ETV Bharat / entertainment

Ridhima- Gaurav Become Parents: পুত্র সন্তানের নাম প্রকাশ্যে আনলেন গৌরব ও ঋধিমা, শুভেচ্ছা নুসরত-স্বস্তিকার - পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী ঋধিমা

বাবা হলেন অভিনেতা গৌরব চক্রবর্তী ৷ পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী ঋধিমা ঘোষ ৷ খুশির হাওয়া চক্রবর্তী পরিবারে ৷ রবিবার সকালে সামাজিক মাধ্যমে অনুরাগীদের সঙ্গে অফিসিয়ালি খুশির খবর শেয়ার করলেন তারকা পুত্র ৷ শুধু তাই নয়, ছেলের নামও আনলেন প্রকাশ্যে ৷

Etv Bharat
ছেলের নাম প্রকাশ্যে আনলেন গৌরব-ঋধিমা
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2023, 3:31 PM IST

Updated : Sep 17, 2023, 8:03 PM IST

হায়দরাবাদ, 16 সেপ্টেম্বর: শনিবার চক্রবর্তী পরিবারে এল নতুন অতিথি ৷ রবিবার সদ্য বাবা-মা হওয়া গৌরব ও ঋধিমা প্রকাশ্যে আনলেন ছেলের নাম ৷ শনিবার ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ঋধিমা। শুক্রবারই ঋধিমার সঙ্গে একটি আবেগঘন ছবি শেয়ার করে গৌরব লেখেন, "আমরা শিশু সন্তানের মুখ দেখার জন্য উদগ্রীব" সঙ্গে দেখা করার জন্য!" ৷ তারপরেই শনিবারই এল খুশির খবর ৷ রবিবার অফিসিয়ালি সামাজিক মাধ্যমে অনুরাগীদের সঙ্গে এই খবর শেয়ার করেন সদ্য বাবা হওয়া গৌরব ৷ শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী নুসরত জাহান-সহ অনেকেই ৷

রবিবার সকালে গৌরব একটি সুন্দর কবিতা শেয়ারা করেন ৷ লেখেন, "আমাদের পরিবারে নতুন অ্যাঞ্জেল এসেছে ৷ আমরা খুবই খুশি ৷ ছেলের নাম ধীর ৷" সামাজিক মাধ্যমে এই পোস্ট আসার পরেই, সকলেই শুভেচ্ছা জানিয়েছেন সদ্য বাবা-মা হওয়া গৌরব-ঋধিমাকে ৷ অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী নুসরত জাহান ও স্বস্তিকা দত্ত, সন্দীপ্তা সেন, গৌরত চক্রবর্তী, সোমরাজ, নমিত দাস ৷

কয়েকদিন ধরেই সোশাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করেছেন গৌরব ও ঋধিমা ৷ এই কয়েকটা মাস পরিবারের সঙ্গে নিজস্ব মুহূর্ত কাটিয়েছেন তাঁরা ৷ নতুন বাবা-মা হিসাবে ঋধিমা-গৌরব যে প্রস্তুতি নিচ্ছিলেন, তাও ধরা পড়েছে সামাজিক মাধ্যমে ৷ সুন্দর এই সময়টাকে লেন্সবন্দি করেছেন দুই তারকা ৷ সামাজিক মাধ্যমে সেই ছবি শেয়ার করতেই শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও ৷ দীর্ঘ সময়ের সেই প্রতীক্ষার অবসান ৷ নতুন এক জার্নি শুরু করলেন গৌরব ও ঋধিমা ৷ অন্যদিকে, ঘরে খুশি ঠাকুরদা সব্যসাচী চক্রবর্তী ও মিঠু চক্রবর্তী ৷ নাতনি পর ঘরে এল নাতি ৷ অর্জুন চক্রবর্তী ও সৃজা সেনের এক মেয়ে অবন্তিতা চক্রবর্তী ৷ এবার গৌরব ও ঋধিমার কোলে পুত্রসন্তান ৷

সেপ্টেম্বরের শুরুতেই সাধের অনুষ্ঠান হয়েছিল ঋধিমার ৷ সেই ছবিও ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ ছবিতে দেখা গিয়েছিল গোলাপি রঙের শাড়ি ও সোনালি রঙের ব্লাউজের সঙ্গে মিষ্টি সাজে বিশেষ দিনটাকে উদযাপন করেন অভিনেত্রী ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা ও ঘনিষ্ঠ বন্ধুরা ৷ কপালে হাত দিয়ে সন্তানসম্ভবা ঋধিমাকে আশীর্বাদ করতেও দেখা গিয়েছে শ্বশুর সব্যসাচী চক্রবর্তীকে ৷

আরও পড়ুন: 'বাবার সঙ্গে দেখা হলে বোলো ভালো আছি', অভিনেতা সমীর মুখোপাধ্যয়ের প্রয়াণে শোকবার্তা শ্রীলেখার

এর আগে গৌরব জানিয়েছিলেন, নতুন এই জার্নি নিয়ে তিনি বেশ উত্তেজিত ৷ সন্তান আসার পর কী করবেন আর কী করবেন না, তা নিয়ে ভাবনা চিন্তা করে রেখেছেন ৷ যাই হোক, আপাতত নবজাতককে নিয়ে আনন্দ উচ্ছ্বাসে ভাসছেন সদ্য হওয়া বাবা গৌরব ও মা ঋধিমা ৷ এই কয়েকদিন তিনি শুটিং থেকে অবসর নিয়ে পিতৃত্ব উপভোগ করবেন না ফিরবেন, সেই নিয়ে মুখ খোলেননি গৌরব ৷

হায়দরাবাদ, 16 সেপ্টেম্বর: শনিবার চক্রবর্তী পরিবারে এল নতুন অতিথি ৷ রবিবার সদ্য বাবা-মা হওয়া গৌরব ও ঋধিমা প্রকাশ্যে আনলেন ছেলের নাম ৷ শনিবার ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ঋধিমা। শুক্রবারই ঋধিমার সঙ্গে একটি আবেগঘন ছবি শেয়ার করে গৌরব লেখেন, "আমরা শিশু সন্তানের মুখ দেখার জন্য উদগ্রীব" সঙ্গে দেখা করার জন্য!" ৷ তারপরেই শনিবারই এল খুশির খবর ৷ রবিবার অফিসিয়ালি সামাজিক মাধ্যমে অনুরাগীদের সঙ্গে এই খবর শেয়ার করেন সদ্য বাবা হওয়া গৌরব ৷ শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী নুসরত জাহান-সহ অনেকেই ৷

রবিবার সকালে গৌরব একটি সুন্দর কবিতা শেয়ারা করেন ৷ লেখেন, "আমাদের পরিবারে নতুন অ্যাঞ্জেল এসেছে ৷ আমরা খুবই খুশি ৷ ছেলের নাম ধীর ৷" সামাজিক মাধ্যমে এই পোস্ট আসার পরেই, সকলেই শুভেচ্ছা জানিয়েছেন সদ্য বাবা-মা হওয়া গৌরব-ঋধিমাকে ৷ অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী নুসরত জাহান ও স্বস্তিকা দত্ত, সন্দীপ্তা সেন, গৌরত চক্রবর্তী, সোমরাজ, নমিত দাস ৷

কয়েকদিন ধরেই সোশাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করেছেন গৌরব ও ঋধিমা ৷ এই কয়েকটা মাস পরিবারের সঙ্গে নিজস্ব মুহূর্ত কাটিয়েছেন তাঁরা ৷ নতুন বাবা-মা হিসাবে ঋধিমা-গৌরব যে প্রস্তুতি নিচ্ছিলেন, তাও ধরা পড়েছে সামাজিক মাধ্যমে ৷ সুন্দর এই সময়টাকে লেন্সবন্দি করেছেন দুই তারকা ৷ সামাজিক মাধ্যমে সেই ছবি শেয়ার করতেই শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও ৷ দীর্ঘ সময়ের সেই প্রতীক্ষার অবসান ৷ নতুন এক জার্নি শুরু করলেন গৌরব ও ঋধিমা ৷ অন্যদিকে, ঘরে খুশি ঠাকুরদা সব্যসাচী চক্রবর্তী ও মিঠু চক্রবর্তী ৷ নাতনি পর ঘরে এল নাতি ৷ অর্জুন চক্রবর্তী ও সৃজা সেনের এক মেয়ে অবন্তিতা চক্রবর্তী ৷ এবার গৌরব ও ঋধিমার কোলে পুত্রসন্তান ৷

সেপ্টেম্বরের শুরুতেই সাধের অনুষ্ঠান হয়েছিল ঋধিমার ৷ সেই ছবিও ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ ছবিতে দেখা গিয়েছিল গোলাপি রঙের শাড়ি ও সোনালি রঙের ব্লাউজের সঙ্গে মিষ্টি সাজে বিশেষ দিনটাকে উদযাপন করেন অভিনেত্রী ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা ও ঘনিষ্ঠ বন্ধুরা ৷ কপালে হাত দিয়ে সন্তানসম্ভবা ঋধিমাকে আশীর্বাদ করতেও দেখা গিয়েছে শ্বশুর সব্যসাচী চক্রবর্তীকে ৷

আরও পড়ুন: 'বাবার সঙ্গে দেখা হলে বোলো ভালো আছি', অভিনেতা সমীর মুখোপাধ্যয়ের প্রয়াণে শোকবার্তা শ্রীলেখার

এর আগে গৌরব জানিয়েছিলেন, নতুন এই জার্নি নিয়ে তিনি বেশ উত্তেজিত ৷ সন্তান আসার পর কী করবেন আর কী করবেন না, তা নিয়ে ভাবনা চিন্তা করে রেখেছেন ৷ যাই হোক, আপাতত নবজাতককে নিয়ে আনন্দ উচ্ছ্বাসে ভাসছেন সদ্য হওয়া বাবা গৌরব ও মা ঋধিমা ৷ এই কয়েকদিন তিনি শুটিং থেকে অবসর নিয়ে পিতৃত্ব উপভোগ করবেন না ফিরবেন, সেই নিয়ে মুখ খোলেননি গৌরব ৷

Last Updated : Sep 17, 2023, 8:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.