ETV Bharat / entertainment

Prakash Raj Booked: চন্দ্রযান 3-কে উপহাস করে পোস্ট ! মামলা দায়ের প্রকাশ রাজের বিরুদ্ধে - প্রকাশ রাজ

Prakash Raj Booked for mocking Chandrayaan 3: চন্দ্রযান 3-কে উপহাস করে সোশাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে কর্ণাটকে মামলা দায়ের হল অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে ৷

Prakash Raj Booked
প্রকাশ রাজ
author img

By

Published : Aug 22, 2023, 1:51 PM IST

Updated : Aug 22, 2023, 2:14 PM IST

মুম্বই, 22 অগস্ট: চন্দ্রযান 3 নিয়ে একটি সোশাল মিডিয়া পোস্টের জন্য মামলা দায়ের হল অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে ৷ পুলিশ মঙ্গলবার জানিয়েছে, কর্ণাটকের বাগালকোট জেলার একটি থানায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে ৷ তিনি দেশের তৃতীয় চন্দ্র অভিযানকে উপহাস করেছেন বলে অভিযোগ উঠেছে ৷

পুলিশ জানিয়েছে, "চন্দ্রযান-3 মিশন নিয়ে অভিনেতা প্রকাশ রাজের একটি পোস্টের জন্য তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ হিন্দু সংগঠনের নেতারা বগালকোট জেলার বানাহাট্টি থানায় অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এবং তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ৷"

প্রবীণ অভিনেতা রবিবার মাইক্রোব্লগিং সাইট টুইটারে চন্দ্রযান 3 নিয়ে একটি পোস্ট করেছিলেন ৷ সেই পোস্টে শার্ট ও লুঙ্গি পরা অবস্থায় চা ঢালতে থাকা একজন ব্যক্তির ব্যাঙ্গচিত্র শেয়ার করেন অভিনেতা । ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, "প্রথম দৃশ্য এইমাত্র চন্দ্রযান থেকে এসেছে .. ৷" হ্যাশট্যাগে লেখেন বিক্রম ল্যান্ডার ৷

  • Hate sees only Hate.. i was referring to a joke of #Armstrong times .. celebrating our kerala Chaiwala .. which Chaiwala did the TROLLS see ?? .. if you dont get a joke then the joke is on you .. GROW UP #justasking https://t.co/NFHkqJy532

    — Prakash Raj (@prakashraaj) August 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই পোস্টটি করার পর থেকেই নেট নাগরিকদের রোষের মুখে পড়েন প্রকাশ রাজ ৷ অনেকেরই বক্তব্য ছিল যে, চন্দ্রযান-3 অভিযান দেশের গর্বের সঙ্গে যুক্ত । তাই এই নিয়ে উপহাস করা ঠিক হয়নি ৷ সোশাল মিডিয়ায় ক্ষোভের মুখে পড়ে প্রকাশ রাজ টুইটারে যুক্তি দেন যে, শুধুমাত্র রসিকতার উদ্দেশ্যে তিনি ওই মন্তব্য করেছিলেন ৷

আরও পড়ুন: চাঁদের মাটি ছোঁয়ার অপেক্ষায় চন্দ্রযান, অভিযানের উদ্দেশ্য ব্যাখ্যা করলেন ইসরো বিজ্ঞানী

তিনি লেখেন, "ঘৃণা শুধু ঘৃণাই দেখে...আমি আমাদের কেরল চাওয়ালা উদযাপন করার জন্য #আর্মস্ট্রং-এর সময়ের একটি কৌতুকের উল্লেখ করেছিলাম - কোন চাওয়ালা ট্রোলার দেখেছে ? যদি আপনি একটি রসিকতা নিতে না পারেন, তবে রসিকতা আপনাকে নিয়েই... গ্রো আপ...৷"

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের দেওয়া তথ্য অনুসারে, 23 অগস্ট ভারতীয় সময় প্রায় সন্ধে 6.04-এ চাঁদে অবতরণ করতে চলেছে চন্দ্রযান-3 । এর সরাসরি সম্প্রচার ইসরোর ওয়েবসাইট, এর ইউটিউব চ্যানেল, ফেসবুক এবং পাবলিক ব্রডকাস্টার ডিডি ন্যাশনাল টিভিতে 23 অগস্ট বিকেল 5.27 থেকে দেখা যাবে । মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চিনের পরে এই কৃতিত্ব অর্জনকারী ভারত হবে বিশ্বের চতুর্থ দেশ । কিন্তু ভারতই হবে পৃথিবীর একমাত্র দেশ, যাঁরা চন্দ্রের দক্ষিণ মেরুতে অবতরণ করবে ।

মুম্বই, 22 অগস্ট: চন্দ্রযান 3 নিয়ে একটি সোশাল মিডিয়া পোস্টের জন্য মামলা দায়ের হল অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে ৷ পুলিশ মঙ্গলবার জানিয়েছে, কর্ণাটকের বাগালকোট জেলার একটি থানায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে ৷ তিনি দেশের তৃতীয় চন্দ্র অভিযানকে উপহাস করেছেন বলে অভিযোগ উঠেছে ৷

পুলিশ জানিয়েছে, "চন্দ্রযান-3 মিশন নিয়ে অভিনেতা প্রকাশ রাজের একটি পোস্টের জন্য তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ হিন্দু সংগঠনের নেতারা বগালকোট জেলার বানাহাট্টি থানায় অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এবং তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ৷"

প্রবীণ অভিনেতা রবিবার মাইক্রোব্লগিং সাইট টুইটারে চন্দ্রযান 3 নিয়ে একটি পোস্ট করেছিলেন ৷ সেই পোস্টে শার্ট ও লুঙ্গি পরা অবস্থায় চা ঢালতে থাকা একজন ব্যক্তির ব্যাঙ্গচিত্র শেয়ার করেন অভিনেতা । ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, "প্রথম দৃশ্য এইমাত্র চন্দ্রযান থেকে এসেছে .. ৷" হ্যাশট্যাগে লেখেন বিক্রম ল্যান্ডার ৷

  • Hate sees only Hate.. i was referring to a joke of #Armstrong times .. celebrating our kerala Chaiwala .. which Chaiwala did the TROLLS see ?? .. if you dont get a joke then the joke is on you .. GROW UP #justasking https://t.co/NFHkqJy532

    — Prakash Raj (@prakashraaj) August 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই পোস্টটি করার পর থেকেই নেট নাগরিকদের রোষের মুখে পড়েন প্রকাশ রাজ ৷ অনেকেরই বক্তব্য ছিল যে, চন্দ্রযান-3 অভিযান দেশের গর্বের সঙ্গে যুক্ত । তাই এই নিয়ে উপহাস করা ঠিক হয়নি ৷ সোশাল মিডিয়ায় ক্ষোভের মুখে পড়ে প্রকাশ রাজ টুইটারে যুক্তি দেন যে, শুধুমাত্র রসিকতার উদ্দেশ্যে তিনি ওই মন্তব্য করেছিলেন ৷

আরও পড়ুন: চাঁদের মাটি ছোঁয়ার অপেক্ষায় চন্দ্রযান, অভিযানের উদ্দেশ্য ব্যাখ্যা করলেন ইসরো বিজ্ঞানী

তিনি লেখেন, "ঘৃণা শুধু ঘৃণাই দেখে...আমি আমাদের কেরল চাওয়ালা উদযাপন করার জন্য #আর্মস্ট্রং-এর সময়ের একটি কৌতুকের উল্লেখ করেছিলাম - কোন চাওয়ালা ট্রোলার দেখেছে ? যদি আপনি একটি রসিকতা নিতে না পারেন, তবে রসিকতা আপনাকে নিয়েই... গ্রো আপ...৷"

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের দেওয়া তথ্য অনুসারে, 23 অগস্ট ভারতীয় সময় প্রায় সন্ধে 6.04-এ চাঁদে অবতরণ করতে চলেছে চন্দ্রযান-3 । এর সরাসরি সম্প্রচার ইসরোর ওয়েবসাইট, এর ইউটিউব চ্যানেল, ফেসবুক এবং পাবলিক ব্রডকাস্টার ডিডি ন্যাশনাল টিভিতে 23 অগস্ট বিকেল 5.27 থেকে দেখা যাবে । মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চিনের পরে এই কৃতিত্ব অর্জনকারী ভারত হবে বিশ্বের চতুর্থ দেশ । কিন্তু ভারতই হবে পৃথিবীর একমাত্র দেশ, যাঁরা চন্দ্রের দক্ষিণ মেরুতে অবতরণ করবে ।

Last Updated : Aug 22, 2023, 2:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.