ETV Bharat / entertainment

Ayushmann Khurrana: জনপ্রিয় ম্যাগাজিন সংস্থার পুরস্কার মঞ্চে ভগবদ্গীতা পাঠ আয়ুষ্মানের, ভাইরাল ভিডিয়ো

Ayushmann Recites Bhagavad Gita: টাইম 100 ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডস পেলেন অভিনেতা আয়ুষ্মান খুরানা ৷ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাঠ করেন ভগবত গীতা ৷ ভাইরাল ভিডিয়ো ৷

Etv Bharat
টাইম 100 ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডস পেলেন অভিনেতা আয়ুষ্মান খুরানা
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2023, 10:59 PM IST

সিঙ্গাপুর, 18 সেপ্টেম্বর: ক্লাউড নাইনে রয়েছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা ৷ 'ড্রিম গার্ল 2' 100 কোটির ক্লাবে ঢুকতেই নিজের উচ্ছ্বাস ও আনন্দ দর্শকদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন এই অভিনেতা ৷ এবার 'ভিকি ডোনার' খবরের শিরোনামে অন্য কারণে ৷ আমেরিকার বিখ্যাত একটি ম্যাগাজিন সংস্থার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়ুষ্মান পাঠ করেছেন ভগবদ্গীতা ৷ সেই ভিডিয়ো ভাইরাল সামাজিক মাধ্যমে ৷

সিঙ্গাপুরে আয়োজন করা হয়েছিল টাইম 100 ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডস ৷ সেই অনুষ্ঠানে এই বছর একমাত্র ভারত থেকে সম্মানিত হয়েছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা ৷ অন্য রকম ছবি নির্বাচন, ইউনিসেফ ছাড়াও নন-প্রফিট অর্গানাইজেশনের সঙ্গে কাজ করার কারণে তাঁকে এই বিশেষ সম্মানে সম্মানিত করা হয়েছে ৷ সেখানেই তিনি ধন্যবাদ জানাতে গিয়ে উচ্চারণ করেছেন ভগবদ্গীতার বিশেষ শ্লোক ৷ সোমবার সেই ছবি ও ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন 'অন্ধাধুন' খ্যাত অভিনেতা ৷ অভিনেতার এই রূপ দেখে মুগ্ধ অনুরাগীরা ৷ ছবিটি সামাজিক মাধ্যমে আসতেই নিমেষে ভাইরাল ৷

ছবি ও ভিডিয়ো শেয়ার করে আয়ুষ্মান খুরানা ক্যাপশনে লিখেছেন, "দায়িত্বশীল নাগরিক হিসাবে ও একজন শিল্পী হিসাবে আমাকে সম্মান জানানোর জন্য ধন্যবাদ ৷ গ্লোবাল প্ল্যাটফর্মে ভারতকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত ও কৃতজ্ঞ ৷" অন্যদিকে, ভিডিয়োটিতে দেখা গিয়েছে তিনি বলছেন, "আমি আমাদের ভারতীয় হিন্দু ধর্মগ্রন্থ ভগবত গীতা থেকে একটা শ্লোক পাঠ করতে চাই ৷" তিনি বলেন, "কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন ‍‍‌ মা কর্মফলহেতুর্ভূর্মা তে সঙ্গোহস্ত্বকর্মণি।" ব্যাখ্যা করে বলেন, "এই শ্লোকে নিঃস্বার্থ কর্মের অর্থ ব্যাখ্যা করা হয়েছে। বলা হয়েছে ফলাফলে চিন্তা করো না ৷ কাজ করে যাও ৷"

আরও পড়ুন: পাঁচ দিনে পার 50 কোটি, বক্স অফিসে ভালোই এগোচ্ছে 'ড্রিম গার্ল 2'

কাজের কথা বললে, 2019 এ 'ড্রিম গার্ল'-এর সাফল্যের পর 2023-এ মুক্তি পায় ড্রিম গার্ল 2 ৷ যুব মনে ঝড় তুলতে উপস্থিত হন পূজা ৷ সেই ছবি বক্স অফিসে সাড়া ফেলেছে ৷ ছবিটি প্রবেশ করেছে 100 কোটির ঘরেও ৷

সিঙ্গাপুর, 18 সেপ্টেম্বর: ক্লাউড নাইনে রয়েছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা ৷ 'ড্রিম গার্ল 2' 100 কোটির ক্লাবে ঢুকতেই নিজের উচ্ছ্বাস ও আনন্দ দর্শকদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন এই অভিনেতা ৷ এবার 'ভিকি ডোনার' খবরের শিরোনামে অন্য কারণে ৷ আমেরিকার বিখ্যাত একটি ম্যাগাজিন সংস্থার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়ুষ্মান পাঠ করেছেন ভগবদ্গীতা ৷ সেই ভিডিয়ো ভাইরাল সামাজিক মাধ্যমে ৷

সিঙ্গাপুরে আয়োজন করা হয়েছিল টাইম 100 ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডস ৷ সেই অনুষ্ঠানে এই বছর একমাত্র ভারত থেকে সম্মানিত হয়েছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা ৷ অন্য রকম ছবি নির্বাচন, ইউনিসেফ ছাড়াও নন-প্রফিট অর্গানাইজেশনের সঙ্গে কাজ করার কারণে তাঁকে এই বিশেষ সম্মানে সম্মানিত করা হয়েছে ৷ সেখানেই তিনি ধন্যবাদ জানাতে গিয়ে উচ্চারণ করেছেন ভগবদ্গীতার বিশেষ শ্লোক ৷ সোমবার সেই ছবি ও ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন 'অন্ধাধুন' খ্যাত অভিনেতা ৷ অভিনেতার এই রূপ দেখে মুগ্ধ অনুরাগীরা ৷ ছবিটি সামাজিক মাধ্যমে আসতেই নিমেষে ভাইরাল ৷

ছবি ও ভিডিয়ো শেয়ার করে আয়ুষ্মান খুরানা ক্যাপশনে লিখেছেন, "দায়িত্বশীল নাগরিক হিসাবে ও একজন শিল্পী হিসাবে আমাকে সম্মান জানানোর জন্য ধন্যবাদ ৷ গ্লোবাল প্ল্যাটফর্মে ভারতকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত ও কৃতজ্ঞ ৷" অন্যদিকে, ভিডিয়োটিতে দেখা গিয়েছে তিনি বলছেন, "আমি আমাদের ভারতীয় হিন্দু ধর্মগ্রন্থ ভগবত গীতা থেকে একটা শ্লোক পাঠ করতে চাই ৷" তিনি বলেন, "কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন ‍‍‌ মা কর্মফলহেতুর্ভূর্মা তে সঙ্গোহস্ত্বকর্মণি।" ব্যাখ্যা করে বলেন, "এই শ্লোকে নিঃস্বার্থ কর্মের অর্থ ব্যাখ্যা করা হয়েছে। বলা হয়েছে ফলাফলে চিন্তা করো না ৷ কাজ করে যাও ৷"

আরও পড়ুন: পাঁচ দিনে পার 50 কোটি, বক্স অফিসে ভালোই এগোচ্ছে 'ড্রিম গার্ল 2'

কাজের কথা বললে, 2019 এ 'ড্রিম গার্ল'-এর সাফল্যের পর 2023-এ মুক্তি পায় ড্রিম গার্ল 2 ৷ যুব মনে ঝড় তুলতে উপস্থিত হন পূজা ৷ সেই ছবি বক্স অফিসে সাড়া ফেলেছে ৷ ছবিটি প্রবেশ করেছে 100 কোটির ঘরেও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.