হায়দরাবাদ, 27 ফেব্রুয়ারি: কাজে এল না বলিউডের সুপারস্টার অক্ষয় কুমারের জাদু (Akshay New Jersey Show Cancelled)৷ দর্শকদের মুগ্ধ করতে ব্যর্থ তাঁর সদ্য মুক্তি পাওয়া ফিল্ম সেলফি । বক্স অফিসে একপ্রকার মুখ থুবড়ে পড়েছে এই ছবি ৷ এর পরেই আরও একটা ধাক্কা খেলেন অক্ষয় কুমার ৷ সেটি তাঁর আসন্ন দ্য এন্টারটেইনার্স সফর নিয়ে (Akshay Kumar Latest News)৷
দ্য এন্টারটেইনার্স শো বাতিল: পরপর বেশ কয়েকটি ছবি ফ্লপ করায় কেরিয়ারে ভালো সময় যাচ্ছে না অক্ষয় কুমারের । এই অবস্থায় চলচ্চিত্র থেকে বিরতি নিয়ে আক্কি 'দ্য এন্টারটেইনার্স' সফরের জন্য আগামী মার্চ মাসে উত্তর আমেরিকায় যাচ্ছেন । তবে সে ক্ষেত্রেও খারাপ খবর রয়েছে অক্ষয়ের জন্য ৷ শো-এর প্রচারক শেয়ার করেছেন যে নিউ জার্সির দ্য এন্টারটেইনার্স শো-টি টিকিট কম বিক্রি হওয়ার কারণে বাতিল করা হয়েছে ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
পাঁচটি শহরে শো-এর সফরের দ্বিতীয় শো-টি হওয়ার কথা ছিল 4 মার্চ । যাঁরা ইতিমধ্যে টিকিট বুক করেছেন, তাঁরা পুরো টাকা ফেরত পাবেন বলে আশ্বাস দিয়েছেন শো-এর প্রচারকরা । বাকি চারটি শো হবে সময়সূচি অনুযায়ী (Akshay Kumar North America Tour)।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
3 মার্চ থেকে শো চলবে 12 মার্চ পর্যন্ত: অক্ষয় কুমার ছাড়াও দ্য এন্টারটেইনার্স ট্যুরে গায়ক সেটবিন বেন, গায়ক-সুরকার জসলিন রয়্যাল এবং অপারশক্তি খুরানা, মৌনী রায়, দিশা পাটানি, নোরা ফাতেহি, সোনম বাজওয়া এবং জাহরা খানের মতো অভিনেতারাও অন্তর্ভুক্ত । দলটি 3 মার্চ জর্জিয়ার ডুলুথ-এ পারফরম্যান্স দিয়ে সফর শুরু করবে এবং 12 মার্চ ক্যালিফোর্নিয়া শো দিয়ে এই সফর শেষ হবে ।
আরও পড়ুন: হৃত্বিককে বিদায় জানাতে মুম্বই বিমানবন্দরে সাবা, ক্যামেরাবন্দি একান্ত মুহূর্ত
এই শোয়ের জন্য ট্রোলড হন অক্ষয়: এই মাসের শুরুতে, অক্ষয় দ্য এন্টারটেইনার্সের প্রচারমূলক ভিডিওয়োতে সোশ্যাল মিডিয়ার ক্রোধের মুখে পড়েছিলেন ৷ সেই ভিডিয়োতে তাঁকে ভারতের মানচিত্রের উপর দিয়ে হাঁটতে দেখা গিয়েছে । এরপরই তাঁর কানাডিয়ান নাগরিকত্বের প্রসঙ্গে তুলে ব্যাপকভাবে ট্রোল করা হয় বলিউডের খিলাড়িকে ৷ প্রশ্ন তোলা হয় দেশের প্রতি তাঁর আনুগত্য নিয়ে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
সেলফি ফ্লপের দায় নেন অক্ষয়: অক্ষয়ের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি সেলফি বক্স অফিসে আশানুরূপ ব্যবসা পায়নি । এই ছবিটিতে ইমরান হাশমিও অভিনয় করেছেন ৷ মালয়ালম চলচ্চিত্র ড্রাইভিং লাইসেন্সের হিন্দি রিমেক হল সেলফি । ফিল্ম ফ্লপ হওয়ার পরে, অক্ষয় নিজের কাঁধে তার দায় নিয়ে বলেন যে, এটি একজন অভিনেতার জন্য বিপদজনক যখন দর্শকরা তাঁর চলচ্চিত্রের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে না । তাঁর মতে, দর্শকের বিকশিত রুচি অনুযায়ী তাঁর নিজেকে পরিবর্তনের সময় এসেছে । অক্ষয়কে পরবর্তীতে দেখা যাবে টাইগার শ্রফের সঙ্গে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁতে ।