ETV Bharat / entertainment

ফিরছেন আইআরএস অফিসার অময় পট্টনায়েক, আসছে অজয়ের 'রেইড 2' - Ajay Devgn New Film

Ajay Devgn New Film: নতুন ছবি নিয়ে আসছেন অজয় দেবগণ ৷ আবার ফিরছেন আইআরএস অফিসার অময় পট্টনায়েকের চরিত্রে ৷ ছবির নাম 'রেইড 2' ৷

Ajay Devgn is back as IRS officer Amay Patnaik in Raid 2
ছবির নাম রেড 2
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 6, 2024, 5:57 PM IST

হায়দরাবাদ, 6 জানুয়ারি: পুলিশি বিশ্ব, গুপ্তচর বিশ্বের রমরমা এখন বলিউডজুড়ে ৷ খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে অজয় দেবগণের 'সিংহম 3' ছবিটি ৷ ছবিতে অজয়ের কামব্যাক হতে চলেছে পুলিশ অফিসার রূপে ৷ এবার সামনে এল তাঁর আরও একটি নতুন ছবির খবর ৷ ছবির নাম 'রেইড 2' ৷ ছবিটির শুটিং শুরু হয়ে গেল শনিবার ৷

আইআরএস অফিসার অময় পট্টনায়েকের চরিত্রে এই ছবিতে অভিনয় করতে চলেছেন অজয় ৷ আয়কর বিভাগের এই পরিচিত অফিসার কীভাবে একটি রেইড করেন তাই নিয়েই তৈরি হবে ৷ নতুন এই ছবির চিত্রনাট্য আসলে আয়কর বিভাগ সম্পর্কিত একটি সত্য ঘটনা অবলম্বনে ৷

এদিন ছবিমুক্তির তারিখ সামনে আনলেন নির্মাতারা ৷ ছবিটি মুক্তি পাবে আগামী 15 নভেম্বর ৷ ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন ভূষণ কুমার, কুমার মঙ্গত পাঠক, অভিষেক পাঠক এবং কৃষ্ণ কুমার ৷ আর ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজকুমার গুপ্তা ৷ এর আগে ছবির প্রথম পর্বে দেখানো হয়েছে ঐতিহাসিক ট্যাক্স রেইডের একটি কেস ৷ আটের দশকে সর্দার ইন্দ্র সিং-এর বাড়িতে হানা দেয় আয়কর বিভাগ ৷ তিন দিন এবং দুই রাত ধরে চলে সেই অভিযান পর্ব ৷ আর তারপর থেকেই এই কেসটি দৃষ্টান্ত হয়ে রয়েছে ৷

এবার আরও একটি এমনই কেস নিয়ে আসতে চলেছেন নির্মাতারা ৷ 'সিংহম 3' ছবিটির শুটিং নিয়ে এখন ব্যস্ত রয়েছেন অজয় ৷ এছাড়া তাঁর হাতে রয়েছে 'ময়দান' ছবিটি ৷ বনি কাপুর প্রযোজিত এই ছবিতে রয়েছেন রুদ্রনীল ঘোষও ৷ এছাড়া তাঁর ঝুলিতে রয়েছে 'অরো মে কাঁহা দম থা' ছবিটিও ৷

আরও পড়ুুন:

  1. উদয়পুরে আমির কন্যার রাজকীয় বিয়ে, অনুষ্ঠান থেকে খাবারে থাকছে বিশেষ চমক
  2. বিমান দুর্ঘটনায় প্রাণ গেল টম ক্রুসের সতীর্থ অলিভারের, মৃত দুই কন্যাও
  3. 'দিল সে রে' থেকে 'জয় হো'... জন্মদিনে ফিরে দেখা রহমানের সেরা পাঁচটি গান

হায়দরাবাদ, 6 জানুয়ারি: পুলিশি বিশ্ব, গুপ্তচর বিশ্বের রমরমা এখন বলিউডজুড়ে ৷ খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে অজয় দেবগণের 'সিংহম 3' ছবিটি ৷ ছবিতে অজয়ের কামব্যাক হতে চলেছে পুলিশ অফিসার রূপে ৷ এবার সামনে এল তাঁর আরও একটি নতুন ছবির খবর ৷ ছবির নাম 'রেইড 2' ৷ ছবিটির শুটিং শুরু হয়ে গেল শনিবার ৷

আইআরএস অফিসার অময় পট্টনায়েকের চরিত্রে এই ছবিতে অভিনয় করতে চলেছেন অজয় ৷ আয়কর বিভাগের এই পরিচিত অফিসার কীভাবে একটি রেইড করেন তাই নিয়েই তৈরি হবে ৷ নতুন এই ছবির চিত্রনাট্য আসলে আয়কর বিভাগ সম্পর্কিত একটি সত্য ঘটনা অবলম্বনে ৷

এদিন ছবিমুক্তির তারিখ সামনে আনলেন নির্মাতারা ৷ ছবিটি মুক্তি পাবে আগামী 15 নভেম্বর ৷ ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন ভূষণ কুমার, কুমার মঙ্গত পাঠক, অভিষেক পাঠক এবং কৃষ্ণ কুমার ৷ আর ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজকুমার গুপ্তা ৷ এর আগে ছবির প্রথম পর্বে দেখানো হয়েছে ঐতিহাসিক ট্যাক্স রেইডের একটি কেস ৷ আটের দশকে সর্দার ইন্দ্র সিং-এর বাড়িতে হানা দেয় আয়কর বিভাগ ৷ তিন দিন এবং দুই রাত ধরে চলে সেই অভিযান পর্ব ৷ আর তারপর থেকেই এই কেসটি দৃষ্টান্ত হয়ে রয়েছে ৷

এবার আরও একটি এমনই কেস নিয়ে আসতে চলেছেন নির্মাতারা ৷ 'সিংহম 3' ছবিটির শুটিং নিয়ে এখন ব্যস্ত রয়েছেন অজয় ৷ এছাড়া তাঁর হাতে রয়েছে 'ময়দান' ছবিটি ৷ বনি কাপুর প্রযোজিত এই ছবিতে রয়েছেন রুদ্রনীল ঘোষও ৷ এছাড়া তাঁর ঝুলিতে রয়েছে 'অরো মে কাঁহা দম থা' ছবিটিও ৷

আরও পড়ুুন:

  1. উদয়পুরে আমির কন্যার রাজকীয় বিয়ে, অনুষ্ঠান থেকে খাবারে থাকছে বিশেষ চমক
  2. বিমান দুর্ঘটনায় প্রাণ গেল টম ক্রুসের সতীর্থ অলিভারের, মৃত দুই কন্যাও
  3. 'দিল সে রে' থেকে 'জয় হো'... জন্মদিনে ফিরে দেখা রহমানের সেরা পাঁচটি গান
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.