ETV Bharat / entertainment

Golden Ticket to Rajinikanth: অমিতাভের পর বিশ্বকাপের 'গোল্ডেন টিকিট' পেলেন রজনীকান্ত - গোল্ডেন টিকিট

ICC World Cup 2023: অমিতাভ বচ্চন, সচিন তেন্ডুলকরের পর থালাইভা রজনীকান্তের হাতে তুলে দেওয়া হয়েছে 'গোল্ডেন টিকিট' ৷ আইসিসি ওয়ার্ল্ড কাপ 2023-র গোল্ডেন টিকিট বিসিসিআই সেক্রেটরি জয় শাহ তুলে দেন থালাইভার হাতে ৷

Etv Bharat
রজনীকান্ত পেলেন 'গোল্ডেন টিকিট'
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2023, 5:22 PM IST

হায়দরাবাদ, 19 সেপ্টেম্বর: 2023 ক্রিকেট বিশ্বকাপের 'গোল্ডেন টিকিট' পেলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত ৷ মঙ্গলবার বিসিসিআই সচিব জয় শাহ গোল্ডেন টিকিট তুলে দিলেন রজনীকান্তের হাতে ৷ 5 অক্টোবর শুরু হচ্ছে বিশ্ব ক্রিকেটের মহারণ ৷ আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের প্রথম ম্যাচ ৷ মুখোমুখি ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ৷ আর এই মাঠেই হবে 19 নভেম্বর হবে মেগা ফাইনাল ৷

থালাইভার আগে বিসিসিআইয়ের পক্ষ থেকে গোল্ডেন টিকিট তুলে দেওয়া হয়েছে 'বিগ বি' অমিতাভ বচ্চন ও সচিন তেন্ডুলকরের হাতে ৷ এবার এই গোল্ডেন টিকিটের সুবিধা পেলেন রজনীকান্ত ৷ ওয়ার্ল্ড কাপের প্রতিটি ম্যাচ ভিআইপি স্পেশাল গ্যালারিতে বসে বিনামূল্যে উপভোগ করতে পারবেন দক্ষিণী সুপারস্টার ৷ এই গোল্ডেন টিকিটে শুধু প্রবেশ বিনামূল্য নয়, অতিরিক্ত অন্যান্য সুযোগ-সুবিধাও পাওয়া যাবে মাঠের মধ্যে ৷

বিসিসিআই এক্স (টুইটার)-এ একটি ছবি শেয়ার করেছে ৷ যেখানে দেখা গিয়েছে, রজনীকান্তের হাতে আইসিসি ওয়ার্ল্ড কাপ 2023-এর গোল্ডেন টিকিট তুলে দিচ্ছেন সেক্রেটরি জয় শাহ ৷ ক্যাপশনে লেখা, "সিনেমার ঊর্ধ্বে যিনি! বিসিসিআইয়ের সেক্রেটরি জয় শাহ গোল্ডেন টিকিট তুলে দিচ্ছেন রজনীকান্তের হাতে ৷ যিনি ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম নক্ষত্র ৷ তিনি ভাষা ও সংস্কৃতিকে অতিক্রম করে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ৷ তাই আমাদের সত্যিই গর্ব হচ্ছে যে, থালাইভা একজন অতিথি হিসাবে ক্রিকেটের মাঠকে উজ্জ্বল করে তুলবেন ৷"

  • Honoured to present the golden ticket to the unparalleled cinematic icon, Shri @rajinikanth! His charisma knows no bounds and his passion for cricket is well-known. Delighted to welcome Thalaiva as our distinguished guest at the @ICC @CricketWorldCup 2023! Let the magic begin!… https://t.co/ku4EBrFAjE

    — Jay Shah (@JayShah) September 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বিগ বি'র হাতে 'গোল্ডেন টিকিট', বিশ্বকাপে মাঠে গলা ফাটাবেন অমিতাভ

কাজের কথা বললে, 'জেলার' ছবির সুপার সাকসেসের পর রজনীকান্ত পরবর্তী ছবির শুটিং শুরু করে দিয়েছেন ৷ 'জয় ভীম'-খ্যাত পরিচালক টিজে জ্ঞানভেলের পরবর্তী ছবিতে দেখা যাবে থালাইভাকে ৷ এছাড়াও হাতে রয়েছে লোকেশ কনাগারাজ পরিচালিত অ্যাকশন থ্রিলার ছবি ৷

আরও পড়ুন: অমিতাভের পর সচিনের হাতে গোল্ডেন টিকিট তুলে দিল বিসিসিআই

হায়দরাবাদ, 19 সেপ্টেম্বর: 2023 ক্রিকেট বিশ্বকাপের 'গোল্ডেন টিকিট' পেলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত ৷ মঙ্গলবার বিসিসিআই সচিব জয় শাহ গোল্ডেন টিকিট তুলে দিলেন রজনীকান্তের হাতে ৷ 5 অক্টোবর শুরু হচ্ছে বিশ্ব ক্রিকেটের মহারণ ৷ আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের প্রথম ম্যাচ ৷ মুখোমুখি ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ৷ আর এই মাঠেই হবে 19 নভেম্বর হবে মেগা ফাইনাল ৷

থালাইভার আগে বিসিসিআইয়ের পক্ষ থেকে গোল্ডেন টিকিট তুলে দেওয়া হয়েছে 'বিগ বি' অমিতাভ বচ্চন ও সচিন তেন্ডুলকরের হাতে ৷ এবার এই গোল্ডেন টিকিটের সুবিধা পেলেন রজনীকান্ত ৷ ওয়ার্ল্ড কাপের প্রতিটি ম্যাচ ভিআইপি স্পেশাল গ্যালারিতে বসে বিনামূল্যে উপভোগ করতে পারবেন দক্ষিণী সুপারস্টার ৷ এই গোল্ডেন টিকিটে শুধু প্রবেশ বিনামূল্য নয়, অতিরিক্ত অন্যান্য সুযোগ-সুবিধাও পাওয়া যাবে মাঠের মধ্যে ৷

বিসিসিআই এক্স (টুইটার)-এ একটি ছবি শেয়ার করেছে ৷ যেখানে দেখা গিয়েছে, রজনীকান্তের হাতে আইসিসি ওয়ার্ল্ড কাপ 2023-এর গোল্ডেন টিকিট তুলে দিচ্ছেন সেক্রেটরি জয় শাহ ৷ ক্যাপশনে লেখা, "সিনেমার ঊর্ধ্বে যিনি! বিসিসিআইয়ের সেক্রেটরি জয় শাহ গোল্ডেন টিকিট তুলে দিচ্ছেন রজনীকান্তের হাতে ৷ যিনি ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম নক্ষত্র ৷ তিনি ভাষা ও সংস্কৃতিকে অতিক্রম করে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ৷ তাই আমাদের সত্যিই গর্ব হচ্ছে যে, থালাইভা একজন অতিথি হিসাবে ক্রিকেটের মাঠকে উজ্জ্বল করে তুলবেন ৷"

  • Honoured to present the golden ticket to the unparalleled cinematic icon, Shri @rajinikanth! His charisma knows no bounds and his passion for cricket is well-known. Delighted to welcome Thalaiva as our distinguished guest at the @ICC @CricketWorldCup 2023! Let the magic begin!… https://t.co/ku4EBrFAjE

    — Jay Shah (@JayShah) September 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বিগ বি'র হাতে 'গোল্ডেন টিকিট', বিশ্বকাপে মাঠে গলা ফাটাবেন অমিতাভ

কাজের কথা বললে, 'জেলার' ছবির সুপার সাকসেসের পর রজনীকান্ত পরবর্তী ছবির শুটিং শুরু করে দিয়েছেন ৷ 'জয় ভীম'-খ্যাত পরিচালক টিজে জ্ঞানভেলের পরবর্তী ছবিতে দেখা যাবে থালাইভাকে ৷ এছাড়াও হাতে রয়েছে লোকেশ কনাগারাজ পরিচালিত অ্যাকশন থ্রিলার ছবি ৷

আরও পড়ুন: অমিতাভের পর সচিনের হাতে গোল্ডেন টিকিট তুলে দিল বিসিসিআই

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.