ETV Bharat / entertainment

Rajinikanth Meets Akhilesh: যোগীর পর এবার অখিলেশের সঙ্গে দেখা করলেন রজনীকান্ত, 9 বছর পর সাক্ষাৎ - রজনীকান্ত

Rajinikanth meets Akhilesh Yadav: রজনীকান্ত রবিবার সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে দেখা করেন । তার আগে শনিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি ৷

Rajinikanth Meets Akhilesh
অখিলেশের সঙ্গে দেখা করলেন রজনীকান্ত
author img

By

Published : Aug 20, 2023, 2:16 PM IST

হায়দরাবাদ, 20 অগস্ট: নয় বছর পর সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে দেখা করলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত ৷ লখনউতে দেখা হওয়ার পর, পরস্পরকে আলিঙ্গন করেন তাঁরা ৷ তার আগে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গেও দেখা করেছেন রজনীকান্ত ৷ এ বার তিনি লখনউ সফরের সময় নিজের ব্যস্ত শেডিউলের মধ্যেও দেখা করলেন অখিলেশ যাদবের সঙ্গে ৷

নিউজওয়্যার টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেছে ৷ সেখানে দেখা যাচ্ছে, প্রায় এক দশক পর অখিলেশের সঙ্গে পুনরায় দেখা হওয়ার আনন্দ ভাগ করে নিচ্ছেন রজনীকান্ত ৷ তিনি তাঁদের প্রথম সাক্ষাতের কথা তুলে ধরেছেন ৷ নয় বছর আগে মুম্বইয়ের একটি অনুষ্ঠানে তাঁদের দুজনের প্রথম দেখা হয়েছিল । এই প্রাথমিক সাক্ষাতই বন্ধুত্বের জন্ম দেয় ৷ পরে ফোনে কথোপকথনের মাধ্যমে সেই সম্পর্ক বজায় রেখেছিলেন দুজনেই ৷ বছর পাঁচেক আগে রজনীকান্ত লখনউতে একটি শুটিংয়ের সময় অখিলেশের সঙ্গে দেখা হওয়ার হারানো সুযোগের কথাও মনে করিয়ে দেন ৷

  • जब दिल मिलते हैं तो लोग गले मिलते हैं।

    मैसूर में इंजीनियरिंग की पढ़ाई के दौरान पर्दे पर रजनीकांत जी को देखकर जितनी ख़ुशी होती थी वो आज भी बरकरार है। हम 9 साल पहले व्यक्तिगत रूप से मिले और तब से दोस्ती है… pic.twitter.com/e9KZrc5mNH

    — Akhilesh Yadav (@yadavakhilesh) August 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যখন তাঁকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে তাঁর কথোপকথনের সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, রজনীকান্ত তখন ওই সাক্ষাৎটি দুর্দান্ত ছিল বলে বর্ণনা করেছেন এবং ওই বৈঠককে ইতিবাচক আখ্যা দিয়েছেন ৷ রজনীকান্ত রামের কাছ থেকে আশীর্বাদ পাওয়ার আশায় লখনউ থেকে অযোধ্যা সফরের পরিকল্পনার কথা প্রকাশ করেন । তবে, বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে, অভিনেতা কৌশলে সেই সম্ভাবনা খারিজ করে দেন ৷

বৈঠকে রজনীকান্ত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত মুলায়ম সিং এবং অখিলেশ যাদবের বাবাকেও শ্রদ্ধা জানান । মুলায়ম সিংয়ের প্রতিকৃতির সামনে জোড় হাত করে বসে থেকে গভীর শ্রদ্ধা জানান থ্যালাইভা ৷

আরও পড়ুন: শাহরুখের পাঠানি রেকর্ড অক্ষুন্ন, দ্বিতীয় দ্রুততম হিন্দি ছবি হিসাবে 300 কোটির ক্লাবে 'গদর 2'

সোশাল মিডিয়ায় অখিলেশ যাদব রজনীকান্তের সঙ্গে তাঁর সাক্ষাতের মনোগ্রাহী ছবি শেয়ার করেছেন । একটি স্ন্যাপশটে, দুজনকে আলিঙ্গনরত অবস্থায় দেখা যাচ্ছে ৷ অখিলেশ জানিয়েছেন যে, মাইসুরুতে তাঁর ইঞ্জিনিয়ারিং পড়ার সময় রজনীকান্তের অন-স্ক্রিন প্রেজেন্সের অনুরক্ত ছিলেন তিনি, তা আজও অপরিবর্তিত ৷ নয় বছর আগে তাঁদের প্রথম মুখোমুখি আলাপচারিতার পর থেকে দুজনে বন্ধু হয়ে গিয়েছিলেন বলে জানান অখিলেশ ।

রজনীকান্ত লখনউ সফরের আগে যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেন ও তাঁর সম্প্রতি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র জেলর নিয়ে আলোচনা করেন । ছবিটির ইতিবাচক সাড়া রজনীকান্তকে আনন্দিত করেছে ৷ এই সাফল্যকে ঐশ্বরিক আশীর্বাদ বলে জানিয়েছেন তিনি ৷ তাঁর লখনউ সফরের আগে, রজনীকান্ত ঝাড়খণ্ডের রাঁচি ঘুরে দেখেন, বিখ্যাত ছিন্নমস্তা মন্দিরে গিয়েছিলেন তিনি এবং ইয়াগোড়া আশ্রমে ধ্যানের মুহূর্তগুলি কাটিয়েছেন । তাঁর ভ্রমণের মধ্যে ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণের সঙ্গেও একটি বৈঠক সারেন রজনীকান্ত ৷

হায়দরাবাদ, 20 অগস্ট: নয় বছর পর সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে দেখা করলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত ৷ লখনউতে দেখা হওয়ার পর, পরস্পরকে আলিঙ্গন করেন তাঁরা ৷ তার আগে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গেও দেখা করেছেন রজনীকান্ত ৷ এ বার তিনি লখনউ সফরের সময় নিজের ব্যস্ত শেডিউলের মধ্যেও দেখা করলেন অখিলেশ যাদবের সঙ্গে ৷

নিউজওয়্যার টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেছে ৷ সেখানে দেখা যাচ্ছে, প্রায় এক দশক পর অখিলেশের সঙ্গে পুনরায় দেখা হওয়ার আনন্দ ভাগ করে নিচ্ছেন রজনীকান্ত ৷ তিনি তাঁদের প্রথম সাক্ষাতের কথা তুলে ধরেছেন ৷ নয় বছর আগে মুম্বইয়ের একটি অনুষ্ঠানে তাঁদের দুজনের প্রথম দেখা হয়েছিল । এই প্রাথমিক সাক্ষাতই বন্ধুত্বের জন্ম দেয় ৷ পরে ফোনে কথোপকথনের মাধ্যমে সেই সম্পর্ক বজায় রেখেছিলেন দুজনেই ৷ বছর পাঁচেক আগে রজনীকান্ত লখনউতে একটি শুটিংয়ের সময় অখিলেশের সঙ্গে দেখা হওয়ার হারানো সুযোগের কথাও মনে করিয়ে দেন ৷

  • जब दिल मिलते हैं तो लोग गले मिलते हैं।

    मैसूर में इंजीनियरिंग की पढ़ाई के दौरान पर्दे पर रजनीकांत जी को देखकर जितनी ख़ुशी होती थी वो आज भी बरकरार है। हम 9 साल पहले व्यक्तिगत रूप से मिले और तब से दोस्ती है… pic.twitter.com/e9KZrc5mNH

    — Akhilesh Yadav (@yadavakhilesh) August 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যখন তাঁকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে তাঁর কথোপকথনের সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, রজনীকান্ত তখন ওই সাক্ষাৎটি দুর্দান্ত ছিল বলে বর্ণনা করেছেন এবং ওই বৈঠককে ইতিবাচক আখ্যা দিয়েছেন ৷ রজনীকান্ত রামের কাছ থেকে আশীর্বাদ পাওয়ার আশায় লখনউ থেকে অযোধ্যা সফরের পরিকল্পনার কথা প্রকাশ করেন । তবে, বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে, অভিনেতা কৌশলে সেই সম্ভাবনা খারিজ করে দেন ৷

বৈঠকে রজনীকান্ত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত মুলায়ম সিং এবং অখিলেশ যাদবের বাবাকেও শ্রদ্ধা জানান । মুলায়ম সিংয়ের প্রতিকৃতির সামনে জোড় হাত করে বসে থেকে গভীর শ্রদ্ধা জানান থ্যালাইভা ৷

আরও পড়ুন: শাহরুখের পাঠানি রেকর্ড অক্ষুন্ন, দ্বিতীয় দ্রুততম হিন্দি ছবি হিসাবে 300 কোটির ক্লাবে 'গদর 2'

সোশাল মিডিয়ায় অখিলেশ যাদব রজনীকান্তের সঙ্গে তাঁর সাক্ষাতের মনোগ্রাহী ছবি শেয়ার করেছেন । একটি স্ন্যাপশটে, দুজনকে আলিঙ্গনরত অবস্থায় দেখা যাচ্ছে ৷ অখিলেশ জানিয়েছেন যে, মাইসুরুতে তাঁর ইঞ্জিনিয়ারিং পড়ার সময় রজনীকান্তের অন-স্ক্রিন প্রেজেন্সের অনুরক্ত ছিলেন তিনি, তা আজও অপরিবর্তিত ৷ নয় বছর আগে তাঁদের প্রথম মুখোমুখি আলাপচারিতার পর থেকে দুজনে বন্ধু হয়ে গিয়েছিলেন বলে জানান অখিলেশ ।

রজনীকান্ত লখনউ সফরের আগে যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেন ও তাঁর সম্প্রতি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র জেলর নিয়ে আলোচনা করেন । ছবিটির ইতিবাচক সাড়া রজনীকান্তকে আনন্দিত করেছে ৷ এই সাফল্যকে ঐশ্বরিক আশীর্বাদ বলে জানিয়েছেন তিনি ৷ তাঁর লখনউ সফরের আগে, রজনীকান্ত ঝাড়খণ্ডের রাঁচি ঘুরে দেখেন, বিখ্যাত ছিন্নমস্তা মন্দিরে গিয়েছিলেন তিনি এবং ইয়াগোড়া আশ্রমে ধ্যানের মুহূর্তগুলি কাটিয়েছেন । তাঁর ভ্রমণের মধ্যে ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণের সঙ্গেও একটি বৈঠক সারেন রজনীকান্ত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.