ETV Bharat / entertainment

Aishwarya Rai Cannes Look meme: 'রূপোলি ফয়েলে মোড়া চিকেন' ঐশ্বর্যর লুক নিয়ে সোশাল মিডিয়ায় হাস্যকৌতুক - 76তম কান ফিল্ম ফেস্টিভ্যাল

76তম কান ফিল্ম ফেস্টিভ্যালেও ঐশ্বর্যর লুক নিয়ে চলছে জোর চর্চা ৷ নেটিজেনদের কাছে অ্যাশের এই লুক সোশাল মিডিয়ায় এসেছে হাস্যকর রূপে ৷

Etv Bharat
ঐশ্বর্যর লুক নিয়ে হাস্যকৌতুক সমাজমাধ্যমে
author img

By

Published : May 19, 2023, 9:28 PM IST

হায়দরাবাদ, 19 মে: কান ফিল্ম ফেস্টিভ্যালে তারকাদের মেলা ৷ ঝলমলে পোশাকে সেলিব্রেটিদের উপস্থিতি কেড়ে নেয় স্পটলাইট, কেড়ে নেয় নেটিজেনদের নজর ৷ প্রত্যেক বছরের মতোই এইবছরও সকলেই অপেক্ষায় ছিলেন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের রে কার্পেট লুক দেখার জন্য ৷ তিনি এলেন, পোজ দিলেন, মন জয় করে নিলেন তবে কিছু অনুরাগীর ৷ কারণ বাকিদের কাছে অ্যাশের এই পোশাক হয়ে উঠেছে হাস্যকর ৷ ফলে ট্রলড হতে বেশি সময় লাগেনি ঐশ্বর্য রাই বচ্চনের ৷

Aishwarya Rai Cannes Look meme
ঐশ্বর্যর লুক নিয়ে হাস্যকৌতুক সমাজমাধ্যমে

21 বছর ধরে কান-এর রেড কার্পেটে ভুবন ভোলানো হাসি ও মনমোহিনী রূপ নিয়ে নজর কেড়ে চলেছেন বচ্চন বহু ৷ কখনও প্রশংসা পেয়েছেন আবার কখনও হয়েছেন সমালোচনার শিকার ৷ 76তম কান ফিল্ম ফেস্টিভ্যালেও ঐশ্বর্যর লুক নিয়ে বর্তমানে চলছে জোর চর্চা ৷ কালো গাউনে রূপোলি রঙের হুডেড পোশাকে লেন্সবন্দি হন অভিনেত্রী ৷ সোফি কউচারের কালেকশন থেকে এই পোশাক বেছে নিয়েছিলেন তিনি ৷ আর তাতেই অ্যাশকে নিয়ে ছড়িয়ে পড়েছে একাধিক মিমস ৷

এক টিউটার ইউজার অ্যাশের সঙ্গে তুলনা করেছেন কোই মিল গয়া ছবির জাদুর ৷ আবার এক ইউজার অভিনেত্রীর পোশাককে অ্যালুমিনিয়াম ফয়েলের সঙ্গে তুলনা করেছেন ৷ শুধু তাই নয়, অভিনেতা শারিব হাশমি কান থেকে নিজের একটি হাস্যকর ছবি পোস্ট করেছেন, তবে সেখানে রেখেছেন একটা টুইস্ট ৷ শারিব তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন যেখানে তিনি দক্ষতার সঙ্গে ঐশ্বর্যর লাল গালিচা পোশাকে নিজের মুখ পরিবর্তন করেছেন।

আরও পড়ুন : 'ক্যুইন অব কানস', লাল গালিচায় ঐশ্বর্যর দাপুটে এন্ট্রিতে মাত অনুরাগীরা

পাশাপাশি ঐশ্বর্যর এই সাজের সঙ্গে বেশ কিছু নেটিজেন খুঁজে পেয়েছেন শ্বশুর অমিতাভ বচ্চনের একটি পুরনো ছবির মিল ৷ ছবিটিতে দেখা গিয়েছিল, বিগ বি মাথায় সাদা ঘোমটার মতো একটি চাদর জড়িয়ে রয়েছেন ৷ যা দেখেই অ্যায় দিল হ্যায় মুশকিল অভিনেত্রীর পোশাকের সঙ্গে তুলনা করেছেন নেটিজেনরা ৷

ঐশ্বরিয়া এই বছর কানে তাঁর 22তম সফরে এই বিশাল রূপালি হুডেড গাউনটি পরেছিলেন। কান ক্যাপসুল কালেকশন থেকে এই পোশাক ঐশ্বরিয়া রাই বচ্চনের জন্য ছিল কাস্টম-মেড। পোশাকে যে ক্রিস্টালগুলো ছিল তা ছিল ভিনটেজ কালেকশন ৷ সব মিলিয়ে সমালোচনা হলেও ঐশ্বর্য রাই বচ্চনের কান লুক, নজর এড়াতে পারেননি কেউই ৷

হায়দরাবাদ, 19 মে: কান ফিল্ম ফেস্টিভ্যালে তারকাদের মেলা ৷ ঝলমলে পোশাকে সেলিব্রেটিদের উপস্থিতি কেড়ে নেয় স্পটলাইট, কেড়ে নেয় নেটিজেনদের নজর ৷ প্রত্যেক বছরের মতোই এইবছরও সকলেই অপেক্ষায় ছিলেন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের রে কার্পেট লুক দেখার জন্য ৷ তিনি এলেন, পোজ দিলেন, মন জয় করে নিলেন তবে কিছু অনুরাগীর ৷ কারণ বাকিদের কাছে অ্যাশের এই পোশাক হয়ে উঠেছে হাস্যকর ৷ ফলে ট্রলড হতে বেশি সময় লাগেনি ঐশ্বর্য রাই বচ্চনের ৷

Aishwarya Rai Cannes Look meme
ঐশ্বর্যর লুক নিয়ে হাস্যকৌতুক সমাজমাধ্যমে

21 বছর ধরে কান-এর রেড কার্পেটে ভুবন ভোলানো হাসি ও মনমোহিনী রূপ নিয়ে নজর কেড়ে চলেছেন বচ্চন বহু ৷ কখনও প্রশংসা পেয়েছেন আবার কখনও হয়েছেন সমালোচনার শিকার ৷ 76তম কান ফিল্ম ফেস্টিভ্যালেও ঐশ্বর্যর লুক নিয়ে বর্তমানে চলছে জোর চর্চা ৷ কালো গাউনে রূপোলি রঙের হুডেড পোশাকে লেন্সবন্দি হন অভিনেত্রী ৷ সোফি কউচারের কালেকশন থেকে এই পোশাক বেছে নিয়েছিলেন তিনি ৷ আর তাতেই অ্যাশকে নিয়ে ছড়িয়ে পড়েছে একাধিক মিমস ৷

এক টিউটার ইউজার অ্যাশের সঙ্গে তুলনা করেছেন কোই মিল গয়া ছবির জাদুর ৷ আবার এক ইউজার অভিনেত্রীর পোশাককে অ্যালুমিনিয়াম ফয়েলের সঙ্গে তুলনা করেছেন ৷ শুধু তাই নয়, অভিনেতা শারিব হাশমি কান থেকে নিজের একটি হাস্যকর ছবি পোস্ট করেছেন, তবে সেখানে রেখেছেন একটা টুইস্ট ৷ শারিব তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন যেখানে তিনি দক্ষতার সঙ্গে ঐশ্বর্যর লাল গালিচা পোশাকে নিজের মুখ পরিবর্তন করেছেন।

আরও পড়ুন : 'ক্যুইন অব কানস', লাল গালিচায় ঐশ্বর্যর দাপুটে এন্ট্রিতে মাত অনুরাগীরা

পাশাপাশি ঐশ্বর্যর এই সাজের সঙ্গে বেশ কিছু নেটিজেন খুঁজে পেয়েছেন শ্বশুর অমিতাভ বচ্চনের একটি পুরনো ছবির মিল ৷ ছবিটিতে দেখা গিয়েছিল, বিগ বি মাথায় সাদা ঘোমটার মতো একটি চাদর জড়িয়ে রয়েছেন ৷ যা দেখেই অ্যায় দিল হ্যায় মুশকিল অভিনেত্রীর পোশাকের সঙ্গে তুলনা করেছেন নেটিজেনরা ৷

ঐশ্বরিয়া এই বছর কানে তাঁর 22তম সফরে এই বিশাল রূপালি হুডেড গাউনটি পরেছিলেন। কান ক্যাপসুল কালেকশন থেকে এই পোশাক ঐশ্বরিয়া রাই বচ্চনের জন্য ছিল কাস্টম-মেড। পোশাকে যে ক্রিস্টালগুলো ছিল তা ছিল ভিনটেজ কালেকশন ৷ সব মিলিয়ে সমালোচনা হলেও ঐশ্বর্য রাই বচ্চনের কান লুক, নজর এড়াতে পারেননি কেউই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.