ETV Bharat / entertainment

টাকা নিয়ে অনুষ্ঠানে অনুপস্থিত, প্রতারণা মামলায় শিয়ালদা আদালতে জারিন - শিয়ালদা আদালতে হাজির জারিন খান

Zareen Khan At Sealdah Court: 12 লক্ষ টাকা প্রতারণার মামলায় শিয়ালদা আদালতে হাজির জারিন খান ৷ সলমন খানের নায়িরকার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি টাকা নিয়েও একটি কালী পুজোর উদ্বোধনে কলকাতায় আসেননি ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 26, 2023, 10:03 PM IST

কলকাতা, 26 ডিসেম্বর: ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কাছ থেকে টাকা নিয়েছিলেন অথচ অনুষ্ঠানে আসেননি ৷ এমনই প্রতারণার অভিযোগ করেছিলেন কলকাতার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কর্মকর্তারা ৷ আর সেই কারণেই নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের করা হয় বলিউড অভিনেত্রী জারিন খানের বিরুদ্ধে ৷ সেই প্রতারণা মামলার জেরেই কলকাতায় আসতে হল সলমন খানের নায়িকাকে ৷ উপস্থিত হতে হল শিয়ালদা আদালতে ৷

2018 সালে তাঁর বিরুদ্ধে থানায় এই মামলা দায়ের করা হয় ৷ মামলাটি ওঠে শিয়ালদহ আদালতে ৷ এরপর সেপ্টেম্বর মাসে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত । ফলে 11 ডিসেম্বর আদালতে হাজির হয়েছিলেন অভিনেত্রী ৷ তাঁর অন্তর্বতীকালীন জামিন ইতিমধ্যেই মঞ্জুর করা হয়েছে ৷ সেই মামলার শুনানির জেরেই মঙ্গলবার তাঁকে আসতে হল শিয়ালদায় ৷ কলকাতা পুলিশ সূত্রের খবর, জারিন খান এবং তাঁর সেক্রেটারির বিরুদ্ধে এই প্রতারণার মামলা করা হয় । মঙ্গলবার দুপুরে শিয়ালদা আদালত চত্বরে দেখা যায় জারিনকে ৷ স্বাভাবিকভাবেই সেখানে চাঞ্চল্য সৃষ্টি হয় । এদিন জারিনের পরনে ছিল নীল রঙের একটি টিশার্ট ৷

2018 সালে নারকেলডাঙা থানা এলাকায় একটি কালী পুজোর উদ্বোধনে আসার কথা ছিল অভিনেত্রীর । কিন্তু সময় অতিক্রান্ত হয়ে গেলেও তিনি আসেননি । ইভেন্ট ম্যানেজমেন্ট এর কর্মকর্তারা স্থানীয় নারকেলডাঙা থানায় অভিযোগ জানান কালী পূজা উদ্বোধনের জন্য অভিনেত্রী জেরিন খানকে তাঁরা 12 লক্ষ টাকা দিয়েছিলেন । কিন্তু তিনি সময়মতো উদ্বোধনের দিন আসেননি । সংশ্লিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার তরফ থেকে জানানো হয়েছিল দীর্ঘদিন ধরে জারিনকে তাঁরা কল করলেও তিনি তাঁদের ফোন ধরেননি ।

প্রসঙ্গত, 2010 সালে সলমন খানের নায়িকা হিসাবে জনপ্রিয় হয়েছিলেন জারিন ৷ ছবির নাম ছিল 'বীর' ৷ যদিও তারপর বেশ কয়েকটি ছবি পেয়েছিলেন তিনি ৷ কিন্তু বর্তমানে আর তেমনভাবে বড় পর্দায় দেখা যায় না তাঁকে ৷

আরও পড়ুন:

  1. আলিয়ার মায়ের নামে শিশু কল্যাণ খাতে রণবীরের অনুদান, জানেন কতা টাকা দিলেন অভিনেতা?
  2. বড়দিনের পরে ক্যাটরিনা বিজয়ের 'মেরি ক্রিসমাস' উদযাপন, প্রকাশ্যে ছবির টাইটেল ট্র্যাক
  3. টানা দু'টো ফ্লপ, রূপোলি পর্দায় টিকে থাকার লড়াইয়ে সফল প্রভাস; চারদিনেই 250 কোটির ঘরে 'সালার'

কলকাতা, 26 ডিসেম্বর: ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কাছ থেকে টাকা নিয়েছিলেন অথচ অনুষ্ঠানে আসেননি ৷ এমনই প্রতারণার অভিযোগ করেছিলেন কলকাতার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কর্মকর্তারা ৷ আর সেই কারণেই নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের করা হয় বলিউড অভিনেত্রী জারিন খানের বিরুদ্ধে ৷ সেই প্রতারণা মামলার জেরেই কলকাতায় আসতে হল সলমন খানের নায়িকাকে ৷ উপস্থিত হতে হল শিয়ালদা আদালতে ৷

2018 সালে তাঁর বিরুদ্ধে থানায় এই মামলা দায়ের করা হয় ৷ মামলাটি ওঠে শিয়ালদহ আদালতে ৷ এরপর সেপ্টেম্বর মাসে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত । ফলে 11 ডিসেম্বর আদালতে হাজির হয়েছিলেন অভিনেত্রী ৷ তাঁর অন্তর্বতীকালীন জামিন ইতিমধ্যেই মঞ্জুর করা হয়েছে ৷ সেই মামলার শুনানির জেরেই মঙ্গলবার তাঁকে আসতে হল শিয়ালদায় ৷ কলকাতা পুলিশ সূত্রের খবর, জারিন খান এবং তাঁর সেক্রেটারির বিরুদ্ধে এই প্রতারণার মামলা করা হয় । মঙ্গলবার দুপুরে শিয়ালদা আদালত চত্বরে দেখা যায় জারিনকে ৷ স্বাভাবিকভাবেই সেখানে চাঞ্চল্য সৃষ্টি হয় । এদিন জারিনের পরনে ছিল নীল রঙের একটি টিশার্ট ৷

2018 সালে নারকেলডাঙা থানা এলাকায় একটি কালী পুজোর উদ্বোধনে আসার কথা ছিল অভিনেত্রীর । কিন্তু সময় অতিক্রান্ত হয়ে গেলেও তিনি আসেননি । ইভেন্ট ম্যানেজমেন্ট এর কর্মকর্তারা স্থানীয় নারকেলডাঙা থানায় অভিযোগ জানান কালী পূজা উদ্বোধনের জন্য অভিনেত্রী জেরিন খানকে তাঁরা 12 লক্ষ টাকা দিয়েছিলেন । কিন্তু তিনি সময়মতো উদ্বোধনের দিন আসেননি । সংশ্লিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার তরফ থেকে জানানো হয়েছিল দীর্ঘদিন ধরে জারিনকে তাঁরা কল করলেও তিনি তাঁদের ফোন ধরেননি ।

প্রসঙ্গত, 2010 সালে সলমন খানের নায়িকা হিসাবে জনপ্রিয় হয়েছিলেন জারিন ৷ ছবির নাম ছিল 'বীর' ৷ যদিও তারপর বেশ কয়েকটি ছবি পেয়েছিলেন তিনি ৷ কিন্তু বর্তমানে আর তেমনভাবে বড় পর্দায় দেখা যায় না তাঁকে ৷

আরও পড়ুন:

  1. আলিয়ার মায়ের নামে শিশু কল্যাণ খাতে রণবীরের অনুদান, জানেন কতা টাকা দিলেন অভিনেতা?
  2. বড়দিনের পরে ক্যাটরিনা বিজয়ের 'মেরি ক্রিসমাস' উদযাপন, প্রকাশ্যে ছবির টাইটেল ট্র্যাক
  3. টানা দু'টো ফ্লপ, রূপোলি পর্দায় টিকে থাকার লড়াইয়ে সফল প্রভাস; চারদিনেই 250 কোটির ঘরে 'সালার'
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.