ETV Bharat / entertainment

Kiara Advani: হাবির সঙ্গে রবিবারের ছুটি কাটিয়ে গেম চেঞ্জারের শ্যুটে হায়দরাবাদে কিয়ারা

সত্যপ্রেম কি কথা শেষ করার পর কিয়ারা আডবাণী একদিনের মধ্যে তাঁর পরবর্তী ছবি গেম চেঞ্জারের শ্যুটিং-এর জন্য হায়দরাবাদে চলে গিয়েছেন ৷ তবে তারই মাঝে হাবি সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে রবিবারের ছুটির দিন দারুণ উপভোগ করলেন অভিনেত্রী ৷

Kiara Advani ETV Bharat
কিয়ারা আডবাণী
author img

By

Published : May 1, 2023, 11:43 AM IST

Updated : May 1, 2023, 2:26 PM IST

মুম্বই, 1 মে: বলিউডের অভিনেত্রী কিয়ারা আডবাণী তাঁর আসন্ন হিন্দি ছবি সত্যপ্রেম কি কথার শ্যুটিং শেষ করেছেন গত শনিবার । গত কয়েকদিনের চূড়ান্ত ব্যস্ততার পর রবিবারের দিনটা একেবারে ছুটির মেজাজে কাটালেন তিনি ৷ হাবি সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে মুম্বইতে গোটা দিন নিজের মতো করে উপভোগ করলেন কিয়ারা ৷ তবে সে সবের পর রবিবারই রাতে তাঁর পরবর্তী চলচ্চিত্রের শ্যুটিংয়ের জন্য হায়দরাবাদ যেতে হয়েছে তাঁকে ৷ কিয়ারার ছবি গেম চেঞ্জারের শুটিং রয়েছে নিজামের শহরে ৷

2019 সালে ভিনয়া বিদ্যা রামাতে রাম চরণের সঙ্গে অভিনয় করেছিলেন কিয়ারা আডবাণী ৷ তারপর দক্ষিণী অভিনেতার সঙ্গে তাঁর দ্বিতীয় ছবি হতে চলেছে গেম চেঞ্জার ৷ নির্মাতারা ইতিমধ্যে ছবিটির একাধিক শিডিউল তৈরি করে ফেলেছেন । এতদিন কার্তিক আরিয়ানের সঙ্গে সত্যপ্রেম কি কথার শ্যুটিংয়ে ব্যস্ত থাকার পর, এ বার গেম চেঞ্জারের টিমের সঙ্গে যোগ দেওয়ার জন্য হায়দরাবাদে উপস্থিত কিয়ারা ৷ তাঁর সাম্প্রতিক আপডেট জানিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্টও করেছেন অভিনেত্রী ৷

তবে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তাঁর রবিবারের কাটানো মুহূর্তের কিছু ঝলকও শেয়ার করেছেন কিয়ারা । তাঁর পোস্ট করা ভিডিয়ো দেখে মনে হচ্ছে যে, রবিবার হাবির সঙ্গে দুর্দান্ত পুল টাইম কাটিয়েছেন তিনি ৷ তাঁর ছুটির দিনের এই ঝলক শেয়ার করে কিয়ারা লিখেছেন, "রবিবার ভালো কাটল ।"

Kiara Advani ETV Bharat
কিয়ারার ইনস্টা স্টোরি

মার্চ মাসে কিয়ারা হায়দরাবাদে সংক্ষিপ্ত সময়ের জন্য কিছুটা শ্যুট করেছিলেন ৷ চলচ্চিত্রের মুখ্য চরিত্র রাম চরণের জন্মদিন আগাম উদযাপন করার পর মুম্বইতে ফিরে আসেন তিনি । এই ছবিতে কিয়ারা এবং রাম চরণের ভূমিকা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি । তবে যতদূর শোনা যাচ্ছে যে, চলচ্চিত্রটি বর্তমান সময়ের রাজনীতির ক্যানভাসে তৈরি একটি অ্যাকশন ড্রামা হতে চলেছে ।

ব্লকবাস্টার হিট আরআরআর-এর পর এটাই রাম চরণের প্রথম ছবি ৷ ফলে গেম চেঞ্জার নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে দারুণ উৎসাহ রয়েছে ৷ এস শংকর পরিচালিত গেম চেঞ্জার তিনটি ভাষায় মুক্তি পাবে - তেলুগু, তামিল এবং হিন্দি । এই ছবিতে আর যাঁরা অভিনয় করেছেন তাঁরা হলেন, এসজে সূর্য, জয়রাম, অঞ্জলি এবং শ্রীকান্ত । নির্মাতারা গেম চেঞ্জারের মুক্তির তারিখ এখনও ঠিক করেননি ৷

আরও পড়ুন: বাবা-ছেলের দ্বৈত চরিত্রে শাহরুখ, 'জওয়ান' নিয়ে টুইস্ট পরিচালকের

মুম্বই, 1 মে: বলিউডের অভিনেত্রী কিয়ারা আডবাণী তাঁর আসন্ন হিন্দি ছবি সত্যপ্রেম কি কথার শ্যুটিং শেষ করেছেন গত শনিবার । গত কয়েকদিনের চূড়ান্ত ব্যস্ততার পর রবিবারের দিনটা একেবারে ছুটির মেজাজে কাটালেন তিনি ৷ হাবি সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে মুম্বইতে গোটা দিন নিজের মতো করে উপভোগ করলেন কিয়ারা ৷ তবে সে সবের পর রবিবারই রাতে তাঁর পরবর্তী চলচ্চিত্রের শ্যুটিংয়ের জন্য হায়দরাবাদ যেতে হয়েছে তাঁকে ৷ কিয়ারার ছবি গেম চেঞ্জারের শুটিং রয়েছে নিজামের শহরে ৷

2019 সালে ভিনয়া বিদ্যা রামাতে রাম চরণের সঙ্গে অভিনয় করেছিলেন কিয়ারা আডবাণী ৷ তারপর দক্ষিণী অভিনেতার সঙ্গে তাঁর দ্বিতীয় ছবি হতে চলেছে গেম চেঞ্জার ৷ নির্মাতারা ইতিমধ্যে ছবিটির একাধিক শিডিউল তৈরি করে ফেলেছেন । এতদিন কার্তিক আরিয়ানের সঙ্গে সত্যপ্রেম কি কথার শ্যুটিংয়ে ব্যস্ত থাকার পর, এ বার গেম চেঞ্জারের টিমের সঙ্গে যোগ দেওয়ার জন্য হায়দরাবাদে উপস্থিত কিয়ারা ৷ তাঁর সাম্প্রতিক আপডেট জানিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্টও করেছেন অভিনেত্রী ৷

তবে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তাঁর রবিবারের কাটানো মুহূর্তের কিছু ঝলকও শেয়ার করেছেন কিয়ারা । তাঁর পোস্ট করা ভিডিয়ো দেখে মনে হচ্ছে যে, রবিবার হাবির সঙ্গে দুর্দান্ত পুল টাইম কাটিয়েছেন তিনি ৷ তাঁর ছুটির দিনের এই ঝলক শেয়ার করে কিয়ারা লিখেছেন, "রবিবার ভালো কাটল ।"

Kiara Advani ETV Bharat
কিয়ারার ইনস্টা স্টোরি

মার্চ মাসে কিয়ারা হায়দরাবাদে সংক্ষিপ্ত সময়ের জন্য কিছুটা শ্যুট করেছিলেন ৷ চলচ্চিত্রের মুখ্য চরিত্র রাম চরণের জন্মদিন আগাম উদযাপন করার পর মুম্বইতে ফিরে আসেন তিনি । এই ছবিতে কিয়ারা এবং রাম চরণের ভূমিকা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি । তবে যতদূর শোনা যাচ্ছে যে, চলচ্চিত্রটি বর্তমান সময়ের রাজনীতির ক্যানভাসে তৈরি একটি অ্যাকশন ড্রামা হতে চলেছে ।

ব্লকবাস্টার হিট আরআরআর-এর পর এটাই রাম চরণের প্রথম ছবি ৷ ফলে গেম চেঞ্জার নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে দারুণ উৎসাহ রয়েছে ৷ এস শংকর পরিচালিত গেম চেঞ্জার তিনটি ভাষায় মুক্তি পাবে - তেলুগু, তামিল এবং হিন্দি । এই ছবিতে আর যাঁরা অভিনয় করেছেন তাঁরা হলেন, এসজে সূর্য, জয়রাম, অঞ্জলি এবং শ্রীকান্ত । নির্মাতারা গেম চেঞ্জারের মুক্তির তারিখ এখনও ঠিক করেননি ৷

আরও পড়ুন: বাবা-ছেলের দ্বৈত চরিত্রে শাহরুখ, 'জওয়ান' নিয়ে টুইস্ট পরিচালকের

Last Updated : May 1, 2023, 2:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.