চেন্নাই, 11 অগস্ট: প্রাক্তন রাজ্যসভা সাংসদ তথা অভিনেত্রী জয়াপ্রদাকে ছ'মাসের কারাবাসের সাজা দিল চেন্নাইয়ের ইগমোর আদালত ৷ আটের দশকের এই ডাকসাইটে সুন্দরী এক সময় অভিনয় করেছেন হিন্দি, তামিল, তেলেগু থেকে শুরু করে বাংলা ভাষার ছবিতেও ৷ এবার সেই অভিনেত্রী এবং তাঁর দুই সহকর্মীকে কারাবাসের সাজা দিল আদালত ৷ বেশ কিছু দিন আগে জয়াপ্রদার থিয়েটার গ্রুপের কর্মীদের ইএসআই পেমেন্ট রাজ্য় বিমা কর্পোরেশনে জমা না দেওয়ার অপরাধে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয় ৷ এবার সেই মামলারই রায় দান করল ইগমোর কোর্ট ৷
রাম কুমার এবং রাজ বাবু নামে দুই ব্যক্তির সঙ্গে আন্না সালাইয়ে একটি থিয়েটার গ্রুপ চালাতেন অভিনেত্রী ৷ বর্তমানে অবশ্য সেই থিয়েটার আর নেই ৷ প্রায় 10 বছর আগেই বন্ধ হয়ে গিয়েছে সমস্ত কর্মকাণ্ড ৷ এই থিয়েটারের কর্মীদের কাছ থেকে ইএসআই বাবদ টাকা নেওয়া হয়েছিল ঠিকই কিন্তু তা রাজ্য বিমা কর্পোরেশনে জমা পড়েনি ৷
এই অভিযোগ সামনে আসতেই জয়াপ্রদা ও তাঁর দুই সহকর্মীর বিরুদ্ধে চেন্নাইয়ের ইগমোর আদালতে মামলা দায়ের এমপ্লয়িস স্টেট ইনসিওরেন্স কর্পোরেশন ৷ এই মামলার বিরুদ্ধে তিনবার মাদ্রাজ হাইকোর্টে পিটিশনও দায়ের করেছিলেন অভিনেত্রী কিন্তু তিনবারই তা বাতিল করে দেওয়া হয় ৷ এগমোর আদালতে মামলার শুনানি শুরু হওয়ার ঠিক আগেই জয়াপ্রদা জানান, তিনি কর্মীদের কাছে যে টাকা সংগ্রহ করেছেন তা তিনি জমা করে দেবেন ৷ কিন্তু ইএসআইসির আইনজীবী তা মানতে চাননি ৷ অবশেষে দুই পক্ষের শুনানির পর এই মামলার রায় দিল আদালত ৷ জয়াপ্রদা এবং অন্য দুই ব্যক্তিকে ছ মাসের হাজতবাস এবং 5000 টাকা জরিমানা করা হয়েছে ৷
আরও পড়ুন: লিঙ্গ বৈষম্যের শিকার বলেই মেয়েদের দ্বিগুণ খাটতে হয়, দাবি স্বস্তিকার
আটের দশকের এই অভিনেত্রী কাজ করেছেন প্রায় 300-রও বেশি ছবিতে ৷ কমল হাসান, রাজেশ খান্না, রজনীকান্ত, শত্রুঘ্ন সিনহার মতো অভিনেতার সঙ্গে স্ক্রিনশেয়ার করেছেন তিনি ৷ এরপর রাজনীতিতে পা রাখেন তিনি ৷ রাজ্যসভার সাংসদ হিসাবেও দায়িত্ব পালন করেছেন তিনি ৷