ETV Bharat / entertainment

Laal Singh Chaddha New Song : আমিরের লিপে সোনুর কণ্ঠ, মুক্তি পেল 'লাল সিং চাড্ডা'র দ্বিতীয় গান - Laal Singh Chaddha Song Main Ki Karaan

সামনে এল আমির খানের বহু প্রতিক্ষিত ছবি 'লাল সিং চাড্ডা'-র দ্বিতীয় গান 'ম্যায় কি করা' (Laal Singh Chaddha Song Main Ki Karaan)৷ প্রীতমের সুরে এই গানে কণ্ঠ দিলেন সোনু নিগম ৷

Aamir Khan Releases Second Song Main Ki Karaan
ফের পর্দায় আমির গানে সোনু, মুক্তি পেল 'লাল সিং চাড্ডা'র দ্বিতীয় গান
author img

By

Published : May 12, 2022, 2:19 PM IST

মুম্বই, 12 মে : প্রথম গান 'কাহানি' মুক্তি পেয়েছিল কয়েকদিন আগেই ৷ যথেষ্ট সাড়াও পড়েছিল অনুরাগীদের মধ্যে ৷ এবার সামনে এল আমির খানের বহু প্রতিক্ষিত ছবি 'লাল সিং চাড্ডা'-র দ্বিতীয় গান 'ম্যায় কি করা' (Laal Singh Chaddha Song Main Ki Karaan)৷ স্মৃতিমেদুরতায় ভরপুর এই গান ৷ প্রথম প্রেমের স্মৃতিকে গানের কথায় রূপ দিয়েছেন অমিতাভ ভট্টাচার্য ৷ আর কন্ঠ দিয়েছেন সোনু নিগম ৷

এই গান নিয়ে কথা বলতে গিয়ে সোনু বলেন, "যখন প্রীতম গানটির জন্য আমার কাছে আসেন, তিনি আমাকে জানান কীভাবে আমির খান বারবার চেয়েছেন আমিই যেন এটা গাই । আমিরের জন্য আগে আমি গান করেছি এবং সেই সব গান সুপারহিট ছিল ৷ শ্রোতাদের কাছ থেকে বিপুল ভালবাসা পেয়েছি । আমি বিশ্বাস করি 'ম্যায় কি করা' আমাদের যাত্রায় আরও একটি উইনার হতে চলেছে।" আমির খানের কথামতোই আপাতত ভিডিয়ো রিলিজ করা হয়নি এই গানগুলির ৷ আমির চেয়েছিলেন এবার গায়ক গায়িকারা মঞ্চে স্পটলাইটের নীচে দাঁড়ান ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন : মুক্তি পেল পেল লাল সিং চাড্ডার প্রথম গান, পর্দায় আবার আমির-করিনা

প্রীতম আগেই জানিয়েছিলেন তাঁর কাছে "আমির খান অনস্ক্রিন হোক বা স্ক্রিনের বাইরে, উভয় ক্ষেত্রেই একজন নায়ক ।" এর কারণও ব্যাখা করেছিলেন প্রীতম জানিয়েছিলেন, আমির বোঝেন যে সঙ্গীতের কখন স্পটলাইটে আসা দরকার আর তাই সঙ্গীতকে তাঁর চলচ্চিত্রের কেন্দ্রে স্থান দেওয়ার অনুমতি দিয়েছেন তিনি ৷ তিনি জানান, এটাই আমিরের সঙ্গে কাজ করার সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা ৷ আমিরের বহু প্রতিক্ষিত 'লাল সিং চাড্ডা' পর্দায় আসতে চলেছে 11 অগাস্ট ৷

মুম্বই, 12 মে : প্রথম গান 'কাহানি' মুক্তি পেয়েছিল কয়েকদিন আগেই ৷ যথেষ্ট সাড়াও পড়েছিল অনুরাগীদের মধ্যে ৷ এবার সামনে এল আমির খানের বহু প্রতিক্ষিত ছবি 'লাল সিং চাড্ডা'-র দ্বিতীয় গান 'ম্যায় কি করা' (Laal Singh Chaddha Song Main Ki Karaan)৷ স্মৃতিমেদুরতায় ভরপুর এই গান ৷ প্রথম প্রেমের স্মৃতিকে গানের কথায় রূপ দিয়েছেন অমিতাভ ভট্টাচার্য ৷ আর কন্ঠ দিয়েছেন সোনু নিগম ৷

এই গান নিয়ে কথা বলতে গিয়ে সোনু বলেন, "যখন প্রীতম গানটির জন্য আমার কাছে আসেন, তিনি আমাকে জানান কীভাবে আমির খান বারবার চেয়েছেন আমিই যেন এটা গাই । আমিরের জন্য আগে আমি গান করেছি এবং সেই সব গান সুপারহিট ছিল ৷ শ্রোতাদের কাছ থেকে বিপুল ভালবাসা পেয়েছি । আমি বিশ্বাস করি 'ম্যায় কি করা' আমাদের যাত্রায় আরও একটি উইনার হতে চলেছে।" আমির খানের কথামতোই আপাতত ভিডিয়ো রিলিজ করা হয়নি এই গানগুলির ৷ আমির চেয়েছিলেন এবার গায়ক গায়িকারা মঞ্চে স্পটলাইটের নীচে দাঁড়ান ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন : মুক্তি পেল পেল লাল সিং চাড্ডার প্রথম গান, পর্দায় আবার আমির-করিনা

প্রীতম আগেই জানিয়েছিলেন তাঁর কাছে "আমির খান অনস্ক্রিন হোক বা স্ক্রিনের বাইরে, উভয় ক্ষেত্রেই একজন নায়ক ।" এর কারণও ব্যাখা করেছিলেন প্রীতম জানিয়েছিলেন, আমির বোঝেন যে সঙ্গীতের কখন স্পটলাইটে আসা দরকার আর তাই সঙ্গীতকে তাঁর চলচ্চিত্রের কেন্দ্রে স্থান দেওয়ার অনুমতি দিয়েছেন তিনি ৷ তিনি জানান, এটাই আমিরের সঙ্গে কাজ করার সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা ৷ আমিরের বহু প্রতিক্ষিত 'লাল সিং চাড্ডা' পর্দায় আসতে চলেছে 11 অগাস্ট ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.