ETV Bharat / entertainment

Nora Appears Before Delhi Police: সুকেশ চন্দ্রশেখর মামলায় নয়াদিল্লিতে পুলিশি জেরার মুখে নোরা - নয়াদিল্লিতে পুলিশি জেরার মুখে নোরা

বলি সুন্দরী নোরা ফতেহিকে বৃহস্পতিবার হাজিরা দিতে হল পুলিশের ইকোনমিক অফেন্স উইং-এর সামনে(Bollywood actor Nora Fatehi ) ৷ একজন সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, পিঙ্কি এবং নোরা এদিন উভয়েই মন্দির মার্গে ইকোনমিক অফেন্সেস উইং-এর অফিসে হাজির হন ৷ ওই আধিকারিক আরও জনান, প্রথমে তাঁদের আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করা হবে এবং পরে তাঁদের একসঙ্গে বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হবে(extortion case linked to alleged conman Sukesh) ৷

Nora Appears Before Delhi Police
সুকেশ চন্দ্রশেখর মামলায় মন্দির মার্গে ইওডবলু অফিসে পৌঁছালেন নোরা
author img

By

Published : Sep 15, 2022, 3:51 PM IST

মুম্বই, 15 সেপ্টেম্বর: বলি সুন্দরী নোরা ফতেহিকে(Bollywood actor Nora Fatehi) বৃহস্পতিবার হাজিরা দিতে হল দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্স উইং-এর সামনে (Nora appeared before Delhi Police) ৷ সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrashekhar) মামলায় আরেক অভিনেত্রী জ্যাকলিনকে আট ঘণ্টা জেরা করার পর এবার নোরা ফতেহিকেও সমন পাঠিয়েছিল দিল্লি পুলিশ ৷ সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে 200 কোটি টাকার তোলাবাজির মামলার জেরে আগেও প্রশ্নের মুখে পড়তে হয়েছে নোরাকে (extortion case linked to alleged conman Sukesh) ৷ সুকেশ মামলায় এই নিয়ে দ্বিতীয়বার জেরার মুখে 'ডান্সিং ডিভা' ৷

পুলিশ আগেই জানিয়েছিল, এই মামলার সঙ্গে যুক্ত পিঙ্কি ইরানি বৃহস্পতিবার ইকোনমিক অফেন্সেস উইং-এর অফিসে যাবেন(Nora called for link with conman Sukesh) । এমন পরিস্থিতিতে নোরা ফাতেহিকেও তলব করা হয়েছে তাঁদের একত্রে জিজ্ঞাসাবাদ করার জন্য় ৷ একজন সিনিয়র পুলিশ আধিকারিক জানান, পিঙ্কি এবং নোরা এদিন উভয়েই মন্দির মার্গে ইকোনমিক অফেন্সেস উইং-এর অফিসে হাজির হন ৷ ওই আধিকারিক আরও জনান, প্রথমে তাঁদের আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করা হবে এবং পরে তাঁদের একসঙ্গে বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হবে ৷

প্রসঙ্গত, এর আগে 2 সেপ্টেম্বর নোরা ফতেহিকে জিজ্ঞাসাবাদ করেছিল দিল্লি পুলিশ ৷ সেবার প্রায় সাত ঘণ্টা জেরা করা হয়েছিল তাঁকে ৷ পুলিশ সেই বয়ান রেকর্ডও করেছিল ৷ তবে আধিকারিকরা জানিয়েছেন, তাঁকে আরও কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে আর সেই কারণেই এই সমন ৷

ওই আধিকারিকের দাবি, "ইরানির দেওয়া বয়ানে কিছু বৈপরীত্য রয়েছে। সুতরাং, এটা গুরুত্বপূর্ণ যে আমরা ইরানি এবং নোরা উভয়কে সামনাসামনি বসাই ৷ এছাড়াও, ইরানিই মূল ভূমিকা পালন করেছেন বলে সন্দেহ করা হচ্ছে (চন্দ্রশেখরের সঙ্গে নোরাকে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে) ৷ সুতরাং এটা গুরুত্বপূর্ণ যে আমারা জবাব না পাওয়া প্রশ্নগুলি আবার করব এবং এই বিষয়ে আরও স্পষ্টতা চাইব ৷"

আরও পড়ুন: সুকেশ চন্দ্রশেখর মামলায় ফের নোরা ফতেহিকে সমন পাঠাল দিল্লি পুলিশ

প্রসঙ্গত, এর আগে এই মামলায় জ্যাকলিনকে আট ঘণ্টা জেরা করেছিলেন আধিকারিকরা ৷ নোরা ফতেহি, জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) মতো সেলিব্রেটিরা সুকেশ চন্দ্রশেখরের থেকে মূল্যবান উপহার নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে ৷ আর সেই কারণ সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ৷

মুম্বই, 15 সেপ্টেম্বর: বলি সুন্দরী নোরা ফতেহিকে(Bollywood actor Nora Fatehi) বৃহস্পতিবার হাজিরা দিতে হল দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্স উইং-এর সামনে (Nora appeared before Delhi Police) ৷ সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrashekhar) মামলায় আরেক অভিনেত্রী জ্যাকলিনকে আট ঘণ্টা জেরা করার পর এবার নোরা ফতেহিকেও সমন পাঠিয়েছিল দিল্লি পুলিশ ৷ সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে 200 কোটি টাকার তোলাবাজির মামলার জেরে আগেও প্রশ্নের মুখে পড়তে হয়েছে নোরাকে (extortion case linked to alleged conman Sukesh) ৷ সুকেশ মামলায় এই নিয়ে দ্বিতীয়বার জেরার মুখে 'ডান্সিং ডিভা' ৷

পুলিশ আগেই জানিয়েছিল, এই মামলার সঙ্গে যুক্ত পিঙ্কি ইরানি বৃহস্পতিবার ইকোনমিক অফেন্সেস উইং-এর অফিসে যাবেন(Nora called for link with conman Sukesh) । এমন পরিস্থিতিতে নোরা ফাতেহিকেও তলব করা হয়েছে তাঁদের একত্রে জিজ্ঞাসাবাদ করার জন্য় ৷ একজন সিনিয়র পুলিশ আধিকারিক জানান, পিঙ্কি এবং নোরা এদিন উভয়েই মন্দির মার্গে ইকোনমিক অফেন্সেস উইং-এর অফিসে হাজির হন ৷ ওই আধিকারিক আরও জনান, প্রথমে তাঁদের আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করা হবে এবং পরে তাঁদের একসঙ্গে বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হবে ৷

প্রসঙ্গত, এর আগে 2 সেপ্টেম্বর নোরা ফতেহিকে জিজ্ঞাসাবাদ করেছিল দিল্লি পুলিশ ৷ সেবার প্রায় সাত ঘণ্টা জেরা করা হয়েছিল তাঁকে ৷ পুলিশ সেই বয়ান রেকর্ডও করেছিল ৷ তবে আধিকারিকরা জানিয়েছেন, তাঁকে আরও কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে আর সেই কারণেই এই সমন ৷

ওই আধিকারিকের দাবি, "ইরানির দেওয়া বয়ানে কিছু বৈপরীত্য রয়েছে। সুতরাং, এটা গুরুত্বপূর্ণ যে আমরা ইরানি এবং নোরা উভয়কে সামনাসামনি বসাই ৷ এছাড়াও, ইরানিই মূল ভূমিকা পালন করেছেন বলে সন্দেহ করা হচ্ছে (চন্দ্রশেখরের সঙ্গে নোরাকে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে) ৷ সুতরাং এটা গুরুত্বপূর্ণ যে আমারা জবাব না পাওয়া প্রশ্নগুলি আবার করব এবং এই বিষয়ে আরও স্পষ্টতা চাইব ৷"

আরও পড়ুন: সুকেশ চন্দ্রশেখর মামলায় ফের নোরা ফতেহিকে সমন পাঠাল দিল্লি পুলিশ

প্রসঙ্গত, এর আগে এই মামলায় জ্যাকলিনকে আট ঘণ্টা জেরা করেছিলেন আধিকারিকরা ৷ নোরা ফতেহি, জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) মতো সেলিব্রেটিরা সুকেশ চন্দ্রশেখরের থেকে মূল্যবান উপহার নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে ৷ আর সেই কারণ সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.