মুম্বই, 10 মার্চ: সতীশ কৌশিকের শেষকৃত্য সম্পন্ন হল । মুম্বইয়ের ভার্সোভা শ্মাশানে বৃহস্পতিবার রাতে ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়ের উপস্থিতিতে শেষকৃত্য হয় (Satish Kaushik cremated ) ৷ চোখের জলে অভিনেতাকে বিদায় জানালেন সকলে ৷ উপস্থিত ছিলেন প্রবীন অভিনেতা অনুপম খের থেকে শুরু করে পরিচালক অশোক পণ্ডিত-সহ অনেকো ৷
এর আগে বৃহস্পতিবার ভোরে গুরুগ্রাম হাসপাতালে যাওয়ার পথে কৌশিকের মৃত্যু হয়। অভিনেতা অনুপম খের এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন বৃহস্পতিবার কৌশিক হোলি উদযাপন করতে দিল্লিতে এক বন্ধুর বাড়িতে ছিলেন ৷ সেখানে তিনি হঠাৎ অস্বস্তি বোধ করতে শুরু করেছিলেন । সতীশ কৌশিক তাঁর গাড়ির চালককে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন ৷ তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বেলা 1টার দিকে তার হার্টঅ্যাটাক হয় ৷ গতকাল অভিনেতা অনুপম খের এমনটাই জানিয়েছিলেন সামাজিক মাধ্যমে ৷ দিল্লির দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে ময়নাতদন্তের পরে, অভিনেতার দেহ মুম্বইতে নিয়ে যাওয়া হয় ৷ সন্ধ্যা 6.30 টার দিকে মুম্বাইয়ের ভারসোভা লোকালয়ে তার বাসভবনে নিয়ে যাওয়া হয়।
'মিস্টার ইন্ডিয়া' ও 'ক্যালেন্ডার' খ্য়াত অভিনেতার শেষ যাত্রায় সামিল হয়েছিলেন বলিউডের একাধিক তারকা (Satish Kaushik cremation) ৷ উপস্থিত ছিলেন, পরিচালক ডেভিড ধাওয়ান, সুভাষ ঘাই, গীতিকার ও কবি জাভেদ আখতার , অভিনেতা অনুপম খের, সলমন খান, অর্জুন কাপুর, রণবীর কাপুর, অভিষেক বচ্চন, তব্বু এবং শিল্পা শেঠী । সকলেই প্রয়াত অভিনেতার বাড়িতে শেষ শ্রদ্ধা জানাতে যান ৷ এছাড়াও উপস্থিত ছিলেন , অভিনেতা ও পরিচালক ফারহান আখতার ও তাঁর স্ত্রী শিবানী দান্ডেকর, রাকেশ রোশন, রাজ বব্বর এবং তাঁর স্ত্রী নাদীরা, বনি কাপুর, সঞ্জয় কাপুর, নওয়াজুদ্দিন সিদ্দিকী, জনি লিভার, ভিক্রান্ত মেসি, সিয়ামি খের, তনভি আজমি, ঈশান খাট্টের, ইন্দ্র কুমার, অ্য়াকশন ডিরেক্টর শ্যাম কুশল, গায়িকা ইলা অরুণ ও অনু মালিকও ৷
আরও পড়ুন: ক্যালেন্ডারের পাতা ফুরোল ! প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক
প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক চার দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন চলচ্চিত্রে অভিনয়, পরিচালনা এবং প্রযোজনা করেছেন ৷ হিন্দি সিনেমার জগতে নিজের জন্য আলাদা জায়গা তৈরি করেছিলেন অভিনেতা। "মিস্টার ইন্ডিয়া" এবং "জানে ভি দো ইয়ারো" এর মতো ছবিতে তাঁর কমিক টাইমিং এখনও মনে রাখা হয় । পরিচালক হিসেবে 'তেরে নাম' এবং 'মুঝে কুচ্ছ কেহনা হ্যায়'-র মতো ছবি দর্শকদের উপহার দিয়েছেন।