ETV Bharat / entertainment

AI Pics of SRK-Deepika: জওয়ানের ছোট্ট আজাদকে নিয়ে শাহরুখ-দীপিকা, মুহূর্তে ভাইরাল এআই ছবি - Shah Rukh Khan

AI Pics of Shah Rukh Khan-Deepika Padukone: জওয়ান ফিল্মে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও আজাদ চরিত্রের এআই ছবি প্রকাশ্যে এল ৷ সোশাল মিডিয়ায় সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায় ৷

AI Pics of SRK-Deepika
আজাদকে নিয়ে শাহরুখ-দীপিকা এআই ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2023, 6:01 PM IST

হায়দরাবাদ, 7 অক্টোবর: বলিউডের অভিনেতা শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের অন-স্ক্রিন রসায়ন সবসময়ই মন কেড়েছে দর্শকদের । ভক্তরা যখনই তাঁদের প্রিয় জুটিকে অন-স্ক্রিনে একসঙ্গে দেখার সুযোগ পান, তখনই প্রশংসার বন্যায় ভরিয়ে দেন তাঁদের ৷ সেই শুরুর ওম শান্তি ওম হোক বা সাম্প্রতিক পাঠান বা জওয়ান - সবেতেই শাহরুখ-দীপিকার জুটিকে বরণ করে নিয়েছেন দর্শকরা । সর্বশেষ অ্যাটলি পরিচালিত ব্লকবাস্টারের ক্রেজ তো এখনও কাটিয়ে উঠতে পারেননি তাঁদের ভক্তরা ৷ তা স্পষ্ট হল জওয়ানে শাহরুখ ও দীপিকার চরিত্রের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অবতার ইন্টারনেটে প্রকাশিত হওয়ার পর ৷ শিশু আজাদের সঙ্গে তাঁদের এআই ছবি নেট নাগরিকদের মধ্যে আলোড়ন ফেলে দিয়েছে ৷

কয়েকদিন আগে কিং খানের একজন ভক্ত সোশাল মিডিয়ায় পোস্ট করেন এমনই বেশ কয়েকটি এআই ছবি ৷ শিশু আজাদ-সহ জওয়ানে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের চরিত্রগুলিকে নতুন করে কল্পনা করেছেন তিনি । এআই-এর ছবিগুলিতে দেখা যায়, শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন একে-অপরের মাথা পরস্পরের মাথায় ঠেকিয়ে রেখেছেন ৷ আর শিশু আজাদ রয়েছে তাঁদের মাঝে । তাঁদের দেখে সুখী পরিবার হিসেবে মনে হচ্ছে ৷ এই এআই ছবিগুলি পোস্ট হওয়ার পর তা ভাইরাল হতে সময় লাগেনি ৷ ছবিগুলি দেখে আপ্লুত শাহরুখ ও দীপিকার ভক্তরা ৷

আরও পড়ুন: তৈরি হল ইতিহাস ! 30 দিনে বিশ্বব্যাপী 1100 কোটি টাকা আয় জওয়ানের

ছবিগুলিতে প্রতিক্রিয়া জানিয়ে একজন সোশাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, "শিশুটি এসআরকে এবং দীপিকার মিশ্রণ ।" অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, "যদি বিকল্প বাস্তবতার একটি লাল গালিচা থাকত, তাহলে বিক্রম এবং ঐশ্বর্য এই সমান্তরাল মহাবিশ্বের রূপকথার সব আকর্ষণ নিজেদের দিকে টেনে নিত ।" আর একজন নেটিজেন লিখেছেন, "দ্য রাঠোর ফ্যাম ৷"

এসআরকে এবং গৌরী খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট প্রযোজিত জওয়ান তার আকর্ষণীয় গল্প দিয়ে রুপালি পর্দাকে আলোকিত করেছে ও একের পর এক রেকর্ড করেছে । শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, নয়নতারা, সানিয়া মালহোত্রা এবং ঋদ্ধি ডোগরা । অ্যাকশন থ্রিলারটি গত 7 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ৷

হায়দরাবাদ, 7 অক্টোবর: বলিউডের অভিনেতা শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের অন-স্ক্রিন রসায়ন সবসময়ই মন কেড়েছে দর্শকদের । ভক্তরা যখনই তাঁদের প্রিয় জুটিকে অন-স্ক্রিনে একসঙ্গে দেখার সুযোগ পান, তখনই প্রশংসার বন্যায় ভরিয়ে দেন তাঁদের ৷ সেই শুরুর ওম শান্তি ওম হোক বা সাম্প্রতিক পাঠান বা জওয়ান - সবেতেই শাহরুখ-দীপিকার জুটিকে বরণ করে নিয়েছেন দর্শকরা । সর্বশেষ অ্যাটলি পরিচালিত ব্লকবাস্টারের ক্রেজ তো এখনও কাটিয়ে উঠতে পারেননি তাঁদের ভক্তরা ৷ তা স্পষ্ট হল জওয়ানে শাহরুখ ও দীপিকার চরিত্রের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অবতার ইন্টারনেটে প্রকাশিত হওয়ার পর ৷ শিশু আজাদের সঙ্গে তাঁদের এআই ছবি নেট নাগরিকদের মধ্যে আলোড়ন ফেলে দিয়েছে ৷

কয়েকদিন আগে কিং খানের একজন ভক্ত সোশাল মিডিয়ায় পোস্ট করেন এমনই বেশ কয়েকটি এআই ছবি ৷ শিশু আজাদ-সহ জওয়ানে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের চরিত্রগুলিকে নতুন করে কল্পনা করেছেন তিনি । এআই-এর ছবিগুলিতে দেখা যায়, শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন একে-অপরের মাথা পরস্পরের মাথায় ঠেকিয়ে রেখেছেন ৷ আর শিশু আজাদ রয়েছে তাঁদের মাঝে । তাঁদের দেখে সুখী পরিবার হিসেবে মনে হচ্ছে ৷ এই এআই ছবিগুলি পোস্ট হওয়ার পর তা ভাইরাল হতে সময় লাগেনি ৷ ছবিগুলি দেখে আপ্লুত শাহরুখ ও দীপিকার ভক্তরা ৷

আরও পড়ুন: তৈরি হল ইতিহাস ! 30 দিনে বিশ্বব্যাপী 1100 কোটি টাকা আয় জওয়ানের

ছবিগুলিতে প্রতিক্রিয়া জানিয়ে একজন সোশাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, "শিশুটি এসআরকে এবং দীপিকার মিশ্রণ ।" অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, "যদি বিকল্প বাস্তবতার একটি লাল গালিচা থাকত, তাহলে বিক্রম এবং ঐশ্বর্য এই সমান্তরাল মহাবিশ্বের রূপকথার সব আকর্ষণ নিজেদের দিকে টেনে নিত ।" আর একজন নেটিজেন লিখেছেন, "দ্য রাঠোর ফ্যাম ৷"

এসআরকে এবং গৌরী খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট প্রযোজিত জওয়ান তার আকর্ষণীয় গল্প দিয়ে রুপালি পর্দাকে আলোকিত করেছে ও একের পর এক রেকর্ড করেছে । শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, নয়নতারা, সানিয়া মালহোত্রা এবং ঋদ্ধি ডোগরা । অ্যাকশন থ্রিলারটি গত 7 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.