ETV Bharat / entertainment

RGV Defends Ranveer: 'মেয়েরা শরীর দেখাতে পারলে ছেলেরা নয় কেন ?' রণবীরের পাশে রামগোপাল - RGV Defends Ranveer

রণবীর সিংয়ের নগ্ন ফটোশ্যুটের সমর্থনে এবার এগিয়ে এলেন আরজিভি (RGV defends Ranveer bold photoshoot) ৷ তাঁর মতে, "আমি মনে করি অবশেষে ভারতের দৃষ্টিভঙ্গি বদল হচ্ছে ৷ আমার মতে রণবীরের এই বক্তব্যের বিষয় লিঙ্গ সাম্য ৷" গতকাল এই নিয়ে মুখ খুলেছিলেন আলিয়া ভাটও ৷

RGV Defends Ranveer
'মেয়েরা সেক্সি শরীর দেখাতে পারলে ছেলেরা নয় কেন?', প্রশ্ন রামগোপালের
author img

By

Published : Jul 26, 2022, 1:47 PM IST

Updated : Jul 26, 2022, 2:26 PM IST

হায়দরাবাদ, 26 জুলাই: রণবীর সিংয়ের ভাইরাল ফটোশ্যুটের সমর্থনে এবার এগিয়ে এলেন পরিচালক রামগোপাল বর্মা ৷ শনিবার এক বিদেশি ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশ্যুট করার পর থেকেই এই মুহূর্তে শিরোনামে রয়েছেন অভিনেতা ৷ তাঁর এই সাহসী পদক্ষেপ নিয়ে নানা মুনির নানা মত ৷ ইতিমধ্যেই একটি এনজিও-র পক্ষ থেকে রণবীরের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে মুম্বই পুলিশে ৷ তবে এবার তাঁর পাশে দাঁড়ালেন আরজিভি (RGV defends Ranveer bold photoshoot) ৷

রামগোপাল তাঁর ছবিতেও সবসময়ই সাহসীভাবে নিজের মতামত তুলে ধরেন ৷ এবার রণবীর প্রসঙ্গে একটি ওয়েবলয়েডকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, "মনে করুন না লিঙ্গ সমতার জন্য ন্যায় বিচার চাওয়ার রাস্তা হিসাবে উনি এটাকে বেছে নিয়েছেন ৷ নারীরা যদি তাঁদের সেক্সি শরীর দেখাতে পারে তাহলে পুরুষ কেন পারবে না? এটাই তো ভন্ডামি যে, পুরুষদের আলাদা মান্যতা দিয়ে বিচার করা হয় ৷" তাঁর মত আরও স্পষ্টভাবে তুলে ধরে তিনি বলেন, "আমি মনে করি ভারত অবশেষে বড় (বিস্তৃত হচ্ছে দৃষ্টিভঙ্গি) হচ্ছে ৷ আমার মতে রণবীরের এই বক্তব্যের বিষয় লিঙ্গ সাম্য ৷"

আরও পড়ুন: নগ্ন ফটোশ্যুটের জেরে আইনি বিপদে রণবীর, দায়ের হল অভিযোগ

গতকাল এই নিয়ে মুখ খুলেছিলেন আলিয়া ভাটও ৷ তিনি পরিষ্কার বলেন, "আমার প্রিয় অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে কোনও নেতিবাচক বক্তব্য আমি পছন্দ করি না ৷ আমার এই প্রশ্নটাও অসহ্য লাগছে ৷ আমি ওকে ভালবাসি ৷ .... তিনি ছবির মাধ্যমে আমাদের অনেক কিছু দিয়েছেন, তাই আমাদের উচিত শুধু তাঁকে ভালবাসা দেওয়া।" আলিয়া এবং আরজিভি শুধু নন, রণবীরের জন্য় সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন অর্জুন কাপুর,রিচা চাড্ডা, স্বরা ভাস্কর, অনুরাগ কাশ্য়প-সহ আরও অনেকেই ৷

হায়দরাবাদ, 26 জুলাই: রণবীর সিংয়ের ভাইরাল ফটোশ্যুটের সমর্থনে এবার এগিয়ে এলেন পরিচালক রামগোপাল বর্মা ৷ শনিবার এক বিদেশি ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশ্যুট করার পর থেকেই এই মুহূর্তে শিরোনামে রয়েছেন অভিনেতা ৷ তাঁর এই সাহসী পদক্ষেপ নিয়ে নানা মুনির নানা মত ৷ ইতিমধ্যেই একটি এনজিও-র পক্ষ থেকে রণবীরের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে মুম্বই পুলিশে ৷ তবে এবার তাঁর পাশে দাঁড়ালেন আরজিভি (RGV defends Ranveer bold photoshoot) ৷

রামগোপাল তাঁর ছবিতেও সবসময়ই সাহসীভাবে নিজের মতামত তুলে ধরেন ৷ এবার রণবীর প্রসঙ্গে একটি ওয়েবলয়েডকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, "মনে করুন না লিঙ্গ সমতার জন্য ন্যায় বিচার চাওয়ার রাস্তা হিসাবে উনি এটাকে বেছে নিয়েছেন ৷ নারীরা যদি তাঁদের সেক্সি শরীর দেখাতে পারে তাহলে পুরুষ কেন পারবে না? এটাই তো ভন্ডামি যে, পুরুষদের আলাদা মান্যতা দিয়ে বিচার করা হয় ৷" তাঁর মত আরও স্পষ্টভাবে তুলে ধরে তিনি বলেন, "আমি মনে করি ভারত অবশেষে বড় (বিস্তৃত হচ্ছে দৃষ্টিভঙ্গি) হচ্ছে ৷ আমার মতে রণবীরের এই বক্তব্যের বিষয় লিঙ্গ সাম্য ৷"

আরও পড়ুন: নগ্ন ফটোশ্যুটের জেরে আইনি বিপদে রণবীর, দায়ের হল অভিযোগ

গতকাল এই নিয়ে মুখ খুলেছিলেন আলিয়া ভাটও ৷ তিনি পরিষ্কার বলেন, "আমার প্রিয় অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে কোনও নেতিবাচক বক্তব্য আমি পছন্দ করি না ৷ আমার এই প্রশ্নটাও অসহ্য লাগছে ৷ আমি ওকে ভালবাসি ৷ .... তিনি ছবির মাধ্যমে আমাদের অনেক কিছু দিয়েছেন, তাই আমাদের উচিত শুধু তাঁকে ভালবাসা দেওয়া।" আলিয়া এবং আরজিভি শুধু নন, রণবীরের জন্য় সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন অর্জুন কাপুর,রিচা চাড্ডা, স্বরা ভাস্কর, অনুরাগ কাশ্য়প-সহ আরও অনেকেই ৷

Last Updated : Jul 26, 2022, 2:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.