হায়দরাবাদ, 14 সেপ্টেম্বর: খুব তাড়াতাড়ি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন আমির কন্যা ঈরা খান ৷ গত বছর নভেম্বরেই দীর্ঘ দিনের প্রেমিক নুপুর শিখরের সঙ্গে বাগদান সেরেছিলেন ঈরা ৷ এবার সামনে এল আরও একটি নতুন খবর ৷ জানা গিয়েছে আদালতের নিয়ম মেনেই বিয়ে সারতে চলেছেন ঈরা-নুপুর ৷ আর তাঁদের এই কোর্ট ম্যারেজটি কবে হতে চলেছে? সূত্রের খবর অনুযায়ী আগামী বছরেই বিয়ে সারবেন আমির কন্যা ৷
বেশ কয়েক বছর ডেটিংয়ের পর গতবছর নভেম্বর মাসে বাগদান সেরেছিলেন ঈরা ৷ আর এবার জানা গেল আদালতের নিয়ম মেনে বিবাহের পর উদয়পুরে তিন দিন চলবে বিভিন্ন অনুষ্ঠান ৷ তারিখ কি ঠিক হয়েছে? সূত্রের খবর বলছে, আমির এবং তাঁর পরিবার এই নিয়ে পরিকল্পনা শুরু করেছেন ৷ তবে আগামী বছর 3 জানুয়ারি হতে পারে বিয়ের অনুষ্ঠান ৷
নাম প্রকাশে অনিচ্ছুক এক ঘনিষ্ঠ সূত্রের খবর, "উদয়পুরে তিন দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে ৷ পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়রা তো বটেই আমিরের বন্ধু বান্ধবরাও উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে ৷ তবে ফিল্ম ইন্ডাস্ট্রির কেউই এই অনুষ্ঠানে থাকবেন না ৷" ঈরা খান আমিরের প্রথম পক্ষের কন্যা ৷ আমির প্রথম বিবাহ হয়েছিল রিনা দত্তের সঙ্গে ৷ ঈরা সেই রিনারই কন্যা ৷
আরও পড়ুন: প্রকাশ্যে রাঘব পরিণীতির বিয়ের নিমন্ত্রণ পত্র! সময় মেনে হবে বিয়ে বিদাই
এর আগ নুপুর সম্পর্কে বলতে গিয়ে একটি ইন্টারভিউতে ঈরা জানান, নুপুর ছিলেন তাঁর ফিটনেস ট্রেনার ৷ ঈরার যখন 17 বছর বয়স তখন থেকেই তাঁর ফিটনেস ট্রেনিংয়ের দায়িত্বে ছিলেন নুপুর ৷ সেখান থেকেই ধীরে ধীরে তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে ৷ এরপর একটি সাইকেল রেস চলাকালীন ঈরাকে প্রেম নিবেদন করেন তিনি ৷ বলাই বাহুল্য রাজি হন ঈরা ৷ সেই সম্পর্কই এবার পরিণতি পেতে চলেছে ৷ নুপুর এর আগেও বিভিন্ন সেলিব্রেটির ফিটনেস ট্রেনার হিসাবে কাজ করেছেন ৷ তাঁদের মধ্যে রয়েছেন আমির খান এবং সুস্মিতা সেনও ৷