ETV Bharat / entertainment

Aamir Khan Latest Film Song :মুক্তি পেল পেল লাল সিং চাড্ডার প্রথম গান, পর্দায় আবার আমির-করিনা - Laal Singh Chaddha Latest Song

মুক্তি পেল আমির খানের বহু প্রতিক্ষিত ছবি 'লাল সিং চাড্ডা'-র প্রথম গান 'কাহানি'(Laal Singh Chaddha Latest Song) ৷ এই গানে কণ্ঠ দিয়েছেন মোহন মন্নন, সুর দিয়েছেন প্রীতম এবং কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য ৷

Aamir Khan Latest Film Song
মুক্তি পেল পেল লাল সিং চাড্ডার প্রথম গান, পর্দায় আবার আমির-করিনা
author img

By

Published : Apr 28, 2022, 1:34 PM IST

হায়দরাবাদ, 28 এপ্রিল : সামনে এল মিস্টার পারফেকশনিস্ট আমির খানের বহুপ্রতিক্ষিত ছবি 'লাল সিং চাড্ডা'-র প্রথম গান 'কাহানি' (Laal Singh Chaddha Latest Song) ৷ এই গানে কণ্ঠ দিয়েছেন মোহন মন্নন, সুর দিয়েছেন প্রীতম এবং কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য ৷ গানের মাধ্যমে ছবির বিষয়ের সঙ্গে কিছুটা পরিচয় হয়ে যায় দর্শকদের ৷ এই গানে একসঙ্গে পর্দায় দেখা যাবে করিনা কাপুর খান এবং আমির খানকে ৷ যদিও গান রিলিজ করলেও ভিডিয়ো রিলিজ করতে দেননি আমির ৷ অর্থাৎ কৌতূহল থেকেই যাচ্ছে এই ছবি নিয়ে ৷

ছবির গান সম্পর্কে কথা বলতে গিয়ে মিস্টার পারফেকশনিস্ট বলেন, "আমি সত্যিই বিশ্বাস করি যে 'লাল সিং চাড্ডা'-র গানগুলিই এই ছবির প্রাণ এবং এই অ্যালবামে আমার কেরিয়ারের সেরা কিছু গান রয়েছে ৷ ইচ্ছাকৃতভাবে প্রীতম, অমিতাভ, গায়ক এবং টেকনিশিয়ানদের স্পটলাইটে নিয়ে আসার কারণ তাঁরা যে কেবল মঞ্চের কেন্দ্রে দাঁড়ানোর যোগ্য তাই নয়, সঙ্গীতকেও তার যথাযথ কৃতিত্ব দেওয়া উচিত । যে গানে গোটা দল তাঁদের হৃদয় এবং মননের সমস্ত নির্যাস ঢেলে দিয়েছে, তাতে শ্রোতারা কীভাবে নেন তা দেখার জন্য আমার আর তর সইছে না ।"

আরও পড়ুন : জঁ-লুক গদারকে শ্রদ্ধা জানিয়ে অমর্ত্য ভট্টাচার্যের 'অ্যাডিউ গদার' এবারের চলচ্চিত্র উৎসবে

অন্যদিকে প্রীতমের কথায়, "আমির খান অনস্ক্রিন হোক বা স্ক্রিনের বাইরে, উভয় ক্ষেত্রেই একজন নায়ক । তিনি বোঝেন যে সঙ্গীতের মাঝে মাঝে স্পটলাইটে আসা দরকার এবং সঙ্গীতকে তাঁর চলচ্চিত্রের কেন্দ্রে স্থান দেওয়ার অনুমতি দিয়েছেন তিনি । " তিনি জানান, এটাই আমিরের সঙ্গে কাজ করার সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা ৷ আমিরের বহু প্রতিক্ষিত 'লাল সিং চাড্ডা' পর্দায় আসতে চলেছে 11 আগস্ট ৷

হায়দরাবাদ, 28 এপ্রিল : সামনে এল মিস্টার পারফেকশনিস্ট আমির খানের বহুপ্রতিক্ষিত ছবি 'লাল সিং চাড্ডা'-র প্রথম গান 'কাহানি' (Laal Singh Chaddha Latest Song) ৷ এই গানে কণ্ঠ দিয়েছেন মোহন মন্নন, সুর দিয়েছেন প্রীতম এবং কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য ৷ গানের মাধ্যমে ছবির বিষয়ের সঙ্গে কিছুটা পরিচয় হয়ে যায় দর্শকদের ৷ এই গানে একসঙ্গে পর্দায় দেখা যাবে করিনা কাপুর খান এবং আমির খানকে ৷ যদিও গান রিলিজ করলেও ভিডিয়ো রিলিজ করতে দেননি আমির ৷ অর্থাৎ কৌতূহল থেকেই যাচ্ছে এই ছবি নিয়ে ৷

ছবির গান সম্পর্কে কথা বলতে গিয়ে মিস্টার পারফেকশনিস্ট বলেন, "আমি সত্যিই বিশ্বাস করি যে 'লাল সিং চাড্ডা'-র গানগুলিই এই ছবির প্রাণ এবং এই অ্যালবামে আমার কেরিয়ারের সেরা কিছু গান রয়েছে ৷ ইচ্ছাকৃতভাবে প্রীতম, অমিতাভ, গায়ক এবং টেকনিশিয়ানদের স্পটলাইটে নিয়ে আসার কারণ তাঁরা যে কেবল মঞ্চের কেন্দ্রে দাঁড়ানোর যোগ্য তাই নয়, সঙ্গীতকেও তার যথাযথ কৃতিত্ব দেওয়া উচিত । যে গানে গোটা দল তাঁদের হৃদয় এবং মননের সমস্ত নির্যাস ঢেলে দিয়েছে, তাতে শ্রোতারা কীভাবে নেন তা দেখার জন্য আমার আর তর সইছে না ।"

আরও পড়ুন : জঁ-লুক গদারকে শ্রদ্ধা জানিয়ে অমর্ত্য ভট্টাচার্যের 'অ্যাডিউ গদার' এবারের চলচ্চিত্র উৎসবে

অন্যদিকে প্রীতমের কথায়, "আমির খান অনস্ক্রিন হোক বা স্ক্রিনের বাইরে, উভয় ক্ষেত্রেই একজন নায়ক । তিনি বোঝেন যে সঙ্গীতের মাঝে মাঝে স্পটলাইটে আসা দরকার এবং সঙ্গীতকে তাঁর চলচ্চিত্রের কেন্দ্রে স্থান দেওয়ার অনুমতি দিয়েছেন তিনি । " তিনি জানান, এটাই আমিরের সঙ্গে কাজ করার সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা ৷ আমিরের বহু প্রতিক্ষিত 'লাল সিং চাড্ডা' পর্দায় আসতে চলেছে 11 আগস্ট ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.