ETV Bharat / entertainment

Aanand L Rai: পর পর ব্যর্থতা! চমক দিতে নতুন ছবিতে আনন্দের ভরসা নবাগতরা - Aanand to Introduce New Talents

Aanand L Rai New Film: এবার নতুন নায়ক নায়িকা নিয়ে হাজির হতে চলেছেন পরিচালক আনন্দ এল রাই ৷ তাঁর নতুন ছবির জন্য় দুই নবাগত প্রতিভাকে বেছে নিয়েছেন তিনি ৷ নবাগত এই নায়কের নাম অংশ দুগ্গল এবং নায়িকা হতে চলেছেন প্রগতি শ্রীবাস্তব ৷

Aanand L Rai New Film
নতুন নায়ক নায়িকার ওপরেই ভরসা আনন্দের
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 1:14 PM IST

হায়দরাবাদ, 27 সেপ্টেম্বর: এর আগে 'রক্ষা বন্ধন' ছবিতে আনন্দ এল রাই তাঁর নায়ক হিসাবে বেছে নিয়েছিলেন অভিনেতা অক্ষয় কুমারকে ৷ আর নায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল ভূমি পেডনেকরকে ৷ কিন্তু নায়ক বা নায়িকা কেউই সেভাবে নজর কাড়তে পারেননি অনুরাগীদের ৷ আর তাই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল 'রক্ষা বন্ধন' ৷ এরপর ব্যর্থ হয় আয়ুষ্মান খুরানাকে নিয়ে তৈরি তাঁর 'অ্যান অ্যাকশন হিরো' ছবিটিও ৷ তাই এবার তাঁর আসন্ন ছবির জন্য় নয়া প্রতিভাদের ওপরই ভরসা রাখছেন পরিচালক ৷ মঙ্গলবার তাঁর আগামীর নায়কের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন আনন্দ এল রাই ৷ আর বুধবার তিনি পরিচয় করালেন তাঁর নবাগতা অভিনেত্রীর সঙ্গে ৷

সাংবাদিক তরণ আদর্শই এই তারকা জুটির সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়েছেন ৷ আনন্দের নবাগত নায়কের নাম অংশ দুগ্গল ৷ নবাগত অভিনেত্রী প্রগতি শ্রীবস্তব ৷ যদিও ছবির নাম এখনও সামনে আসেনি ৷ তবে তিনি যে এবার নতুন নায়ক-নায়িকার ওপরেই বেশি ভরসা রাখতে চলেছেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই ৷

  • “It might look like it’s Ansh and Pragati’s debut in the world of cinema but it’s actually my debut in believing in the dreams of others. It’s always important for one to have the quality of trusting people. So thank you, @officialpragati and #AnshDuggal for trusting in… pic.twitter.com/V95yqZGRye

    — Aanand L Rai (@aanandlrai) September 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পরিচালক নিজেও এদিন শেয়ার করেছেন ছবির একটি পোস্টার ৷ আর এই পোস্টারে নায়ক-নায়িকাকে দেখা গিয়েছে একেবারে চেনা মেজাজে ৷ যদিও তাঁরা কতখানি মন কাড়তে পারবেন তা বলে দেবে সময়ই ৷ তাঁর হাত ধরে উঠে আসা এই দুই প্রতিভাকে নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, "দেখে মনে হতে পারে বিশ্ব সিনেমায় অংশ এবং প্রগতির অভিষেক হতে চলেছে ৷ তবে আদতে কিন্তু তা নয় ৷ অন্যের স্বপ্নে বিশ্বাস রাখার ক্ষেত্র হিসাবে এটাকে আমারই অভিষেক ধরা যেতে পারে ৷ মানুষের প্রতি বিশ্বাস রাখা একটা গুণ ৷ আর এটা থাকা একজন মানুষের জন্য় তা খুবই জরুরি ৷"

আরও পড়ুন: অ্যাকশন ভরপুর মেসেজ নিয়ে কথামতো হাজির টাইগার, কী জানালেন তিনি?

তাঁদের প্রতি বিশ্বাস রাখার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন অংশ এবং প্রগতিকেও ৷ 'জিরো', 'আতরঙ্গি রে', 'তনু ওয়েডস মনু'-একাধিক মনে রাখার মতো তিনি উপহার দিয়েছেন দর্শককে ৷ নবাগতদের নিয়ে তাঁর নতুন জার্নি কেমন হয়, এখন সেটাই দেখার ৷

হায়দরাবাদ, 27 সেপ্টেম্বর: এর আগে 'রক্ষা বন্ধন' ছবিতে আনন্দ এল রাই তাঁর নায়ক হিসাবে বেছে নিয়েছিলেন অভিনেতা অক্ষয় কুমারকে ৷ আর নায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল ভূমি পেডনেকরকে ৷ কিন্তু নায়ক বা নায়িকা কেউই সেভাবে নজর কাড়তে পারেননি অনুরাগীদের ৷ আর তাই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল 'রক্ষা বন্ধন' ৷ এরপর ব্যর্থ হয় আয়ুষ্মান খুরানাকে নিয়ে তৈরি তাঁর 'অ্যান অ্যাকশন হিরো' ছবিটিও ৷ তাই এবার তাঁর আসন্ন ছবির জন্য় নয়া প্রতিভাদের ওপরই ভরসা রাখছেন পরিচালক ৷ মঙ্গলবার তাঁর আগামীর নায়কের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন আনন্দ এল রাই ৷ আর বুধবার তিনি পরিচয় করালেন তাঁর নবাগতা অভিনেত্রীর সঙ্গে ৷

সাংবাদিক তরণ আদর্শই এই তারকা জুটির সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়েছেন ৷ আনন্দের নবাগত নায়কের নাম অংশ দুগ্গল ৷ নবাগত অভিনেত্রী প্রগতি শ্রীবস্তব ৷ যদিও ছবির নাম এখনও সামনে আসেনি ৷ তবে তিনি যে এবার নতুন নায়ক-নায়িকার ওপরেই বেশি ভরসা রাখতে চলেছেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই ৷

  • “It might look like it’s Ansh and Pragati’s debut in the world of cinema but it’s actually my debut in believing in the dreams of others. It’s always important for one to have the quality of trusting people. So thank you, @officialpragati and #AnshDuggal for trusting in… pic.twitter.com/V95yqZGRye

    — Aanand L Rai (@aanandlrai) September 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পরিচালক নিজেও এদিন শেয়ার করেছেন ছবির একটি পোস্টার ৷ আর এই পোস্টারে নায়ক-নায়িকাকে দেখা গিয়েছে একেবারে চেনা মেজাজে ৷ যদিও তাঁরা কতখানি মন কাড়তে পারবেন তা বলে দেবে সময়ই ৷ তাঁর হাত ধরে উঠে আসা এই দুই প্রতিভাকে নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, "দেখে মনে হতে পারে বিশ্ব সিনেমায় অংশ এবং প্রগতির অভিষেক হতে চলেছে ৷ তবে আদতে কিন্তু তা নয় ৷ অন্যের স্বপ্নে বিশ্বাস রাখার ক্ষেত্র হিসাবে এটাকে আমারই অভিষেক ধরা যেতে পারে ৷ মানুষের প্রতি বিশ্বাস রাখা একটা গুণ ৷ আর এটা থাকা একজন মানুষের জন্য় তা খুবই জরুরি ৷"

আরও পড়ুন: অ্যাকশন ভরপুর মেসেজ নিয়ে কথামতো হাজির টাইগার, কী জানালেন তিনি?

তাঁদের প্রতি বিশ্বাস রাখার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন অংশ এবং প্রগতিকেও ৷ 'জিরো', 'আতরঙ্গি রে', 'তনু ওয়েডস মনু'-একাধিক মনে রাখার মতো তিনি উপহার দিয়েছেন দর্শককে ৷ নবাগতদের নিয়ে তাঁর নতুন জার্নি কেমন হয়, এখন সেটাই দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.