হায়দরাবাদ, 8 মার্চ: চলতি বছরে মুক্তি পেতে চলেছে রণবীর কাপুর অভিনীত অ্যানিম্যাল ৷ সেখানে বলিউড হাঙ্ক ছাড়াও অভিনয় করেছেন অনিল কাপুর, ববি দেওল এবং রশ্মিকা মান্দানা। 'কবীর সিং' খ্যাত সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত আসন্ন অ্যানিম্যাল ছবি নিয়ে এবার নিজের একান্ত মতামত জানালেন লিডিং রোল রণবীর ৷ তাঁর কথায়, অ্যানিম্যাল ছবির কারণেই তিনি বুঝতে পেরেছেন একজন অভিনেতা হিসাবে তিনি এখনও 'কতটা অপর্যাপ্ত' ৷ তাই তাঁকে করতে হয়েছে কঠোর পরিশ্রম (Ranbir Kapoor Says on His Upcoming Movie Animal) ৷
তিনি এই ছবি নিয়ে রণবীর আরও বলেন, "একজন বাবা-ছেলের গল্প নিয়ে ছবিটির কাহিনি গড়ে উঠেছে ৷ সেইসঙ্গে রয়েছে ক্রাইম ও ড্রামা দুইই। ছবিতে আমার চরিত্রের অনেক ডার্ক শেড আছে ৷ এছাড়াও দর্শক আমাকে এর আগে কখনও এমনভাবে দেখেনি ৷ তাই আমি মুখিয়ে রয়েছি, দর্শক এটাকে কেমনভাবে গ্রহণ করেন তা দেখতে ৷" উল্লেখ্য, ছবির এখনও প্রায় 30 দিনের কাজ বাকি রয়েছে ৷ ছবিটি চলতি বছরের 11 অগস্ট মুক্তি পাবে। অ্যানিম্যাল ছবিটি ভূষণ কুমারের টি-সিরিজ, মুরাদ খেতানির সিনে 1 প্রোডাকশন এবং প্রণয় রেড্ডি ভাঙ্গার ভদ্রকালী ফিল্মস দ্বারা প্রযোজনা হয়েছে।
আরও পড়ুন: কেমন হবে 'টিজেএমএম'-এর আয়, কী বলছেন বিশেষজ্ঞরা?
40 বছর বয়সি এই অভিনেতা আরও বলেছেন, আমি এর আগে কোনও প্রাণীর প্রজেক্টে কাজ করিনি ৷ তাই তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন ছবি মুক্তির জন্য ৷ অন্যদিকে অ্যানিম্যাল-এর পর আর কোনও সিনেমার চুক্তি সই করেননি রণবীর কাপুর ৷ আর তা তিনি করতেও চান না। কারণ এরপর কাজ থেকে বিরতি নিতে চান তিনি। রণবীর সেকথাও এক সাক্ষাৎকারে জানিয়েছেন ৷
তবে আজই মুক্তি পেয়েছে 'তু ঝুঠি ম্যায় মক্কার'। প্রসঙ্গত, 2007 সালে মুক্তি পেয়েছিল সঞ্জয় লীলা বানশালি পরিচালিত সাওয়ারিয়া। এই ছবিতেই অভিনেতা হিসেবে বলিউডে সফর শুরু করেন রণবীর। কখনও তিনি রকস্টার হয়ে সাফল্য পেয়েছেন, কখনও তামাশা করে ব্যর্থ হয়েছেন। তবে এখন রণবীরের সময় ভালোই যাচ্ছে। ব্রহ্মাস্ত্র: পার্ট 1 শিবা ও হিট হয়েছে। এবার দেখার রণবীরের কথামতো তাঁর চেনা ছন্দের বাইরে গিয়ে নিজেকে পরিশ্রম করে তুলে ধরা অ্যানিম্যাল ছবিতে তিনি কতটা প্রভাব বিস্তার করতে পারে ৷