মুম্বই, 24 নভেম্বর: বক্সঅফিসে 400 কোটির ঘরে পৌঁছে গিয়েছে 'টাইগার 3' ৷ অনস্ক্রিন টাইগার-জোয়ার কেমিষ্ট্রি এবারও দর্শকদের মন জয় করে নিয়েছে ৷ শুক্রবার সাংবাদিক বৈঠকে সলমনের মুখে শোনা গেল ক্যাটরিনা বন্দনা ৷ বলিউডে কঠোর পরিশ্রম ও সততার মধ্য দিয়ে কীভাবে নিজের জায়গা তৈরি করেছেন ক্যাটরিনা, তারই প্রশংসা করেছেন সলমন ৷
2005 সালে ডেভিড ধাওয়ানের ছবি 'ম্যায়নে প্যায়ার কিঁউ কিয়া' ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যায় সলমন খান ও ক্যাটরিনা কাইফকে ৷ এর আগে 'বুম' বা 'সরকার' ছবিতে অভিনয় করলেও দর্শক মনে অভিনেত্রী হিসাবে দাগ কাটতে পারেননি ক্যাটরিনা ৷ তবে এই ছবি ক্যাটরিনাকে এনে দেয় পরিচিতি ৷ এরপর সলমনের সঙ্গে তাঁকে দেখা যায়, 'পার্টনার', 'যুবরাজ', 'ভারত' ছবিতে ৷ অন্যদিকে 'টাইগার' ফ্রাঞ্চাইজির ছবি যেন ক্যাটরিনা অভিনেত্রী হিসাবে সিলমোহর দেয় দর্শকরা ৷ বলিউডে তাঁর এই উত্থানকেই ব্যাখ্যা করেছেন ভাইজান ৷
তিনি বলেন, "প্রতিটা কাজকে ক্যাট সম্মান করে ৷ ছবি করার সময় সে নিজের সেরার সেরাটা দেওয়ার চেষ্টা করে ৷ এমনকী, অসুস্থ হলেও তার প্রভাব কাজে পড়তে দেয় না ৷ এখনও সে কঠোর পরিশ্রম করে চলেছে ৷ তা সে অ্যাকশন করার ক্ষেত্রে হোক, সংলাপ বলার ক্ষেত্রে হোক, ডান্স, ডাবিং কিংবা অভিনয়ের ক্ষেত্রে হোক শেখার চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্যাটরিনা ৷"
তিনি আরও বলেন, "আমি ক্যাটরিনাকে পছন্দ করি ৷ আমাদের মধ্যে একটা আলাদা বন্ডিং তৈরি হয়েছে ৷ অনেক বছর ধরে আমি তাঁকে চিনি ৷ আমি যে মানুষটার সঙ্গে কাজ করছি, তিনি একজন ভালো মানুষ ৷ তাই যখন একসঙ্গে কাজ করি, আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি যাতে আমার জন্য ক্যাটের অভিনয় জীবন খারাপ না হয় ৷"
অন্যদিকে, 30 বছর ধরে বলিউডে কাজ করতে পারার জন্য দর্শকদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়েছেন সলমন ৷ তিনি জানিয়েছেন, তিন দশক ধরে শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমার এখনও পর্যন্ত দর্শক মনে জায়গা ধরে রাখতে পেরেছেন শুধুমাত্র কঠিন পরিশ্রম ও সঠিক ছবি নির্বাচনের কারণে ৷ তিনি বলেন, "ছবির সফলতা আসে তখনই যখন সেখানে ঘাম ও রক্ত মিশে থাকে ৷ মানে খাওয়ার সময়, শোওয়ার সময়, শ্বাস-প্রশ্বাস নেওয়ার মধ্যেও সেই ছবি নিয়ে ভাবনা-চিন্তা থাকবে ৷"
অভিনেতা বলেন, "আমরা সত্যিই ভাগ্যবান যে তিনদশক ধরে দর্শকদের বিনোদন দিতে পারছি ৷ আমাদের প্রত্যেকে 90-এর দশকে কেরিয়ার শুরু করেছিলাম ৷ অজয় দেবগন, আক্কি (অক্ষয় কুমার), আমির, শাহরুখ, আমি কাজ শুরু করি একই সময়ে ৷ এখন সানির (সানি দেওল) গদর 2 বিগ হিট ৷ অক্ষয়ের ওহ মাই গড 2 বক্সঅফিসে হিট ৷ সবকিছুর কারণ সততা, কঠিন পরিশ্রম ও সঠিক ছবি নির্বাচন ৷" এই মুহূর্তে ছবির সাফল্যকে ঘিরে খুশি উদযাপনে ব্যস্ত টিম 'টাইগার' ৷
আরও পড়ুন:
1. ভালোবাসার অত্যাচার ! পরিচালক সন্দীপের পাশে দাঁড়াতেই রশ্মিকার সমালোচনা নেটপাড়ায়
2. 'পোস্টারে নয় শিশুর মুখে দুধ দিন', মানবিক বার্তা 'টাইগার' সলমনের
3. 'পাগল করে দেওয়ার মতো ট্রেলার'- 'অ্যানিম্যাল' দেখে রণবীরের প্রশংসায় পঞ্চমুখ-আলিয়া-প্রভাস-করীনা