ETV Bharat / entertainment

Odisha Train Accident: ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ দেব ও বলি তারকাদের - ওড়িশা ট্রেন বিপর্যয়

ওড়িশা ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন বাংলার অভিনেতা দেব-সহ বলিউডের অক্ষয় কুমার, চিরঞ্জিবী, জুনিয়র এনটিআর ৷ পাশে থাকার বার্তা তারকাদের ৷

Celeb on Coromandel Express Accident
ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ তারকাদের
author img

By

Published : Jun 3, 2023, 9:53 PM IST

হায়দরাবাদ, 3 জুন: ওড়িশার ট্রেন বিপর্যয়ে শনিবার বেলা পর্যন্ত মৃতের সংখ্যা কমপক্ষে 288 ৷ আহতের সংখ্যা প্রায় হাজার ৷ এদের মধ্যে 56 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন প্রশাসনিক কর্তারা ৷ এদিন ঘটনাস্থল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ঘটনায় শোক প্রকাশ করেছেন টলিউড ও বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা ৷ টুইটারে নিহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন অভিনেতা তথা ঘাটালের সাংসদ দেব । শুরু করে অক্ষয় কুমার, জুনিয়র এনটিআর, সলমন খান, অক্ষয় কুমার প্রমুখ ৷

  • Heartbreaking to see the visuals from the tragic train accident in Odisha. Praying for the speedy recovery of the injured. My thoughts and condolences to the families of the affected during this difficult time. Om Shanti 🙏🏻

    — Akshay Kumar (@akshaykumar) June 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিনেতা দেব টুইট করে লিখেছেন, "ওড়িশা ট্রেন দুর্ঘটনায় নিহত পরিবারের প্রতি আমার সমবেদনা ৷ প্রার্থনা ৷ "অক্ষয় কুমার টুইট করে লিখেছেন, "ওড়িশার ট্রেন দুর্ঘটনার ছবিগুলো দেখে সত্যিই খারাপ লাগছে ৷ যাঁরা আহত হয়েছেন তাঁদের দ্রুত সুস্থতা কামনা করি ৷ যাঁরা তাঁদের প্রিয়জনেদের হারিয়েছেন সেই পরিবারের প্রতি সমবেদনা ৷ ওম শান্তি ৷"

  • My deepest condolences to the families of the victims of the Odisha train accident…Prayers 🙏🏻

    — Dev (@idevadhikari) June 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিনেত্রী কাজল সমবেদনা জানিয়ে টুইট করে লিখেছেন, "শুক্রবারের ট্রেন দুর্ঘটনায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা ৷"

  • My heart and prayers go out to those who are affected by the train wreck yesterday..
    Deepest condolences and prayers.. 🙏🏼

    — Kajol (@itsKajolD) June 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিনেতা কার্তিক আরিয়ান, অভিনেত্রী সারা আলি খান, করণ জোহর ঘটনায় শোকবার্তা জানিয়েছেন ৷ ঘটনায় দক্ষিণী তারকা চিরঞ্জিবী, জুনিয়র এনটিআর গভীর সমবেদনা জানিয়েছেন ৷

অভিনেতা চিরঞ্জিবী পোস্টে লিখেছেন, "ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেসে ভয়ানক দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন ৷ এই ঘটনা সত্যিই দুঃখজনক ৷ সর্বহারা পরিবারের প্রতি আমার সমবেদনা ৷ জানি এই মুহূর্তে রক্তের প্রচন্ড চাহিদা থাকবে ৷ তাই আমি সকলের কাছে অনুরোধ জানাচ্ছি রক্তদানে এগিয়ে আসুন ৷"

  • Utterly shocked at the tragic Coromandel express accident in Orissa and the huge loss of lives! My heart goes out to the bereaved families.
    I understand there is an urgent demand for blood units to save lives. Appeal to all our fans and good samaritans in the nearby areas to…

    — Chiranjeevi Konidela (@KChiruTweets) June 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জুনিয়র এনটিআর লিখেছেন, " এই ট্রেন দুর্ঘটনায় যাঁরা আহত হয়েছেন তাঁরা দ্রুত সুস্থ হয়ে ওঠুন ৷ যাঁরা প্রিয়জন হারিয়েছেন, সেই পরিবারের প্রতি আমার সমবেদনা ৷"

  • Heartfelt condolences to the families and their loved ones affected by the tragic train accident. My thoughts are with each and every person affected by this devastating incident. May strength and support surround them during this difficult time.

    — Jr NTR (@tarak9999) June 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : 'আমি মর্মাহত', ট্রেন-বিপর্যয়ে হতাহতের পরিবারের প্রতি সমবেদনা সলমনের

প্রসঙ্গত, ওড়িশায় ট্রেন দুর্ঘটনার কারণ হিসাবে উঠে এসেছে সিগন্যালের ত্রুটি। রেলের তরফে একটি যৌথ পরিদর্শন রিপোর্ট প্রকাশ করা হয়েছে শনিবার। ঘটনাস্থল পরিদর্শনের পর রেল আধিকারিকেরা যৌথ রিপোর্টে সিগন্যালের ত্রুটির কথা বলছেন। বিস্তারিত তদন্তের পর দুর্ঘটনার কারণ আরও স্পষ্ট হবে বলে জানা গিয়েছে।

হায়দরাবাদ, 3 জুন: ওড়িশার ট্রেন বিপর্যয়ে শনিবার বেলা পর্যন্ত মৃতের সংখ্যা কমপক্ষে 288 ৷ আহতের সংখ্যা প্রায় হাজার ৷ এদের মধ্যে 56 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন প্রশাসনিক কর্তারা ৷ এদিন ঘটনাস্থল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ঘটনায় শোক প্রকাশ করেছেন টলিউড ও বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা ৷ টুইটারে নিহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন অভিনেতা তথা ঘাটালের সাংসদ দেব । শুরু করে অক্ষয় কুমার, জুনিয়র এনটিআর, সলমন খান, অক্ষয় কুমার প্রমুখ ৷

  • Heartbreaking to see the visuals from the tragic train accident in Odisha. Praying for the speedy recovery of the injured. My thoughts and condolences to the families of the affected during this difficult time. Om Shanti 🙏🏻

    — Akshay Kumar (@akshaykumar) June 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিনেতা দেব টুইট করে লিখেছেন, "ওড়িশা ট্রেন দুর্ঘটনায় নিহত পরিবারের প্রতি আমার সমবেদনা ৷ প্রার্থনা ৷ "অক্ষয় কুমার টুইট করে লিখেছেন, "ওড়িশার ট্রেন দুর্ঘটনার ছবিগুলো দেখে সত্যিই খারাপ লাগছে ৷ যাঁরা আহত হয়েছেন তাঁদের দ্রুত সুস্থতা কামনা করি ৷ যাঁরা তাঁদের প্রিয়জনেদের হারিয়েছেন সেই পরিবারের প্রতি সমবেদনা ৷ ওম শান্তি ৷"

  • My deepest condolences to the families of the victims of the Odisha train accident…Prayers 🙏🏻

    — Dev (@idevadhikari) June 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিনেত্রী কাজল সমবেদনা জানিয়ে টুইট করে লিখেছেন, "শুক্রবারের ট্রেন দুর্ঘটনায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা ৷"

  • My heart and prayers go out to those who are affected by the train wreck yesterday..
    Deepest condolences and prayers.. 🙏🏼

    — Kajol (@itsKajolD) June 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিনেতা কার্তিক আরিয়ান, অভিনেত্রী সারা আলি খান, করণ জোহর ঘটনায় শোকবার্তা জানিয়েছেন ৷ ঘটনায় দক্ষিণী তারকা চিরঞ্জিবী, জুনিয়র এনটিআর গভীর সমবেদনা জানিয়েছেন ৷

অভিনেতা চিরঞ্জিবী পোস্টে লিখেছেন, "ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেসে ভয়ানক দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন ৷ এই ঘটনা সত্যিই দুঃখজনক ৷ সর্বহারা পরিবারের প্রতি আমার সমবেদনা ৷ জানি এই মুহূর্তে রক্তের প্রচন্ড চাহিদা থাকবে ৷ তাই আমি সকলের কাছে অনুরোধ জানাচ্ছি রক্তদানে এগিয়ে আসুন ৷"

  • Utterly shocked at the tragic Coromandel express accident in Orissa and the huge loss of lives! My heart goes out to the bereaved families.
    I understand there is an urgent demand for blood units to save lives. Appeal to all our fans and good samaritans in the nearby areas to…

    — Chiranjeevi Konidela (@KChiruTweets) June 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জুনিয়র এনটিআর লিখেছেন, " এই ট্রেন দুর্ঘটনায় যাঁরা আহত হয়েছেন তাঁরা দ্রুত সুস্থ হয়ে ওঠুন ৷ যাঁরা প্রিয়জন হারিয়েছেন, সেই পরিবারের প্রতি আমার সমবেদনা ৷"

  • Heartfelt condolences to the families and their loved ones affected by the tragic train accident. My thoughts are with each and every person affected by this devastating incident. May strength and support surround them during this difficult time.

    — Jr NTR (@tarak9999) June 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : 'আমি মর্মাহত', ট্রেন-বিপর্যয়ে হতাহতের পরিবারের প্রতি সমবেদনা সলমনের

প্রসঙ্গত, ওড়িশায় ট্রেন দুর্ঘটনার কারণ হিসাবে উঠে এসেছে সিগন্যালের ত্রুটি। রেলের তরফে একটি যৌথ পরিদর্শন রিপোর্ট প্রকাশ করা হয়েছে শনিবার। ঘটনাস্থল পরিদর্শনের পর রেল আধিকারিকেরা যৌথ রিপোর্টে সিগন্যালের ত্রুটির কথা বলছেন। বিস্তারিত তদন্তের পর দুর্ঘটনার কারণ আরও স্পষ্ট হবে বলে জানা গিয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.