ETV Bharat / entertainment

Srabanti Chatterjee in Double Role: রাজর্ষির ছবিতে শ্রাবন্তীর ডবল ধামাকা ! পর্দায় প্রথমবার দেবালয়ের সঙ্গে পজিটিভ চরিত্রে শ্রাবন্তী - Srabanti Chatterjee in a negative character

প্রথমবার দ্বৈতচরিত্রের পাশাপাশি পজিটিভ চরিত্রে অভিনয় করতে চলেছেন শ্রাবন্তী (Srabanti Chatterjee in a negative character for the first time)। সামনে এসেছে প্রতিটি চরিত্রের লুক ৷

Etv Bharat
রাজর্ষির ছবিতে শ্রাবন্তীর ডবল ধামাকা !
author img

By

Published : Mar 23, 2023, 10:49 PM IST

Updated : Mar 24, 2023, 6:14 AM IST

কলকাতা, 23 মার্চ: সম্প্রতি 'কাবেরি অন্তর্ধান' (Kaberi Antardhan) ছবিতে নিজের অভিনয়ের কারণে দর্শকদের প্রশংসা পেয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) ৷ এবার পরিচালক দেবালয় ভট্টাচার্য-র সঙ্গে বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন শ্রাবন্তী। রাজর্ষি দে (Raajhorshee De’s film) পরিচালিত ছবির নাম 'সাদা রঙের পৃথিবী'। প্রথমবার এই ছবির হাত ধরে দ্বৈতচরিত্রের পাশাপাশি নেগেটিভ চরিত্রে অভিনয় করতে চলেছেন শ্রাবন্তী। সামনে এসেছে প্রতিটি চরিত্রের লুক ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

জানা গিয়েছে, চিত্রনাট্য অনুযায়ী, শিবানী এবং ভবানী দুটি চরিত্রে নিজেকে মেলে ধরবেন অভিনেত্রী ৷ সাদা-কালোর মতোই চরিত্রে একদিকে যেমন শ্রাবন্তীর একটা পজিটিভ দিক ফুটে উঠবে তেমনই দেখা যাবে নেগেটিভ চরিত্রেও ৷ ভবানী নারী পাচার কাণ্ডের সঙ্গে যুক্ত। শিবানী বিধবা। সে সমাজসেবী। তার বৈজ্ঞানিক স্বামীকে খুন করা হয়েছে। আর এই বৈজ্ঞানিকের চরিত্রেই অভিনয় করতে দেখা যাবে পরিচালক দেবালয় ভট্টাচার্যকে।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

উল্লেখ্য, দেবালয় ভট্টাচার্য পরিচালিত 'ইন্দুবালা ভাতের হোটেল' এই সময়ের বহুচর্চিত এবং জনপ্রিয় ওয়েব সিরিজ। এটি ছাড়াও আরও বহু ওয়েব সিরিজ ও সিনেমা তিনি দর্শকদের উপহার দিয়েছেন। যা তাঁকে নিয়ে গিয়েছে জনপ্রিয়তার শীর্ষে। পর্দার পিছন থেকে বেরিয়ে পরিচালক দেবালয় এবার ক্যামেরার সামনে অভিনেতার ভূমিকায় ৷ যদিও দেবালয়কে 2014তে 'অভিশপ্ত নাইটি' ছবিতে পাওলি দাম, পরমব্রত চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেনগুপ্ত-র সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন ৷ এবার তিনি জুটি বাঁধতে চলেছেন শ্রাবন্তীর সঙ্গে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

শ্রাবন্তী এবং দেবালয়ের জুটি নিয়ে আশাবাদী পরিচালক রাজর্ষি দে। দেবালয়-শ্রাবন্তীর পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আরও অনেকে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের লুক এসেছে সামনে। এই মুহূর্তে গোটা টিম রয়েছে বেনারসে। শুরু হয়েছে শুটিং। অলক্ষ্মীর চরিত্রে অভিনয় করছেন সৌরসেনী মৈত্র। শ্রাবন্তী রয়েছেন দ্বৈত ভূমিকায়। শিবানী এবং ভবানীর চরিত্রে। দেবালয় রয়েছেন বৈজ্ঞানিকের চরিত্রে। স্নেহা চট্টোপাধ্যায় রয়েছেন কাজলের চরিত্রে। ছবির অ্যান্টাগনিস্ট ভবানীর ছায়াসঙ্গী এই কাজল। শাসক দলের অন্যতম জনপ্রতিনিধি অনন্যা বন্দ্যোপাধ্যায় এবার ডেবিউ করছেন এই ছবির হাত ধরে।

আরও পড়ুন: বড় ঘোষণা অরিন্দম শীলের, এই পুজোতে আবার আসছে মিতিন মাসি

এক সময়ের মিস ক্যালকাটা এবার বড় পর্দায়। তাঁকে দেখা যাবে আভা সেনের চরিত্রে। অভিনেত্রী রিচা শর্মাকেও এই ছবিতে দেখা যাবে ডবল রোলে। ঋতব্রত মুখোপাধ্যায়কে দেখা যাবে সুনীল নামের একটি চরিত্রে। ঐন্দ্রিলা বসু এখানে একজন বিধবা মহিলার চরিত্রে অভিনয় করছেন। তাঁর চরিত্রের নাম পুতুল। দেবলীনা কুমারকে দেখা যাবে বিধবা সুমতীর চরিত্রে। একজন রহস্যময়ী নারীর চরিত্রে দেখা যাবে মল্লিকা বন্দ্যোপাধ্যায়কে। ঈশান মজুমদারকে দেখা যাবে একজন সাংবাদিকের চরিত্রে। দেবশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে বুলির মায়ের চরিত্রে। অরুণাভ দে'কে দেখা যাবে কমলের চরিত্রে। পরিচালক জানিয়েছেন, অরিন্দম শীলের চরিত্রে রয়েছে টুইস্ট ৷

কলকাতা, 23 মার্চ: সম্প্রতি 'কাবেরি অন্তর্ধান' (Kaberi Antardhan) ছবিতে নিজের অভিনয়ের কারণে দর্শকদের প্রশংসা পেয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) ৷ এবার পরিচালক দেবালয় ভট্টাচার্য-র সঙ্গে বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন শ্রাবন্তী। রাজর্ষি দে (Raajhorshee De’s film) পরিচালিত ছবির নাম 'সাদা রঙের পৃথিবী'। প্রথমবার এই ছবির হাত ধরে দ্বৈতচরিত্রের পাশাপাশি নেগেটিভ চরিত্রে অভিনয় করতে চলেছেন শ্রাবন্তী। সামনে এসেছে প্রতিটি চরিত্রের লুক ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

জানা গিয়েছে, চিত্রনাট্য অনুযায়ী, শিবানী এবং ভবানী দুটি চরিত্রে নিজেকে মেলে ধরবেন অভিনেত্রী ৷ সাদা-কালোর মতোই চরিত্রে একদিকে যেমন শ্রাবন্তীর একটা পজিটিভ দিক ফুটে উঠবে তেমনই দেখা যাবে নেগেটিভ চরিত্রেও ৷ ভবানী নারী পাচার কাণ্ডের সঙ্গে যুক্ত। শিবানী বিধবা। সে সমাজসেবী। তার বৈজ্ঞানিক স্বামীকে খুন করা হয়েছে। আর এই বৈজ্ঞানিকের চরিত্রেই অভিনয় করতে দেখা যাবে পরিচালক দেবালয় ভট্টাচার্যকে।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

উল্লেখ্য, দেবালয় ভট্টাচার্য পরিচালিত 'ইন্দুবালা ভাতের হোটেল' এই সময়ের বহুচর্চিত এবং জনপ্রিয় ওয়েব সিরিজ। এটি ছাড়াও আরও বহু ওয়েব সিরিজ ও সিনেমা তিনি দর্শকদের উপহার দিয়েছেন। যা তাঁকে নিয়ে গিয়েছে জনপ্রিয়তার শীর্ষে। পর্দার পিছন থেকে বেরিয়ে পরিচালক দেবালয় এবার ক্যামেরার সামনে অভিনেতার ভূমিকায় ৷ যদিও দেবালয়কে 2014তে 'অভিশপ্ত নাইটি' ছবিতে পাওলি দাম, পরমব্রত চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেনগুপ্ত-র সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন ৷ এবার তিনি জুটি বাঁধতে চলেছেন শ্রাবন্তীর সঙ্গে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

শ্রাবন্তী এবং দেবালয়ের জুটি নিয়ে আশাবাদী পরিচালক রাজর্ষি দে। দেবালয়-শ্রাবন্তীর পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আরও অনেকে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের লুক এসেছে সামনে। এই মুহূর্তে গোটা টিম রয়েছে বেনারসে। শুরু হয়েছে শুটিং। অলক্ষ্মীর চরিত্রে অভিনয় করছেন সৌরসেনী মৈত্র। শ্রাবন্তী রয়েছেন দ্বৈত ভূমিকায়। শিবানী এবং ভবানীর চরিত্রে। দেবালয় রয়েছেন বৈজ্ঞানিকের চরিত্রে। স্নেহা চট্টোপাধ্যায় রয়েছেন কাজলের চরিত্রে। ছবির অ্যান্টাগনিস্ট ভবানীর ছায়াসঙ্গী এই কাজল। শাসক দলের অন্যতম জনপ্রতিনিধি অনন্যা বন্দ্যোপাধ্যায় এবার ডেবিউ করছেন এই ছবির হাত ধরে।

আরও পড়ুন: বড় ঘোষণা অরিন্দম শীলের, এই পুজোতে আবার আসছে মিতিন মাসি

এক সময়ের মিস ক্যালকাটা এবার বড় পর্দায়। তাঁকে দেখা যাবে আভা সেনের চরিত্রে। অভিনেত্রী রিচা শর্মাকেও এই ছবিতে দেখা যাবে ডবল রোলে। ঋতব্রত মুখোপাধ্যায়কে দেখা যাবে সুনীল নামের একটি চরিত্রে। ঐন্দ্রিলা বসু এখানে একজন বিধবা মহিলার চরিত্রে অভিনয় করছেন। তাঁর চরিত্রের নাম পুতুল। দেবলীনা কুমারকে দেখা যাবে বিধবা সুমতীর চরিত্রে। একজন রহস্যময়ী নারীর চরিত্রে দেখা যাবে মল্লিকা বন্দ্যোপাধ্যায়কে। ঈশান মজুমদারকে দেখা যাবে একজন সাংবাদিকের চরিত্রে। দেবশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে বুলির মায়ের চরিত্রে। অরুণাভ দে'কে দেখা যাবে কমলের চরিত্রে। পরিচালক জানিয়েছেন, অরিন্দম শীলের চরিত্রে রয়েছে টুইস্ট ৷

Last Updated : Mar 24, 2023, 6:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.