কলকাতা, 26 ডিসেম্বর: ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কাছ থেকে টাকা নিয়েছিলেন অথচ অনুষ্ঠানে আসেননি ৷ এমনই প্রতারণার অভিযোগ করেছিলেন কলকাতার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কর্মকর্তারা ৷ আর সেই কারণেই নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের করা হয় বলিউড অভিনেত্রী জারিন খানের বিরুদ্ধে ৷ সেই প্রতারণা মামলার জেরেই কলকাতায় আসতে হল সলমন খানের নায়িকাকে ৷ উপস্থিত হতে হল শিয়ালদা আদালতে ৷
2018 সালে তাঁর বিরুদ্ধে থানায় এই মামলা দায়ের করা হয় ৷ মামলাটি ওঠে শিয়ালদহ আদালতে ৷ এরপর সেপ্টেম্বর মাসে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত । ফলে 11 ডিসেম্বর আদালতে হাজির হয়েছিলেন অভিনেত্রী ৷ তাঁর অন্তর্বতীকালীন জামিন ইতিমধ্যেই মঞ্জুর করা হয়েছে ৷ সেই মামলার শুনানির জেরেই মঙ্গলবার তাঁকে আসতে হল শিয়ালদায় ৷ কলকাতা পুলিশ সূত্রের খবর, জারিন খান এবং তাঁর সেক্রেটারির বিরুদ্ধে এই প্রতারণার মামলা করা হয় । মঙ্গলবার দুপুরে শিয়ালদা আদালত চত্বরে দেখা যায় জারিনকে ৷ স্বাভাবিকভাবেই সেখানে চাঞ্চল্য সৃষ্টি হয় । এদিন জারিনের পরনে ছিল নীল রঙের একটি টিশার্ট ৷
2018 সালে নারকেলডাঙা থানা এলাকায় একটি কালী পুজোর উদ্বোধনে আসার কথা ছিল অভিনেত্রীর । কিন্তু সময় অতিক্রান্ত হয়ে গেলেও তিনি আসেননি । ইভেন্ট ম্যানেজমেন্ট এর কর্মকর্তারা স্থানীয় নারকেলডাঙা থানায় অভিযোগ জানান কালী পূজা উদ্বোধনের জন্য অভিনেত্রী জেরিন খানকে তাঁরা 12 লক্ষ টাকা দিয়েছিলেন । কিন্তু তিনি সময়মতো উদ্বোধনের দিন আসেননি । সংশ্লিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার তরফ থেকে জানানো হয়েছিল দীর্ঘদিন ধরে জারিনকে তাঁরা কল করলেও তিনি তাঁদের ফোন ধরেননি ।
প্রসঙ্গত, 2010 সালে সলমন খানের নায়িকা হিসাবে জনপ্রিয় হয়েছিলেন জারিন ৷ ছবির নাম ছিল 'বীর' ৷ যদিও তারপর বেশ কয়েকটি ছবি পেয়েছিলেন তিনি ৷ কিন্তু বর্তমানে আর তেমনভাবে বড় পর্দায় দেখা যায় না তাঁকে ৷
আরও পড়ুন: