ETV Bharat / entertainment

Hiya Dey: সফল অস্ত্রোপচার, শনিবারই হাসপাতাল থেকে ছুটি পাচ্ছেন 'পটলকুমার' হিয়া - অভিনেত্রী হিয়া দে

ইউটেরাসে টিউমার ও সিস্ট নিয়ে হাসপাতালে ভরতি হয়েছিল 'পটলকুমার গানওয়ালা' খ্যাত অভিনেত্রী হিয়া দে ৷ অষ্টমশ্রেণীর ছাত্রীর বৃহস্পতিবার অস্ত্রোপচার সফল হয়েছে ৷ শনিবার দেওয়া হচ্ছে ছুটি ৷

Etv Bharat
হাসপাতাল থেকে ছুটি পাচ্ছেন 'পটলকুমার' হিয়া
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2023, 4:16 PM IST

Updated : Sep 2, 2023, 5:54 PM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর: বৃহস্পতিবার সফল অস্ত্রোপচার হয়েছে 'পটলকুমার গানওয়ালা' খ্যাত অভিনেত্রী হিয়া দে'র ৷ শরীর থেকে বাদ দেওয়া হয়েছে 15 সেন্টিমিটারের একটি টিউমার এবং 4.6 সেন্টিমিটারের সিস্ট। বর্তমানে সুস্থ আছে অষ্টম শ্রেণীর পড়ুয়া হিয়া ৷ শনিবারই ছুটি পাচ্ছে হাসপাতাল থেকে ৷

হিয়া দে এখন কেমন আছে তা জানতে মা শ্রাবণী দে'র সঙ্গে যোগাযোগ করে ইটিভি ভারত। তিনি বলেন, 'এখন অনেকটাই ভালো আছে। ওর সিস্ট হয়েছিল। এ ছাড়াও ইউটেরাসের পিছনে 15 সেন্টিমিটারের একটা বড় টিউমার হয় ৷ প্রথমে কিছুই বুঝতে পারিনি আমরা। কোনও উপসর্গই তো ছিল না। ডাক্তারের কাছ যাই। উনিই বলেন তাড়াতাড়ি অপারেশন করতে হবে। পরশু মানে বৃহস্পতিবার ওটি হয়েছে। এখন অনেকটা ভালো। মাইক্রোসার্জারি হয়নি। ওপেন সার্জারি হয়েছে। কিন্তু মেয়ে হাসপাতালে থাকতে চাইছে না। তাই শনিবারই বাড়ি নিয়ে যাব।"

এদিন হিয়ার মা আরও বলেন, "মেয়েটা আমার খুব সাহসী। অসম্ভব সহ্যশক্তি ওর। কোনও কিছুতেই কিছু বলে না। ব্যথা লাগলেও বলে না। জ্বর এলেও বলে অনেক পরে। তখন হয়ত মারাত্মক জ্বর। এই টিউমারের ক্ষেত্রে তো কোনও উপসর্গ ছিল না। তাই বুঝতেও পারেনি। পেটটা ফুলে যাচ্ছিল। পাত্তাও দেয়নি। আমরা ভেবেছিলাম অনেক্ষণ স্কুলে হয়ত টয়লেট চেপে রাখার কারণে এইরকম হচ্ছে। কিন্তু না। এর জন্য এত বড় পেট হতে পারে না । তবে ভালোয়-ভালোয় সবটা মিটেছে। এখন অনেকটা সুস্থ আমার মেয়ে। হাসপাতালে থাকতে চাইছে না। তাই বাড়ি নিয়ে যাচ্ছি। ওকে ডাক্তারের নির্দেশমতো চলতে হবে।"

এই মুহূর্তে কোনও ধারাবাহিকে অভিনয় করছে না হিয়া। কারণ ভালো চরিত্র না-পেলে সে অভিনয় করবে না। অনেক পার্শ্বচরিত্রের জন্য ফোন আসছে। কিন্তু 'না' বলে দিচ্ছে হিয়া। বরং অন্য কিছু করবে। লেখাপড়া নিয়ে এগোবে। কিন্তু ভালো চরিত্র না-পেলে অভিনয় নয়। জানিয়েছেন হিয়ার মা শ্রাবণী দে।

আরও পড়ুন: প্রকাশ্যে কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'পালান'-এর টিজার

'পটলকুমার গানওয়ালা' ধারাবাহিক দিয়ে ছোটপর্দায় যাত্রা শুরু করেছিল হিয়া ৷ তারপর তাকে দেখা গিয়েছে 'ফেলনা' ধারাবাহিকেও ৷ শরীরে কোনও লক্ষণ দেখা না-গেলেও অস্বাভাবিক পেট ফুলে যাওয়ার উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে হিয়াকে নিয়ে যান তার মা শ্রাবণী ৷ তারপরেই পুরো বিষয়টা পরিষ্কার হয় ৷

কলকাতা, 2 সেপ্টেম্বর: বৃহস্পতিবার সফল অস্ত্রোপচার হয়েছে 'পটলকুমার গানওয়ালা' খ্যাত অভিনেত্রী হিয়া দে'র ৷ শরীর থেকে বাদ দেওয়া হয়েছে 15 সেন্টিমিটারের একটি টিউমার এবং 4.6 সেন্টিমিটারের সিস্ট। বর্তমানে সুস্থ আছে অষ্টম শ্রেণীর পড়ুয়া হিয়া ৷ শনিবারই ছুটি পাচ্ছে হাসপাতাল থেকে ৷

হিয়া দে এখন কেমন আছে তা জানতে মা শ্রাবণী দে'র সঙ্গে যোগাযোগ করে ইটিভি ভারত। তিনি বলেন, 'এখন অনেকটাই ভালো আছে। ওর সিস্ট হয়েছিল। এ ছাড়াও ইউটেরাসের পিছনে 15 সেন্টিমিটারের একটা বড় টিউমার হয় ৷ প্রথমে কিছুই বুঝতে পারিনি আমরা। কোনও উপসর্গই তো ছিল না। ডাক্তারের কাছ যাই। উনিই বলেন তাড়াতাড়ি অপারেশন করতে হবে। পরশু মানে বৃহস্পতিবার ওটি হয়েছে। এখন অনেকটা ভালো। মাইক্রোসার্জারি হয়নি। ওপেন সার্জারি হয়েছে। কিন্তু মেয়ে হাসপাতালে থাকতে চাইছে না। তাই শনিবারই বাড়ি নিয়ে যাব।"

এদিন হিয়ার মা আরও বলেন, "মেয়েটা আমার খুব সাহসী। অসম্ভব সহ্যশক্তি ওর। কোনও কিছুতেই কিছু বলে না। ব্যথা লাগলেও বলে না। জ্বর এলেও বলে অনেক পরে। তখন হয়ত মারাত্মক জ্বর। এই টিউমারের ক্ষেত্রে তো কোনও উপসর্গ ছিল না। তাই বুঝতেও পারেনি। পেটটা ফুলে যাচ্ছিল। পাত্তাও দেয়নি। আমরা ভেবেছিলাম অনেক্ষণ স্কুলে হয়ত টয়লেট চেপে রাখার কারণে এইরকম হচ্ছে। কিন্তু না। এর জন্য এত বড় পেট হতে পারে না । তবে ভালোয়-ভালোয় সবটা মিটেছে। এখন অনেকটা সুস্থ আমার মেয়ে। হাসপাতালে থাকতে চাইছে না। তাই বাড়ি নিয়ে যাচ্ছি। ওকে ডাক্তারের নির্দেশমতো চলতে হবে।"

এই মুহূর্তে কোনও ধারাবাহিকে অভিনয় করছে না হিয়া। কারণ ভালো চরিত্র না-পেলে সে অভিনয় করবে না। অনেক পার্শ্বচরিত্রের জন্য ফোন আসছে। কিন্তু 'না' বলে দিচ্ছে হিয়া। বরং অন্য কিছু করবে। লেখাপড়া নিয়ে এগোবে। কিন্তু ভালো চরিত্র না-পেলে অভিনয় নয়। জানিয়েছেন হিয়ার মা শ্রাবণী দে।

আরও পড়ুন: প্রকাশ্যে কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'পালান'-এর টিজার

'পটলকুমার গানওয়ালা' ধারাবাহিক দিয়ে ছোটপর্দায় যাত্রা শুরু করেছিল হিয়া ৷ তারপর তাকে দেখা গিয়েছে 'ফেলনা' ধারাবাহিকেও ৷ শরীরে কোনও লক্ষণ দেখা না-গেলেও অস্বাভাবিক পেট ফুলে যাওয়ার উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে হিয়াকে নিয়ে যান তার মা শ্রাবণী ৷ তারপরেই পুরো বিষয়টা পরিষ্কার হয় ৷

Last Updated : Sep 2, 2023, 5:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.