ETV Bharat / entertainment

Aamir on Mann Ki Baat: 'ঐতিহাসিক', প্রধানমন্ত্রীর 'মন কি বাত' নিয়ে উচ্ছ্বসিত আমির

'ভারতের জনমানসে এই অনুষ্ঠানের বিপুল প্রভাব পড়েছে ৷' ঠিক এই ভাষাতেই প্রধানমন্ত্রীর 'মন কি বাত' অনুষ্ঠানের উচ্ছ্বাসিত প্রশংসা করলেন আমির ৷

Aamir on Mann Ki Baat
মন কি বাত নিয়ে প্রশংসায় পঞ্চমুখ আমির
author img

By

Published : Apr 26, 2023, 2:05 PM IST

হায়দরাবাদ, 26 এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মন কি বাত' অনুষ্ঠানের শততম পর্ব আসতে চলেছে আগামী রবিবার ৷ এই অনুষ্ঠানের মাধ্য়মে নিজের মনের কথা দর্শকদের পৌঁছে দেওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন সংস্থা থেকে শুরু করে বিভিন্ন ব্যতিক্রমী মানুষের কাহিনিও শুনিয়েছেন প্রধানমন্ত্রী মোদি ৷ তাঁরা অনুপ্রেরণা হয়ে উঠেছেন প্রচুর মানুষের কাছে ৷ প্রধানমন্ত্রীর এই 'মন কি বাত' অনুষ্ঠান এমনই প্রভাব ফেলেছে জন মানসে ৷ এমনটাই মনে করছেন বলিউডের 'লাল সিং চাড্ডা' ৷

'মন কি বাত' অনুষ্ঠানের শততম পর্ব নিয়ে উৎসবের আমেজ তৈরির উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ এই অনুষ্ঠানে 99টি পর্বে যে সমস্ত সংস্থার নাম নিয়েছেন প্রধানমন্ত্রী তাদের সকলকে নিয়ে বুধবার থেকে শুরু হয়েছে এক বিশেষ সম্মেলন ৷ এই ন্যাশান্যাল কনক্লেভেই দেখা গেল আমির খানকেও ৷ সেখানে এই অনুষ্ঠান নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, "ভারতের জনমানসে 'মন কি বাত' অনুষ্ঠানের বিপুল প্রভাব পড়েছে ৷ সত্যিই একটা ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী ৷"

বক্স অফিসে একেবারেই সাফল্য পায়নি আমির খানের শেষ ছবি 'লাল সিং চাড্ডা' ৷ বয়কট গ্যাংয়ের বিতর্কের মুখে পড়ে রীতিমতো মুখ থুবড়ে পড়ে এই ছবি ৷ করিনার সঙ্গে জুটি বেঁধেও আমির ফেরাতে পারেননি তাঁর পুরোনো থ্রি ইডিয়টস-এর স্বপ্নের দিন ৷ এমনকী পরপর ফ্লপ ছবির জেরে তাঁর আগামী ছবির কাজও কিছুদিনের জন্য থামিয়ে রেখেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট ৷ তার মাঝেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান নিয়ে তাঁর এই মন্তব্য় ভীষণ ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে সমালোচক মহলের একটা অংশ ৷

আরও পড়ুন: দেখতে সাধারণ কিন্তু আলিয়ার এই পোশাকের দাম শুনলে মাথা ঘুরবে

বিভিন্ন ক্ষেত্রে সকলের মতামত শুনতে এবং দেশবাসীর সঙ্গে তাঁর দৃষ্টিভঙ্গি ভাগ করে নিতেই মন কি বাত অনুষ্ঠানের সূত্রপাত করেন প্রধানমন্ত্রী ৷ এমনকী শততম পর্বের জন্য দেশবাসীর মন্তব্যও আহ্বান করেছেন তিনি ৷ দেশ ও সমাজের উন্নয়ন নিয়ে দেশবাসীর মতামত এই অনুষ্ঠানে শুনবেন তিনি ৷ আর এই অনুষ্ঠান নিয়েই এবার তাঁর মতামত দিলেন আমিরও ৷

হায়দরাবাদ, 26 এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মন কি বাত' অনুষ্ঠানের শততম পর্ব আসতে চলেছে আগামী রবিবার ৷ এই অনুষ্ঠানের মাধ্য়মে নিজের মনের কথা দর্শকদের পৌঁছে দেওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন সংস্থা থেকে শুরু করে বিভিন্ন ব্যতিক্রমী মানুষের কাহিনিও শুনিয়েছেন প্রধানমন্ত্রী মোদি ৷ তাঁরা অনুপ্রেরণা হয়ে উঠেছেন প্রচুর মানুষের কাছে ৷ প্রধানমন্ত্রীর এই 'মন কি বাত' অনুষ্ঠান এমনই প্রভাব ফেলেছে জন মানসে ৷ এমনটাই মনে করছেন বলিউডের 'লাল সিং চাড্ডা' ৷

'মন কি বাত' অনুষ্ঠানের শততম পর্ব নিয়ে উৎসবের আমেজ তৈরির উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ এই অনুষ্ঠানে 99টি পর্বে যে সমস্ত সংস্থার নাম নিয়েছেন প্রধানমন্ত্রী তাদের সকলকে নিয়ে বুধবার থেকে শুরু হয়েছে এক বিশেষ সম্মেলন ৷ এই ন্যাশান্যাল কনক্লেভেই দেখা গেল আমির খানকেও ৷ সেখানে এই অনুষ্ঠান নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, "ভারতের জনমানসে 'মন কি বাত' অনুষ্ঠানের বিপুল প্রভাব পড়েছে ৷ সত্যিই একটা ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী ৷"

বক্স অফিসে একেবারেই সাফল্য পায়নি আমির খানের শেষ ছবি 'লাল সিং চাড্ডা' ৷ বয়কট গ্যাংয়ের বিতর্কের মুখে পড়ে রীতিমতো মুখ থুবড়ে পড়ে এই ছবি ৷ করিনার সঙ্গে জুটি বেঁধেও আমির ফেরাতে পারেননি তাঁর পুরোনো থ্রি ইডিয়টস-এর স্বপ্নের দিন ৷ এমনকী পরপর ফ্লপ ছবির জেরে তাঁর আগামী ছবির কাজও কিছুদিনের জন্য থামিয়ে রেখেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট ৷ তার মাঝেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান নিয়ে তাঁর এই মন্তব্য় ভীষণ ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে সমালোচক মহলের একটা অংশ ৷

আরও পড়ুন: দেখতে সাধারণ কিন্তু আলিয়ার এই পোশাকের দাম শুনলে মাথা ঘুরবে

বিভিন্ন ক্ষেত্রে সকলের মতামত শুনতে এবং দেশবাসীর সঙ্গে তাঁর দৃষ্টিভঙ্গি ভাগ করে নিতেই মন কি বাত অনুষ্ঠানের সূত্রপাত করেন প্রধানমন্ত্রী ৷ এমনকী শততম পর্বের জন্য দেশবাসীর মন্তব্যও আহ্বান করেছেন তিনি ৷ দেশ ও সমাজের উন্নয়ন নিয়ে দেশবাসীর মতামত এই অনুষ্ঠানে শুনবেন তিনি ৷ আর এই অনুষ্ঠান নিয়েই এবার তাঁর মতামত দিলেন আমিরও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.