ETV Bharat / entertainment

Shraddha Kapoor brother arrested: মাদক সেবনের অভিযোগে গ্রেফতার শ্রদ্ধা কাপুরের ভাই - শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুর

মাদক সেবনের অভিযোগে (anti drugs case) বেঙ্গালুরুর পার্টি থেকে গ্রেফতার করা হল অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুরকে (Shraddha Kapoor brother arrested)৷

Actor Shraddha Kapoor's brother Siddhant arrested from Bengaluru party in anti-drugs case
মাদক সেবনের অভিযোগে গ্রেফতার শ্রদ্ধা কাপুরের ভাই
author img

By

Published : Jun 13, 2022, 10:03 AM IST

বেঙ্গালুরু, 13 জুন: মাদক মামলায় এ বার পুলিশের জালে বলিউডের অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুর (Shraddha Kapoor brother arrested)৷ তাঁকে বেঙ্গালুরুর একটি পার্টি থেকে গ্রেফতার করা হয়েছে ৷ রবিবার রাতে ওই পার্টিতে বেআইনি মাদক সেবনের অভিযোগে তাঁকে আটক করেছে বেঙ্গালুরু পুলিশ (anti drugs case)৷

গোপন সূত্রে খবর পেয়ে, রবিবার রাতে এমজি রোডের একটি হোটেলে হানা দেয় পুলিশ ৷ সেখানেই সেই পার্টি চলছিল ৷ সেখান থেকে উদ্ধার হওয়া মাদকের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় ৷ হোটেলের 35 জন অতিথির মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে ৷ তাঁদের মধ্যে যে 6 জনের মাদক সেবনের প্রমাণ মিলেছে তাঁদের মধ্যে রয়েছেন সিদ্ধান্ত ৷

আরও পড়ুন: Drugs on Cruise Case : গ্রেফতারি থেকে শাহরুখ-পুত্রের ক্লিনচিট, প্রমোদতরীতে মাদক-মামলার ঘটনা পরম্পরা একনজরে

বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, "গতকাল রাতে বেঙ্গালুরুর হোটেলে রেভ পার্টি থেকে আটক করা হয়েছে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুরকে ৷ যে 6 জন মাদক সেবন করেছিলেন, তিনি তাঁদের মধ্যে একজন ৷" জানা গিয়েছে, সেই পার্টিতে ডিজে হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্তকে ৷ ধৃতদের আজ আদালতে পেশ করা হবে ৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ৷

বেঙ্গালুরু, 13 জুন: মাদক মামলায় এ বার পুলিশের জালে বলিউডের অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুর (Shraddha Kapoor brother arrested)৷ তাঁকে বেঙ্গালুরুর একটি পার্টি থেকে গ্রেফতার করা হয়েছে ৷ রবিবার রাতে ওই পার্টিতে বেআইনি মাদক সেবনের অভিযোগে তাঁকে আটক করেছে বেঙ্গালুরু পুলিশ (anti drugs case)৷

গোপন সূত্রে খবর পেয়ে, রবিবার রাতে এমজি রোডের একটি হোটেলে হানা দেয় পুলিশ ৷ সেখানেই সেই পার্টি চলছিল ৷ সেখান থেকে উদ্ধার হওয়া মাদকের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় ৷ হোটেলের 35 জন অতিথির মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে ৷ তাঁদের মধ্যে যে 6 জনের মাদক সেবনের প্রমাণ মিলেছে তাঁদের মধ্যে রয়েছেন সিদ্ধান্ত ৷

আরও পড়ুন: Drugs on Cruise Case : গ্রেফতারি থেকে শাহরুখ-পুত্রের ক্লিনচিট, প্রমোদতরীতে মাদক-মামলার ঘটনা পরম্পরা একনজরে

বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, "গতকাল রাতে বেঙ্গালুরুর হোটেলে রেভ পার্টি থেকে আটক করা হয়েছে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুরকে ৷ যে 6 জন মাদক সেবন করেছিলেন, তিনি তাঁদের মধ্যে একজন ৷" জানা গিয়েছে, সেই পার্টিতে ডিজে হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্তকে ৷ ধৃতদের আজ আদালতে পেশ করা হবে ৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.