ETV Bharat / entertainment

Arindam Sil New Byomkesh : কবে পর্দায় আসছে আবিরের 'ব্যোমকেশ হত্যামঞ্চ'? জানালেন অরিন্দম - Arindam Sil New Byomkesh

ফের পর্দায় আসছে সত্যান্বেষী ব্যোমকেশের গল্প (Arindam Sil New Film on Byomkesh)৷ 'বিশু পাল বধ' অবলম্বনে অরিন্দম শীলের এবারের ছবির নাম 'ব্যোমকেশ হত্যামঞ্চ' । কে কোন চরিত্রে অভিনয় করবেন ? সামনে এল অভিনেতাদের তালিকা ৷

New Byomkesh Movie
কবে পর্দায় আসছে আবিরের 'ব্যোমকেশ হত্যামঞ্চ'? জানালেন অরিন্দম
author img

By

Published : May 13, 2022, 4:00 PM IST

কলকাতা,13 মে : ব্যোমকেশ বক্সিকে ফের পর্দায় আনতে এবার 'ক্যামেলিয়া প্রোডাকশন্স'-এর সঙ্গে হাত মিলিয়েছে এসভিএফ । শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট বাঙালির এই প্রিয় নায়ক ব্যোমকেশ বক্সিকে ফের বড় পর্দায় আনছেন অরিন্দম শীল (Arindam Sil New Film on Byomkesh) । 'বিশু পাল বধ' অবলম্বনে এবারের ছবির নাম 'ব্যোমকেশ হত্যামঞ্চ' । চলতি বছরেই 11 অগস্ট মুক্তি পাবে এই ছবি ।

ব্যোমকেশের ভূমিকায় প্রতিবারের মতো এবারও আবির চট্টোপাধ্যায় । সত্যবতীর চরিত্রে সোহিনী সরকার । অন্যান্য সব চরিত্রে রয়েছেন- কিঞ্জল নন্দ (নাট্য নির্দেশক বিশুপাল), অর্ণ মুখোপাধ্যায় (ব্রজ দুলাল), পাওলি দাম (সুলোচনা), অনুশা বিশ্বনাথন (ক্যাবারে ডান্সার সোমারিয়া), লোকনাথ দে (কালীচরণ/কালীকিঙ্কর), অসীম রায়চৌধুরী (পুলিশ অফিসার মাধব মিত্র), পদ্মনাভ দাশগুপ্ত (প্রতুল বাবু) এবং অজিতের ভূমিকায় সুহোত্র মুখোপাধ্যায় । ছবির সঙ্গীত পরিচালনা করবেন শিল্পী বিক্রম ঘোষ ।

New Byomkesh Movie
সত্যবতীর চরিত্রে সোহিনী সরকার

এবারের ব্যোমকেশের গল্পে উঠে আসবে 1971-এ কলকাতার নকশাল জমানার ছবি ৷ রাজনৈতিক অবক্ষয়ের পাশাপাশি ছবিতে মিশে থাকবে সেই সময়কার সাংস্কৃতিক অবক্ষয়ের দিকটিও । উল্লেখ্য, ওই সময়েই বাংলা থিয়েটারে ক্যাবারে কালচারের উৎপত্তি হয় । ক্যাবারে ডান্সারের চরিত্রে দেখা যাবে অনুশা বিশ্বনাথনকে । গল্পে থিয়েটারের মঞ্চেই মৃত্যু হয় বিশু পালের । এই ঘটনা নিজের চোখে দেখতে পায় ব্যোমকেশ ।

আরও পড়ুন : শ্রীদেবীর পর 'দাদাগিরি'তে কন্যা জাহ্নবী, ঘরে ফিরবেন কলকাতার রসগোল্লা নিয়ে

তারপর সেই মৃত্যু রহস্য সমাধানে নেমে পড়ে সে । প্রসঙ্গত, এই গল্পটি লিখতে লিখতেই প্রয়াত হন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় । পরে সেই গল্পটি শেষ করেন নারায়ণ সান্যাল । তবে তিনি যেভাবে গল্পের শেষটা লেখেন, তা নিয়ে ছবি বানাননি অরিন্দম শীল । এখানে নিজেদের কলম ধরেছেন অরিন্দম শীল এবং পদ্মনাভ দাশগুপ্ত । পরিচালক অরিন্দম শীল তাঁর ছবির চরিত্রদের নিয়ে খুব খুশি । তিনি জানান, “এই চতুর্থ ব্যোমকেশ পরিচালনায় সম্পূর্ণরূপে একটি ভিন্ন সমীকরণ সমাধান করা হয়েছিল । আমার আগের ব্যোমকেশ যাত্রায় আমরা যে প্রশংসা পেয়েছি দর্শকদের কাছ থেকে, এবারেও প্রত্যাশা সেই একই প্রশংসা পাব আমরা ।"

কলকাতা,13 মে : ব্যোমকেশ বক্সিকে ফের পর্দায় আনতে এবার 'ক্যামেলিয়া প্রোডাকশন্স'-এর সঙ্গে হাত মিলিয়েছে এসভিএফ । শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট বাঙালির এই প্রিয় নায়ক ব্যোমকেশ বক্সিকে ফের বড় পর্দায় আনছেন অরিন্দম শীল (Arindam Sil New Film on Byomkesh) । 'বিশু পাল বধ' অবলম্বনে এবারের ছবির নাম 'ব্যোমকেশ হত্যামঞ্চ' । চলতি বছরেই 11 অগস্ট মুক্তি পাবে এই ছবি ।

ব্যোমকেশের ভূমিকায় প্রতিবারের মতো এবারও আবির চট্টোপাধ্যায় । সত্যবতীর চরিত্রে সোহিনী সরকার । অন্যান্য সব চরিত্রে রয়েছেন- কিঞ্জল নন্দ (নাট্য নির্দেশক বিশুপাল), অর্ণ মুখোপাধ্যায় (ব্রজ দুলাল), পাওলি দাম (সুলোচনা), অনুশা বিশ্বনাথন (ক্যাবারে ডান্সার সোমারিয়া), লোকনাথ দে (কালীচরণ/কালীকিঙ্কর), অসীম রায়চৌধুরী (পুলিশ অফিসার মাধব মিত্র), পদ্মনাভ দাশগুপ্ত (প্রতুল বাবু) এবং অজিতের ভূমিকায় সুহোত্র মুখোপাধ্যায় । ছবির সঙ্গীত পরিচালনা করবেন শিল্পী বিক্রম ঘোষ ।

New Byomkesh Movie
সত্যবতীর চরিত্রে সোহিনী সরকার

এবারের ব্যোমকেশের গল্পে উঠে আসবে 1971-এ কলকাতার নকশাল জমানার ছবি ৷ রাজনৈতিক অবক্ষয়ের পাশাপাশি ছবিতে মিশে থাকবে সেই সময়কার সাংস্কৃতিক অবক্ষয়ের দিকটিও । উল্লেখ্য, ওই সময়েই বাংলা থিয়েটারে ক্যাবারে কালচারের উৎপত্তি হয় । ক্যাবারে ডান্সারের চরিত্রে দেখা যাবে অনুশা বিশ্বনাথনকে । গল্পে থিয়েটারের মঞ্চেই মৃত্যু হয় বিশু পালের । এই ঘটনা নিজের চোখে দেখতে পায় ব্যোমকেশ ।

আরও পড়ুন : শ্রীদেবীর পর 'দাদাগিরি'তে কন্যা জাহ্নবী, ঘরে ফিরবেন কলকাতার রসগোল্লা নিয়ে

তারপর সেই মৃত্যু রহস্য সমাধানে নেমে পড়ে সে । প্রসঙ্গত, এই গল্পটি লিখতে লিখতেই প্রয়াত হন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় । পরে সেই গল্পটি শেষ করেন নারায়ণ সান্যাল । তবে তিনি যেভাবে গল্পের শেষটা লেখেন, তা নিয়ে ছবি বানাননি অরিন্দম শীল । এখানে নিজেদের কলম ধরেছেন অরিন্দম শীল এবং পদ্মনাভ দাশগুপ্ত । পরিচালক অরিন্দম শীল তাঁর ছবির চরিত্রদের নিয়ে খুব খুশি । তিনি জানান, “এই চতুর্থ ব্যোমকেশ পরিচালনায় সম্পূর্ণরূপে একটি ভিন্ন সমীকরণ সমাধান করা হয়েছিল । আমার আগের ব্যোমকেশ যাত্রায় আমরা যে প্রশংসা পেয়েছি দর্শকদের কাছ থেকে, এবারেও প্রত্যাশা সেই একই প্রশংসা পাব আমরা ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.