কলকাতা, 14 ফেব্রুয়ারি: আজ প্রেমের দিন । একে অপরকে বেঁধে রাখার আর আগলে রাখার দিন । সকাল থেকেই যে যার ভালোবাসার মানুষকে প্রেমের পরশে বেঁধে ছবি পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায় । এই ট্রেন্ড থেকে দূরে সরে রইলেন না আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) এবং ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। তাঁদের প্রেমটা যেন অনেক বেশি ভাবের, আবেগের, দায়িত্বের ।
12 মে মুক্তি পাচ্ছে ফাটাফাটি: ছবিতে দেখা যাচ্ছে, ঋতাভরীর শাড়ির কুচির ভাঁজ ঠিক করে দিচ্ছেন আবির । তবে বাস্তবে নয়, এই সমস্তটাই ঘটছে দুজনের আসন্ন বাংলা ছবি 'ফাটাফাটি'তে (Abir-Ritabhari in Fatafati)। এই ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন দুজনে । অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'ফাটাফাটি' দর্শকের দরবারে আসবে 12 মে ।
ফ্যাশন ইনফ্লুয়েন্সারের চরিত্রে ঋতাভরী: ইতিমধ্যে সকলেই জেনে গিয়েছেন, ছবিতে একজন ফ্যাশন ইনফ্লুয়েন্সারের চরিত্রে দেখা যাবে ঋতাভরীকে । নিজের চেহারার ব্যাপারে সম্যক ধারণা রয়েছে ফ্যাশন ইনফ্লুয়েন্সারের । কিন্তু থেমে থাকে না সে । নিজের স্বপ্নপূরণের লক্ষ্যে এগিয়ে চলে সে । পৃথিবীতে কারওই নিজের চেহারার কারণে নিজেকে পিছিয়ে রাখার কিংবা লুকিয়ে রাখার কোনও মানেই হয় না বলে মনে করেন ছবির কাহিনিকার এবং চিত্রনাট্যকার জিনিয়া সেন । এই ছবির সংলাপ লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় ।
আরও পড়ুন: দিতিপ্রিয়া সুহোত্রর 'ডাকঘর'-এর ট্রেলারে কী 'পঞ্চায়েত'-এর ছায়া?
ফের জুটিতে জিনিয়া, সম্রাজ্ঞী এবং অরিত্র: উল্লেখ্য, 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি', 'বাবা বেবি ও' এবং 'ফাটাফাটি' - পরপর তিনটি ছবিতে তিনবার জুটি বাঁধলেন ত্রয়ী জিনিয়া, সম্রাজ্ঞী এবং অরিত্র। প্রথম দুই বারেই দুর্দান্ত সাড়া ফেলেছেন তাঁরা । এ বার পালা 'ফাটাফাটি'র । দর্শক তো বটেই, এই ত্রয়ীও মুখিয়ে রয়েছেন নিজেদের কৃতকর্মের ফলাফলের দিকে ।
আছেন স্বস্তিকা, সোমা, রক্তিম: এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা দত্ত । কিন্তু তাঁর চরিত্রটি আসলে কী, তা নিয়ে এখনও মুখ খোলেননি তিনি । তিনি ছাড়াও রয়েছেন সোমা বন্দ্যোপাধ্যায়, রক্তিম সামন্ত-সহ আরও অনেকে ।