে প্রশাসনের ভূমিকা নিয়ে ৷ জেলের ভিতরের বেশ কিছু অজানা সত্যিও সামনে আসবে ছবিতে ৷ গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন টাব্বুও ৷ তাঁকে এখানে দেখা যাবে একজন পুলিশ অফিসার হিসাবে ৷

দক্ষিণী ছবি 'কাইথি'-র হিন্দি রিমেক 'ভোলা' ছবিটি এখন দর্শক মন কতটা জয় করতে পারে সেটাই দেখার ৷ ছবিতে অজয়ের সঙ্গেই দেখা যাবে রাই লক্ষ্মী, সঞ্জয় মিশ্র, দীপক ডোবরিয়াল এবং মকরন্দ দেশপাণ্ডেকে ৷ পরিচালক হিসাবে এটি অজয়ের চতুর্থ ছবি ৷ ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছে সিরিজ ফিল্মস, ড্রিম ওয়ারিয়র পিকচার্স, রিলায়েন্স এন্টারটেইনমেন্ট এবং অজয় দেবগণ ফিল্মস ৷ অর্থাৎ শুধু পরিচালক নয়, প্রযোজক রূপেও দেখা যাবে অজয়কে ৷

আরও পড়ুন: প্যারিস ফ্যাশন সপ্তাহে নজর কাড়ল নিকইয়াঙ্কার সম্পর্কের রসায়ন

এর আগে অজয় অভিনীত 'দৃশ্য়ম 2' যে শুধু প্রশংসা পেয়েছে তা নয় ৷ প্রশংসিত হয়েছে 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' এবং 'আরআরআর' ছবিতে তাঁর অভিনয়ও ৷ যদিও দু'টি ছবিতেই তিনি ছিলেন পার্শ্ব চরিত্রে ৷ 'দৃশ্য়ম 2'-এর পর এবার আবার নায়ক হিসাবে ফিরছেন তিনি ৷ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আগামী 30 মার্চ ৷

মুম্বই, 6 মার্চ: অজয় দেবগণের 'দৃশ্য়ম 2' ছবির দুরন্ত সাফল্য়ের পর সকলেই এখন অপেক্ষা করে রয়েছেন তাঁর নতুন ছবি 'ভোলা'র জন্য় ৷ অভিনেতা-পরিচালক অজয় দেবগণ সোমবার হাজির হলেন তাঁর এই নুতন ছবির ট্রেলার নিয়ে ৷ নিজেই সোশাল মিডিয়া হ্যান্ডেলে ছবির এই ঝলক শেয়ার করেছেন অভিনেতা ৷ এর আগে ছবির দু'টি টিজার সামনে এনেছিলেন অজয় ৷ স্ট্যান্ট আর দুরন্ত অ্যাকশনে যে ভরপুর হতে চলেছে এই ছবি তার আভাস ছিল টিজারেই৷

ট্রেলারেই দেখা মিলল সেই চেনা ছকের(New Film Bholaa Trailer Out) ৷ জেলের কয়েদির একটি গল্প উঠে আসবে এই ছবিতে ৷ সেই চরিত্রেই রয়েছেন অজয় ৷ তার চরিত্রের হাতে যেমন থাকে গীতা তেমনই আবার সেই ধ্বংসের নায়ক ৷ দুষ্টের দমনে অগ্রণী ভূমিকায় দেখা যায় তাঁকে ৷ ট্রেলার বলছে এই ছবি প্রশ্ন তুলবে প্রশাসনের ভূমিকা নিয়ে ৷ জেলের ভিতরের বেশ কিছু অজানা সত্যিও সামনে আসবে ছবিতে ৷ গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন টাব্বুও ৷ তাঁকে এখানে দেখা যাবে একজন পুলিশ অফিসার হিসাবে ৷

দক্ষিণী ছবি 'কাইথি'-র হিন্দি রিমেক 'ভোলা' ছবিটি এখন দর্শক মন কতটা জয় করতে পারে সেটাই দেখার ৷ ছবিতে অজয়ের সঙ্গেই দেখা যাবে রাই লক্ষ্মী, সঞ্জয় মিশ্র, দীপক ডোবরিয়াল এবং মকরন্দ দেশপাণ্ডেকে ৷ পরিচালক হিসাবে এটি অজয়ের চতুর্থ ছবি ৷ ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছে সিরিজ ফিল্মস, ড্রিম ওয়ারিয়র পিকচার্স, রিলায়েন্স এন্টারটেইনমেন্ট এবং অজয় দেবগণ ফিল্মস ৷ অর্থাৎ শুধু পরিচালক নয়, প্রযোজক রূপেও দেখা যাবে অজয়কে ৷

আরও পড়ুন: প্যারিস ফ্যাশন সপ্তাহে নজর কাড়ল নিকইয়াঙ্কার সম্পর্কের রসায়ন

এর আগে অজয় অভিনীত 'দৃশ্য়ম 2' যে শুধু প্রশংসা পেয়েছে তা নয় ৷ প্রশংসিত হয়েছে 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' এবং 'আরআরআর' ছবিতে তাঁর অভিনয়ও ৷ যদিও দু'টি ছবিতেই তিনি ছিলেন পার্শ্ব চরিত্রে ৷ 'দৃশ্য়ম 2'-এর পর এবার আবার নায়ক হিসাবে ফিরছেন তিনি ৷ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আগামী 30 মার্চ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.