ETV Bharat / entertainment

Aamir Daughter Marriage: কবে বিয়ে সারতে চলেছেন আমির কন্যা ঈরা? জানুন বিস্তারিত - সাত পাকে বাঁধা পড়তে চলেছেন আমির কন্যা ঈরা খান

কবে বিয়ে সারতে চলেছেন আমির কন্য়া ঈরা খান? সূত্রের খবর বলছে, আগামী বছরেই চার হাত এক হতে পারে ঈরা এবং তাঁর প্রেমিক নুপুর শিখরের ৷ তাঁরা নাকি সারতে চলেছেন কোর্ট ম্য়ারেজ ৷ তারপর অবশ্য় রয়েছে জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানও ৷

Aamir Daughter Marriage
কবে বিয়ে সারবেন ঈরা
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2023, 6:41 PM IST

হায়দরাবাদ, 14 সেপ্টেম্বর: খুব তাড়াতাড়ি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন আমির কন্যা ঈরা খান ৷ গত বছর নভেম্বরেই দীর্ঘ দিনের প্রেমিক নুপুর শিখরের সঙ্গে বাগদান সেরেছিলেন ঈরা ৷ এবার সামনে এল আরও একটি নতুন খবর ৷ জানা গিয়েছে আদালতের নিয়ম মেনেই বিয়ে সারতে চলেছেন ঈরা-নুপুর ৷ আর তাঁদের এই কোর্ট ম্যারেজটি কবে হতে চলেছে? সূত্রের খবর অনুযায়ী আগামী বছরেই বিয়ে সারবেন আমির কন্যা ৷

বেশ কয়েক বছর ডেটিংয়ের পর গতবছর নভেম্বর মাসে বাগদান সেরেছিলেন ঈরা ৷ আর এবার জানা গেল আদালতের নিয়ম মেনে বিবাহের পর উদয়পুরে তিন দিন চলবে বিভিন্ন অনুষ্ঠান ৷ তারিখ কি ঠিক হয়েছে? সূত্রের খবর বলছে, আমির এবং তাঁর পরিবার এই নিয়ে পরিকল্পনা শুরু করেছেন ৷ তবে আগামী বছর 3 জানুয়ারি হতে পারে বিয়ের অনুষ্ঠান ৷

নাম প্রকাশে অনিচ্ছুক এক ঘনিষ্ঠ সূত্রের খবর, "উদয়পুরে তিন দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে ৷ পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়রা তো বটেই আমিরের বন্ধু বান্ধবরাও উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে ৷ তবে ফিল্ম ইন্ডাস্ট্রির কেউই এই অনুষ্ঠানে থাকবেন না ৷" ঈরা খান আমিরের প্রথম পক্ষের কন্যা ৷ আমির প্রথম বিবাহ হয়েছিল রিনা দত্তের সঙ্গে ৷ ঈরা সেই রিনারই কন্যা ৷

আরও পড়ুন: প্রকাশ্যে রাঘব পরিণীতির বিয়ের নিমন্ত্রণ পত্র! সময় মেনে হবে বিয়ে বিদাই

এর আগ নুপুর সম্পর্কে বলতে গিয়ে একটি ইন্টারভিউতে ঈরা জানান, নুপুর ছিলেন তাঁর ফিটনেস ট্রেনার ৷ ঈরার যখন 17 বছর বয়স তখন থেকেই তাঁর ফিটনেস ট্রেনিংয়ের দায়িত্বে ছিলেন নুপুর ৷ সেখান থেকেই ধীরে ধীরে তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে ৷ এরপর একটি সাইকেল রেস চলাকালীন ঈরাকে প্রেম নিবেদন করেন তিনি ৷ বলাই বাহুল্য রাজি হন ঈরা ৷ সেই সম্পর্কই এবার পরিণতি পেতে চলেছে ৷ নুপুর এর আগেও বিভিন্ন সেলিব্রেটির ফিটনেস ট্রেনার হিসাবে কাজ করেছেন ৷ তাঁদের মধ্যে রয়েছেন আমির খান এবং সুস্মিতা সেনও ৷

হায়দরাবাদ, 14 সেপ্টেম্বর: খুব তাড়াতাড়ি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন আমির কন্যা ঈরা খান ৷ গত বছর নভেম্বরেই দীর্ঘ দিনের প্রেমিক নুপুর শিখরের সঙ্গে বাগদান সেরেছিলেন ঈরা ৷ এবার সামনে এল আরও একটি নতুন খবর ৷ জানা গিয়েছে আদালতের নিয়ম মেনেই বিয়ে সারতে চলেছেন ঈরা-নুপুর ৷ আর তাঁদের এই কোর্ট ম্যারেজটি কবে হতে চলেছে? সূত্রের খবর অনুযায়ী আগামী বছরেই বিয়ে সারবেন আমির কন্যা ৷

বেশ কয়েক বছর ডেটিংয়ের পর গতবছর নভেম্বর মাসে বাগদান সেরেছিলেন ঈরা ৷ আর এবার জানা গেল আদালতের নিয়ম মেনে বিবাহের পর উদয়পুরে তিন দিন চলবে বিভিন্ন অনুষ্ঠান ৷ তারিখ কি ঠিক হয়েছে? সূত্রের খবর বলছে, আমির এবং তাঁর পরিবার এই নিয়ে পরিকল্পনা শুরু করেছেন ৷ তবে আগামী বছর 3 জানুয়ারি হতে পারে বিয়ের অনুষ্ঠান ৷

নাম প্রকাশে অনিচ্ছুক এক ঘনিষ্ঠ সূত্রের খবর, "উদয়পুরে তিন দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে ৷ পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়রা তো বটেই আমিরের বন্ধু বান্ধবরাও উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে ৷ তবে ফিল্ম ইন্ডাস্ট্রির কেউই এই অনুষ্ঠানে থাকবেন না ৷" ঈরা খান আমিরের প্রথম পক্ষের কন্যা ৷ আমির প্রথম বিবাহ হয়েছিল রিনা দত্তের সঙ্গে ৷ ঈরা সেই রিনারই কন্যা ৷

আরও পড়ুন: প্রকাশ্যে রাঘব পরিণীতির বিয়ের নিমন্ত্রণ পত্র! সময় মেনে হবে বিয়ে বিদাই

এর আগ নুপুর সম্পর্কে বলতে গিয়ে একটি ইন্টারভিউতে ঈরা জানান, নুপুর ছিলেন তাঁর ফিটনেস ট্রেনার ৷ ঈরার যখন 17 বছর বয়স তখন থেকেই তাঁর ফিটনেস ট্রেনিংয়ের দায়িত্বে ছিলেন নুপুর ৷ সেখান থেকেই ধীরে ধীরে তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে ৷ এরপর একটি সাইকেল রেস চলাকালীন ঈরাকে প্রেম নিবেদন করেন তিনি ৷ বলাই বাহুল্য রাজি হন ঈরা ৷ সেই সম্পর্কই এবার পরিণতি পেতে চলেছে ৷ নুপুর এর আগেও বিভিন্ন সেলিব্রেটির ফিটনেস ট্রেনার হিসাবে কাজ করেছেন ৷ তাঁদের মধ্যে রয়েছেন আমির খান এবং সুস্মিতা সেনও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.