হায়দরাবাদ, 1 জানুয়ারি: নতুন বছরে নতুন চমক দিলেন পরিচালক রাজ চক্রবর্তী ৷ বড়পর্দায় প্রথমবার একসঙ্গে নিয়ে আসছেন আবির চট্টোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে ৷ সোমবার সোশাল মিডিয়ায় ঘোষণা করলেন পরবর্তী ছবি 'বাবলি'র৷
তিনি লিখেছেন, "2024 এর সবথেকে বড় চমক বুদ্ধদেব গুহ-র উপন্যাস অবলম্বনে 'বাবলি' ৷" এই ছবির হাত ধরেই 10 বছর পর একসঙ্গে কাজ করতে চলেছেন রাজ-আবীর ৷ মোশন ভিডিয়োতে শেয়ার করা হয়েছে, সাহিত্যিক বুদ্ধদেব গুহ'র উপন্যাস অবলম্বনে ভালোবাসার ছবি আনছেন চলতি বছর ৷
জানা গিয়েছে 'বাবলি' নাকি সিরিজ হিসাবে সামনে আসবে ৷ যার শুটিং খুব শীঘ্রই শুরু করবেন আবির-শুভশ্রী ৷ এর আগে 'ইন্দুবালা ভাতের হোটেল' দিয়ে ওটিটি আত্মপ্রকাশে মন জয় করে নেন রাজ-ঘরণি ৷ এবার ওটিটির দুনিয়ায় তবে প্রথম পা রাখতে চলেছেন আবির ৷ এর আগে 'বোঝে না সে বোঝে না' সিনেমার পর আর রাজের সিনেমায় দেখা যায়নি অভিনেতা আবিরকে৷ অবশেষে 10 বছর পর রাজের সিনেমায় ফিরছেন আবির ৷ ছবির ঘোষণার পরেই উচ্ছ্বসিত অনুরাগীরা ৷ কেউ লিখেছেন, "আমার প্রিয় উপন্যাস দিয়ে, আমার প্রিয় নায়িকা ৷ কবে দেখতে পাবো তার অপেক্ষায় আছি ৷ "আবার কেউ লিখেছেন, "সত্যিই বড় খবর ৷ বইয়ের গল্প বড়পর্দায় দেখতে ভালো লাগবে ৷" অভি-বাবলির মিষ্টি প্রেমের গল্প বড়পর্দায় দেখতে এখন থেকেই অপেক্ষা শুরু অনুরাগীদের ৷
উল্লেখ্য, দ্বিতীয়বার সদ্য মা হয়েছেন শুভশ্রী ৷ মেয়ে ইয়ালিনি ও ছেলে ইউভানকে নিয়ে দিব্য সময় কাটাচ্ছেন তিনি ৷ পাশাপাশি, কাজ নিয়ে চর্চা শুরু করেছেন ৷ অন্যদিকে, আবিরকে শেষ দেখা গিয়েছে সুমন ঘোষের 'কাবুলিওয়ালা' ছবিতে ৷ তার আগে পুজোয় মুক্তি পেয়েছে নন্দিতা-শিবপ্রসাদ জুটির 'রক্তবীজ' ৷ দুটি ছবিতেই আবিরের অভিনয়ের প্রশংসা করেছেন অনুরাগীরা ৷ এবার একেবারে অন্যরকম প্রেমিকের ভূমিকায় দেখা যাবে আবিরকে ৷ অন্যদিকে, 'ইন্দুবালা ভাতের হোটেল'-এর পর রাজ ঘরণি নতুন একটি প্রোজেক্ট নিয়ে সামনে আসছেন ৷ অন্যদিকে, পরিচালক রাজ চক্রবর্তী দর্শকদের উপহার দিয়েছেন 'আবার প্রলয়' সিরিজ ৷ এবার তিনি বানাতে চলেছেন মিষ্টি প্রেমের গল্প ৷
আরও পড়ুন
1. আগামী ক্রিসমাসেও জুটি বাঁধছেন দেব-অভিজিৎ, বছর শুরুর দিনেই ঘোষণা অভিনেতার
2. 'সোহাগে আদরে...' নতুন বছরকে স্বাগত অনুপমের, মাউথ অর্গ্যানে সৃজিত
3. 'এক জীবনে বহু চরিত্রযাপনের জন্য অভিনয়, হাততালি কুড়োতে নয়'; ইটিভি ভারতে মনখোলা আড্ডায় জয়া