মুম্বই, 6 অগস্ট: শুধু নেটিজেনদের একটা বড় অংশই নয়, সুপারস্টার শাহরুখ খানও নেটফ্লিক্সেই নিজের অবসর যাপন করতে পছন্দ করেন ৷ সম্প্রতি লন্ডনে 'ডাঙ্কি' ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত ছিলেন বলিউড বাদশা ৷ সবেমাত্র তিনি পা রেখেছেন মুম্বইতে ৷ আর শুক্রবার একদিনের ছুটি পেতেই নেটফ্লিক্স-এ তিনি দেখে ফেললেন আলিয়া ভাটের নতুন ছবি 'ডার্লিংস' (Shah Rukh Khan on Alia Bhatt Film Darlings) ৷
শুক্রবার টুইটারে 'ডিয়ার জিন্দেগি' স্টার তাঁর সহ-অভিনেত্রীর এই ছবি নিয়ে লেখেন, "গত কয়েকদিন টানা বিরতিহীন কাজ করে চলেছি... তাই আমার প্রিয় 'পাস্ট টাইম'-এ একটু ফিরে যাওয়া দরকার... নিজের ব্য়ক্তিত্বকে ভালোবেসে নিজেকে একটু প্যাম্পার করব, প্রভুজি / থামস আপ এবং 'ডার্লিংস'-এর সঙ্গে দিনটা কাটাব ৷" তিনি এও জানান কোনও প্রচারের জন্য তিনি এটা করছেন না ৷ যদিও একথা ঠিক যে শাহরুখে প্রযোজনা সংস্থাও রয়েছে এই ছবির পিছনে ৷ আর সেই কারণেই পুরো বিষয়টি স্পষ্ট করে দিতে চেয়েছেন তিনি ৷
নবাগত জসমিত কে রিন পরিচালিত 'ডার্লিংস' একটি ডার্ক কমেডি ৷ এই ছবিতে উঠে এসেছে আলিয়া ভাট এবং বিজয় বর্মার দাম্পত্যজীবনের একটি অধ্যায় ৷ গার্হস্থ হিংসা এবং মানসিক নির্যাতনের পাশাপাশি এই ছবি তুলে ধরে দুই নারীর ঘুরে দাঁড়ানোর গল্পও ৷ মানসিকভাবে মার খেতে খেতে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া একজন মানুষ কীভাবে ঘুরে দাঁড়ায় তারই কথা বলেন আলিয়া, শেফালিরা ৷ একইসঙ্গে ছবির প্রধান অস্ত্রশানিত ক্ষুরধার ব্যঙ্গ ৷ যা একইসঙ্গে হাসিরও উদ্রেক করে আবার বইয়ে দেয় কান্নার এক ফল্গুধারাও ৷
-
Been working the last few days non stop….so needed to indulge in my favourite past time….’the love of my own person’ & to pamper myself, will spend the day with Prabhuji / Thums up and #DARLINGS (this is not an endorsement, just ‘mees spoilingss mees on a days offs pleaj….’)
— Shah Rukh Khan (@iamsrk) August 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Been working the last few days non stop….so needed to indulge in my favourite past time….’the love of my own person’ & to pamper myself, will spend the day with Prabhuji / Thums up and #DARLINGS (this is not an endorsement, just ‘mees spoilingss mees on a days offs pleaj….’)
— Shah Rukh Khan (@iamsrk) August 5, 2022Been working the last few days non stop….so needed to indulge in my favourite past time….’the love of my own person’ & to pamper myself, will spend the day with Prabhuji / Thums up and #DARLINGS (this is not an endorsement, just ‘mees spoilingss mees on a days offs pleaj….’)
— Shah Rukh Khan (@iamsrk) August 5, 2022
আরও পড়ুন: হাজির বাংলার প্রথম মাইক্রো ওয়েব সিরিজ 'থার্টি সিক্স আওয়ার্স' এর দ্বিতীয় টিজার
এই ছবির হাত ধরে প্রথমবার প্রযোজনায় পা রেখেছেন আলিয়া ৷ শাহরুখের সঙ্গে এই বিষয়ে হাত মিলিয়েছেন তিনি ৷ তাই ডার্লিংস মুক্তির আগেও তা নিয়ে উদ্বেগ ব্যক্ত করেছিলেন কিং খান ৷ তিনি স্পষ্টতই জানিয়েছিলেন যে যতদিন পর্যন্ত এই ছবিটি মুক্তি না পাচ্ছে তিনি টেনশনে নখ কামড়াতে থাকবেন ৷ কারণ এটাই আলিয়ার প্রথম প্রযোজনা ৷ তবে তিনি তখনও জানিয়েছিলেন, তাঁর বিশ্বাস তাঁরা একটি ভালো ছবি দর্শককে উপহার দিতে চলেছেন ৷ ইতিমধ্যেই ছবিটি মন জিতেছে নেটপাড়ারও ৷