হায়দরাবাদ, 12 জুলাই: আদিত্য রায় কাপুর এবং অনন্য়া পাণ্ডেকে নিয়ে গুঞ্জন আজকের নয় ৷ বেশ কিছুদিন ধরে শিরোনামে উঠে আসছে তাঁদের প্রেমের গুজব ৷ গতবছর কৃতি স্যাননের দিওয়ালি পার্টিতে একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছিলেন তাঁরা ৷ তারপর থেকেই তাঁদের প্রেম নিয়ে বি-টাউনের হাওয়ায় ভাসছে নানান খবর ৷ এরপরেও বেশ কয়েকবার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে ৷ তবে প্রেমের কথা স্বীকার করেননি কেউই ৷ এবার আরও একবার তাঁদের নিয়ে জল্পনা কয়েকগুণ বেড়ে গেল ৷
কারণ দু'জনকে দেখা গেল স্পেনের একই রক কনসার্টে ৷ যদিও কোনও ছবিতেই তাঁদের এক ফ্রেমেবন্দি হতে দেখা যায়নি ৷ তবে ইনস্টাগ্রাম স্টোরিতে একই কনসার্টের ছবি শেয়ার করেছেন দু'জনেই ৷ দু'জনের সোশাল মিডিয়া হ্যান্ডেলেই দেখা যাবে আর্কটিক মাঙ্কির কনসার্টের ভিডিয়ো এবং ছবি ৷ সম্প্রতি তাঁর ইনস্টাগ্রামে যে স্টোরি শেয়ার করেছিলেন অভিনেত্রী তাতে দেখা যায় তিনি রীতিমতো উপভোগ করছেন এই কনসার্ট ৷ একইসঙ্গে তিনি লেখেন, "আর্কটিক মাঙ্কিসের মতো কেউ নেই ৷" ছবিতেই দেখা যায় তিনি রয়েছেন মাদ্রিদে ৷
অন্যদিকে অদিত্যও শেয়ার করেছেন কনসার্টের পারফ্যান্সের কিছু ঝলক ৷ যা দেখে বোঝাই যায় দু'জনেই রয়েছেন একই জায়গায় ৷ বাকি কোনও কিছুই অবশ্য় সামনে আসেনি ৷ তবে নেটপাড়ার অনেকেই অনুমান করছেন বিদেশে রিউমার গার্লফ্রেন্ডের সঙ্গেই ছুটি কাটাচ্ছেন বলিউডের এই হ্যান্ডসাম হাঙ্ক ৷
আরও পড়ুন: পাসপোর্ট খুঁজে হন্যে মৌনি, 'নাগিনের আবার ভয় কী?' মন্তব্য ফ্যানেদের
অভিনয়ের কথা বলতে চাঙ্কি কন্যা অনন্যা পাণ্ডেকে শেষ দেখা গিয়েছিল 'লাইগার' ছবিতে ৷ বক্স অফিসে নজর কাড়তে ব্যর্থ হয় এই ছবি ৷ আগামীতে অবশ্য় বেশ কয়েকটি প্রজেক্ট রয়েছে তাঁর হাতে ৷ আয়ুষ্মান খুরানার সঙ্গে 'ড্রিম গার্ল 2' ছবিতে তো অভিনয় করছেনই তিনি একইসঙ্গে ফরহান আখতারের 'খো গ্যায়ে হাম কাঁহা' ছবিতেও দেখা যাবে তাঁকে ৷ এছাড়া আগামীতে বিক্রমাদিত্য় মোটওয়ানির পরিচালিত নতুন ছবিতেও দেখা যাবে তাঁকে ৷ অন্যদিকে আদিত্য় রায় কাপুর 'দ্য নাইট ম্য়ানেজার 2' সিরিজের বেশ প্রশংসা কুড়িয়েছেন ৷ আগামীতে তাঁকে দেখা যাবে অনুরাগ বসু পরিচালিত 'মেট্রো ইন দিনো' ছবিতে ৷