কলকাতা, 14 অগস্ট: বাঙালির প্রধান গন্তব্যের নাম 'দীপুদা'। অর্থাৎ দীঘা, পুরী এবং দার্জিলিং । আর এই দার্জিলিং-এর প্রেক্ষাপটেই ফিল্ম বানিয়েছেন পরিচালক রাজর্ষি দে । তাঁর নির্মিত 'আবার কাঞ্চনজঙ্ঘা' মূলত সত্যজিৎ রায়কে তাঁর জন্মশতবার্ষিকীতে সম্মান জানাতেই তৈরি ।
প্রবাদপ্রতিম পরিচালক সত্যজিৎ রায়ের 'কাঞ্চনজঙ্ঘা' মুক্তি পায় 1962 সালের 11 মে । সেই ছবির নস্ট্যালজিয়াকে ফের উস্কে দিয়েছে রাজর্ষি দে'র ছবি । নানা চলচ্চিত্র উৎসবে সম্মানিত হয়েছে 'আবার কাঞ্চনজঙ্ঘা' ।
এ বার আমেরিকায় অনুষ্ঠিত পঞ্চম 'ডালাস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল'-এ (Dallas International Film Festival) সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে 'আবার কাঞ্চনজঙ্ঘা'। পাশাপাশি 'শিকাগো ইন্টারন্যাশনাল বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল'-এও সেরা ছবির খেতাব জিতেছে 'আবার কাঞ্চনজঙ্ঘা'।
আরও পড়ুন: চারু-রাজীব কি হাত ধরলেন আবার ? সোশাল মিডিয়া পোস্টে শুরু জল্পনা
এর আগে ছবির পার্শ্বচরিত্রাভিনেত্রী দেবলীনা কুমার 'এনএবিসি'-তে পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার । পরিচালক রাজর্ষি দে'র (Raajhorshee De) কথায়, "এটা আমাদের সকলের জয় । সকলের অক্লান্ত পরিশ্রমের ফসল ।"
অগণিত স্টার কাস্ট নিয়ে এই ছবি । হুল্লোড়ে কেটেছে কাঞ্চনজঙ্ঘার কোলে 'আবার কাঞ্চনজঙ্ঘা'র শ্যুটিং । এ কথা আগেই জানিয়েছিলেন পরিচালক থেকে ছবির অন্যান্য কুশীলবেরা । খুব শীঘ্রই পরিচালক রাজর্ষি হাত দেবেন তাঁর আগামী ছবির কাজে ।