ETV Bharat / entertainment

Aishwarya Abhishek 15th Wedding Anniversary : 15তম বিবাহবার্ষিকীতে স্মৃতিমেদুর অভিষেক-ঐশ্বর্য

সুখী দাম্পত্যের 15 বছর পার, বিশেষ দিনে বিয়ের মুহূর্তের স্মৃতিতে ডুব দিলেন অভিষেক এবং ঐশ্বর্য (Aishwarya Abhishek on Their 15th Anniversary )৷

Aishwarya Abhishek 15th Wedding Anniversary
15 তম বিবাহবার্ষিকীতে স্মৃতিমেদুর অভিষেক ঐশ্বর্য
author img

By

Published : Apr 21, 2022, 12:24 PM IST

মুম্বই, 21 এপ্রিল : হাতে হাত রেখে 15 বছর পার করে ফেললেন তারকা জুটি অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন ৷ 2007 সালে এপ্রিলের 20 তারিখে সাতপাকে বাঁধা পড়েছিলেন এই পরিচিত কপোতকপোতী ৷ সুখী দাম্পত্য জীবনের 15 বছর পূর্তিতে বুধবার ইনস্টাগ্রামে একটি বিশেষ ছবি শেয়ার করেছেন অভিষেক এবং ঐশ্বর্য (Aishwarya Abhishek on Their 15th Anniversary)৷

এদিন নিজেদের বিবাহের যে পুরোনো ছবি শেয়ার করেন এই দম্পতি ৷ আর সামনে এসেছে আংটির পড়ানোর বিশেষ মুহূর্তটি ৷ ক্লোজআপ এই ছবিতে দেখা যায় ঐশ্বর্যের আঙুলে আংটি পড়িয়ে দিচ্ছেন অভিষেক ৷ এই বিশেষ দিনে ছেলেকে শুভেচ্ছা জানিয়েছেন বিগ বিও ৷ পোস্টের নীচে তিনি লেখেন, "এই ভালবাসা আর একে অপরের পাশে থাকা চিরকালীন..." একইভাবে বিশেষ দিনে তারকা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন বিপাশা বসু, নিমরাত কর-সহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীরাও ৷

আরও পড়ুন : বয়স 25 হোক বা 48, ফিটনেসে তাক লাগাচ্ছেন বি টাউনের নায়িকারা

অভিনয়ের ক্ষেত্রে দেখতে গেলে অভিষেককে শেষবার দেখা গিয়েছে 'দশভি'-তে ৷ যা এখন রীতিমত প্রশংসা কুড়োচ্ছে দর্শকদের কাছে ৷ অন্যদিকে মণিরত্নমের হাত ধরে লম্বা বিরতির কামব্যাক করতে চলেছেন ঐশ্বর্য রাই বচ্চনও ৷ আগামী 30 সেপ্টেম্বর পর্দায় মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি "পোন্নিয়ান সেলভান" ৷ শেষবার তাঁকে বড় পর্দায় দেখা গিয়েছিল 2018 সালে 'ফান্নে খান' ছবিতে ৷

মুম্বই, 21 এপ্রিল : হাতে হাত রেখে 15 বছর পার করে ফেললেন তারকা জুটি অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন ৷ 2007 সালে এপ্রিলের 20 তারিখে সাতপাকে বাঁধা পড়েছিলেন এই পরিচিত কপোতকপোতী ৷ সুখী দাম্পত্য জীবনের 15 বছর পূর্তিতে বুধবার ইনস্টাগ্রামে একটি বিশেষ ছবি শেয়ার করেছেন অভিষেক এবং ঐশ্বর্য (Aishwarya Abhishek on Their 15th Anniversary)৷

এদিন নিজেদের বিবাহের যে পুরোনো ছবি শেয়ার করেন এই দম্পতি ৷ আর সামনে এসেছে আংটির পড়ানোর বিশেষ মুহূর্তটি ৷ ক্লোজআপ এই ছবিতে দেখা যায় ঐশ্বর্যের আঙুলে আংটি পড়িয়ে দিচ্ছেন অভিষেক ৷ এই বিশেষ দিনে ছেলেকে শুভেচ্ছা জানিয়েছেন বিগ বিও ৷ পোস্টের নীচে তিনি লেখেন, "এই ভালবাসা আর একে অপরের পাশে থাকা চিরকালীন..." একইভাবে বিশেষ দিনে তারকা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন বিপাশা বসু, নিমরাত কর-সহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীরাও ৷

আরও পড়ুন : বয়স 25 হোক বা 48, ফিটনেসে তাক লাগাচ্ছেন বি টাউনের নায়িকারা

অভিনয়ের ক্ষেত্রে দেখতে গেলে অভিষেককে শেষবার দেখা গিয়েছে 'দশভি'-তে ৷ যা এখন রীতিমত প্রশংসা কুড়োচ্ছে দর্শকদের কাছে ৷ অন্যদিকে মণিরত্নমের হাত ধরে লম্বা বিরতির কামব্যাক করতে চলেছেন ঐশ্বর্য রাই বচ্চনও ৷ আগামী 30 সেপ্টেম্বর পর্দায় মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি "পোন্নিয়ান সেলভান" ৷ শেষবার তাঁকে বড় পর্দায় দেখা গিয়েছিল 2018 সালে 'ফান্নে খান' ছবিতে ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.