মুম্বই, 12 অগস্ট: প্রয়াত মার্কিন অভিনেতা বার্ট রেনল্ডসকে স্মরণ করে চেয়েছিলেন ছক ভাঙতে ৷ কিন্তু তার অভিঘাত যে এমনটা হবে, ঘুণাক্ষরেও ভাবতে পারেননি অভিনেতা রণবীর সিং ৷ এবার পেপার ম্যাগাজিনে হয়ে নগ্ন ফটোশ্যুটের জন্য দীপিকার বেটার হাফ-কে সমন পাঠাল মুম্বই পুলিশ (Actor Ranveer Singh to be summoned by Mumbai Police over nudes) ৷ রণবীরের নগ্ন ফটোশ্যুট মহিলাদের ভাবাবেগে ভীষণভাবে আঘাত করেছে ৷ এই মর্মে পর্দার বাজিরাও-কে ডেকে পাঠালো মুম্বই পুলিশ ৷ আগামী 22 অগস্ট মুম্বই পুলিশের সামনে হাজিরা হতে বলা হয়েছে রণবীরকে ৷
সূত্রের খবর, এদিন হাজিরার নোটিশ ধরাতেই রণবীরের মুম্বইয়ের বাসভবনে যান চেম্বুর পুলিশের আধিকারিকেরা ৷ কিন্তু ঘটনাচক্রে অভিনেতা শহরের বাইরে থাকায় ফিরে আসতে হয় পুলিশ আধিকারিকদের ৷ তবে জানা গিয়েছে, শহরে ফিরলেই তাঁর কাছে 22 অগস্ট সমনের বিজ্ঞপ্তি পৌঁছে যাবে রণবীরের কাছে ৷
পেপার ম্যাগাজিনে রণবীরের নগ্ন ফটোশ্যুটের কারণে গত মাসে তোলপাড় হয়েছিল দেশে ৷ দেশের বিভিন্ন শহরের পাশাপাশি মুম্বইয়ের ভিন্ন জায়গায় ভারতীয় সংবিধানের 292, 293, 509 নং ধারায় রণবীরের নামে অভিযোগ দায়ের করা হয় ৷ পাশাপাশি শহরের একটি এনজিও-র তরফে এক আইনজীবী বলি অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করার অনুমতি চেয়ে অভিযোগ করেন ৷ তাঁর অভিযোগ ছিল, এই ফটোশ্যুটের মাধ্যমে নারীজাতির সম্মানে আঘাত হেনেছেন অভিনেতা ৷ রণবীরের বিরুদ্ধে সমন বিজ্ঞপ্তি এই সমস্তকিছুরই পরিণাম ৷
আরও পড়ুন: ফের ছক ভাঙলেন 'সাহসী' রণবীর, নগ্ন হয়ে ধরা দিলেন জনপ্রিয় ম্যাগাজিন প্রচ্ছদে
গত মাসে সংশ্লিষ্ট আইনজীবী মারফৎ অভিযোগ দায়েরের কথা সংবাদসংস্থা পিটিআই'য়ের কাছে স্বীকার করে নেন মুম্বই পুলিশের এক অফিসার ৷ যদিও নগ্ন ফটোশ্যুট প্রসঙ্গে সংশ্লিষ্ট ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন, "শারীরিকভাবে নগ্ন হওয়া আমার কাছে কোনও কঠিন বিষয় নয় । তবে আমার বেশ কিছু পারফরম্যান্সও রয়েছে যেখানে আমি নগ্ন হয়েছি । তোমরা চাইলেই আমার আত্মাকে দেখতে পারবে সেখানে । সেগুলোর তুলনায় এই নগ্নতা নগণ্য । আমি হাজার হাজার মানুষের সামনে নগ্ন হতে পারি । কিচ্ছু যায় আসে না । কিন্তু যাদের সামনে হব তারা হয়তো অপ্রস্তুত অবস্থায় পড়বে ।"