কলকাতা, 10 এপ্রিল : টেলিভিশনে ব্যস্ত ছিলেন অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee awarded best actor prize)। এরই মাঝে অভিনয় করেছেন রানা বন্দ্যোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'পঞ্চভূজ'এ (Abhishek Chatterjee's last film)। এই ছবির জন্য তিনি 'পোর্ট ব্লেয়ার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল'-এ (Port Blair International film festival) পেলেন সেরা অভিনেতার পুরস্কার ।
এই ছবির গল্প অনুযায়ী, শহর থেকে অনেক দূরে একটি আশ্রমে থাকে রাঘব থুড়ি অভিষেক চট্টোপাধ্যায় । তার সঙ্গে থাকে, এমনই আরও কিছু মানুষ । আর থাকে, কিছু অনাথ ছেলে-মেয়ে । যারা ওই আশ্রমের স্কুলেই লেখাপড়া করে । আশ্রমের নাম 'পঞ্চভূজ' । রাঘবের পরিকল্পনামাফিক চলে এই আশ্রম । রাঘবের জীবন ও তার চিন্তাভাবনা, কাজকর্ম ঘিরেই এগোয় এই ছবির চিত্রনাট্য । সৌমেন চট্টোপাধ্যায়ের প্রযোজনায়, 'শ্রী দে লা আর্ট'-এর প্রযোজনায় আসছে 'পঞ্চভূজ'। পরিচালনার পাশাপাশি ছবির কাহিনি ও চিত্রনাট্যের দিকটিও সামলেছেন রানা বন্দ্যোপাধ্যায় । অভিষেক ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন সোমা বন্দ্যোপাধ্যায় ও কণীনিকা বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীরা। খুব শিগগিরই মুক্তি পাবে এই ছবির ট্রেলার ও পোস্টার ।
অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর তাঁর ফোন ঘাঁটছিলেন তাঁর স্ত্রী সংযুক্তা । ঘাঁটতে ঘাঁটতেই পান পরিচালক রানা বন্দ্যোপাধ্যায়ের নম্বর । তিনি জানতেনই না যে অভিষেক ওঁর ছবিতে কাজ করছেন ।সোশ্যালে পুরস্কারের ছবি শেয়ার করে তিনি লেখেন, "অভিষেকের শেষ ছবি পঞ্চভূজের জন্য পোর্ট ব্লেয়ার ইন্টারন্যাশনাল সেরা অভিনেতার পুরস্কার সবে ঘরে আনলাম...এ কথা সবার সঙ্গে শেয়ার করার সময় অভিষেকও আমার প্রতি মুহূর্তে আমার পাশে রয়েছে...একটি ফোন নম্বর খুঁজতে গিয়ে অভিষেকের মোবাইল ঘাঁটছিলাম, হঠাৎ রানাদার নম্বরটা ডায়াল করে ফেললাম ৷ অভিষেকের শেষ ছবি যে তাঁরই তার কোনও ধারণা আমার ছিল না ৷ তিনি সঙ্গে সঙ্গে আমায় পুরস্কারের কথাটি জানালেন এবং অভিষেকের হয়ে সেই পুরস্কার গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানালেন ৷ কাজেই দেখুন, অদৃশ্য ভাবেই অভিষেক আমাকে দিয়ে আমার অজান্তেই এমন একজনকে ফোন করালেন, যিনি অভিষেকের শেষ ছবিটি করেছেন...৷" এক টেলিভিশন চ্যানেলের পরিবার অ্যাওয়ার্ড-এও বিশেষ পুরস্কারে সম্মানিত করা হয়েছে অভিনেতাকে । তাঁর হয়ে পুরস্কার নিতে হাজির হন সংযুক্তা চট্টোপাধ্যায় ৷