হায়দরাবাদ, 26 অগস্ট: বলি তারকা আমির খানের 'লাল সিং চাড্ডা'-র চূড়ান্ত ব্যর্থতার প্রভাব পড়ল তাঁর আগামী ছবিতেও ৷ বন্ধ হল মিস্টার পারফেকশনিস্ট পরবর্তী ছবি 'মগুল'-এর কাজ (Laal Singh Chaddha failure) ৷ মিডিয়া রিপোর্ট বলছে, এরপর আমিরের কাজ করার কথা ছিল গুলশন কুমারের বায়োপিকটিতে (Gulshan Kumar biopic) ৷ তবে জানা গিয়েছে, এই ছবির কাজও পিছিয়ে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য় (Gulshan Kumar biopic Mogul shelved) ৷ কানাঘুষো বলছে এর পিছনে রয়েছে আমির-অদ্বৈত জুটির বক্স অফিস ব্যর্থতাই (Laal Singh Chaddha debacle )৷
রিপোর্ট এও বলছে যে, নির্মাতারা অনির্দিষ্টকালের জন্য এই ছবি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন (Aamir Khan New Film)। তবে এখনও নির্মাতাদের পক্ষ থেকে কিছু ঘোষণা করা হয়নি ৷ জানা গিয়েছে, আমিরের সঙ্গে তাঁদের চুক্তি এখনও অক্ষত রয়েছে ৷ এর আগে ছবির পরিচালক সুভাষ কাপুর যৌন হয়রানির মামলায় জড়িয়ে পড়ায় আমির ছবিটি ছেড়ে দিয়েছিলেন । 2019 সালে তিনি তাঁর সিদ্ধান্ত বদলান এবং পর্দায় গুলশন কুমারের চরিত্রে অভিনয় করতে রাজি হন(Aamir Khan starrer Gulshan Kumar biopic) ।
এই ছবি নিয়ে অবশ্য় শুরু থেকেই নানা প্রতিবন্ধকতার মুখে পড়েছে 'মগুল' ৷ গুলশন কুমার সুপার ক্যাসেট ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা ৷ যা এখন পরিচিত বিখ্যাত টি-সিরিজ হিসাবে ৷ মৃত্যুর 25 বছর পর আজও গুলশনের নাম মুছে যায়নি মুম্বইয়ের বুক থেকে ৷ 1997 সালের 12 অগস্ট গুলি করে হত্যা করা হয় তাঁকে ৷ তাঁরই জীবনের কাহিনি এই ছবিতে তুলে ধরবেন নির্মাতারা ৷ আশি এবং নব্বইয়ের দশকে বহু গায়ক-গায়িকাকে জনপ্রিয়তার দরবারে পৌঁছে দিয়েছেন তিনি ৷
আরও পড়ুন: রসায়নের ছাত্র থেকে বাঙালির আইকন, ভানুর জীবন গল্প হলেও সত্যি