ETV Bharat / entertainment

Aamir Ranbir Next Project : 'পিকে' ছবির পর ফের একবার একসঙ্গে রণবীর-আমির - aamir khan and ranbir kapoor likely to see in next project

'পিকে' ছবির পর ফের একবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারেন রণবীর কাপুর এবং আমির খান ৷ অন্তত এমনটাই বলছে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর ( Aamir Khan and Ranbir Kapoor Pairing up For Their Next Movie)৷

Aamir Ranbir Next Project
'পিকে' ছবির পর ফের একবার একসঙ্গে রণবীর-আমির
author img

By

Published : Apr 6, 2022, 2:16 PM IST

হায়দরাবাদ, 6 এপ্রিল : বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান এখন ব্যস্ত রয়েছেন তাঁর নতুন ছবি 'লাল সিং চাড্ডা' নিয়ে ৷ বহু প্রতিক্ষিত এই ছবি পর্দায় আসার অপেক্ষায় এখন দিন গুনছেন আমির অনুরাগীরা ৷ এরইমাঝে রণবীর অনুরাগীদের জন্যও মিলতে পারে বড় সুখবর ৷ 'পিকে' ছবির পর ফের একবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারেন রণবীর-আমির (Aamir Khan and Ranbir Kapoor Pairing up For Their Next Movie)৷

বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আমির তাঁর নতুন ছবির জন্য কাজ শুরু করতে চলেছেন খুব তাড়াতাড়ি ৷ আর সেই ছবিতেই তাঁর সঙ্গে জুটি বাঁধতে পারেন ঋষি পুত্র ৷ এর আগে 'পিকে' ছবিতে আমিরের সঙ্গে রণবীর কাজ করেছিলেন ঠিকই কিন্তু চরিত্রটি ছিল একটি ক্যামিও অ্যাপিয়ারেন্স মাত্র ৷ তবে সেটুকুতেই দর্শকদের মন জয় করে নিতে কোন খামতি রাখেননি রণবীর ৷

আরও পড়ুন : জন্মদিনে মিসেস সেন, বাংলা সিনেমার প্রথম ফেমিনিন স্টার

আর সেই কারণেই হয়ত পরের প্রজেক্টে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে আগ্রহ দেখিয়েছেন আমির ৷ খবর অনুযায়ী খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে এই নতুন ছবির কাজ ৷ বেশ কয়েকবার মুক্তির তারিখ পিছোনোর পর অবশেষে 11 আগস্ট মুক্তি পেতে চলেছে আমিরের নতুন ছবি 'লাল সিং চাড্ডা' ৷ বক্স অফিসে অক্ষয় কুমারের 'রক্ষা বন্ধন'-এর মুখোমুখি হতে চলেছে এই ছবি ৷ অর্থাৎ ব্যবসায়িক ক্ষেত্রে যুদ্ধটা যে কঠিন হবে এ নিয়ে কোনও সন্দেহ নেই ৷

হায়দরাবাদ, 6 এপ্রিল : বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান এখন ব্যস্ত রয়েছেন তাঁর নতুন ছবি 'লাল সিং চাড্ডা' নিয়ে ৷ বহু প্রতিক্ষিত এই ছবি পর্দায় আসার অপেক্ষায় এখন দিন গুনছেন আমির অনুরাগীরা ৷ এরইমাঝে রণবীর অনুরাগীদের জন্যও মিলতে পারে বড় সুখবর ৷ 'পিকে' ছবির পর ফের একবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারেন রণবীর-আমির (Aamir Khan and Ranbir Kapoor Pairing up For Their Next Movie)৷

বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আমির তাঁর নতুন ছবির জন্য কাজ শুরু করতে চলেছেন খুব তাড়াতাড়ি ৷ আর সেই ছবিতেই তাঁর সঙ্গে জুটি বাঁধতে পারেন ঋষি পুত্র ৷ এর আগে 'পিকে' ছবিতে আমিরের সঙ্গে রণবীর কাজ করেছিলেন ঠিকই কিন্তু চরিত্রটি ছিল একটি ক্যামিও অ্যাপিয়ারেন্স মাত্র ৷ তবে সেটুকুতেই দর্শকদের মন জয় করে নিতে কোন খামতি রাখেননি রণবীর ৷

আরও পড়ুন : জন্মদিনে মিসেস সেন, বাংলা সিনেমার প্রথম ফেমিনিন স্টার

আর সেই কারণেই হয়ত পরের প্রজেক্টে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে আগ্রহ দেখিয়েছেন আমির ৷ খবর অনুযায়ী খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে এই নতুন ছবির কাজ ৷ বেশ কয়েকবার মুক্তির তারিখ পিছোনোর পর অবশেষে 11 আগস্ট মুক্তি পেতে চলেছে আমিরের নতুন ছবি 'লাল সিং চাড্ডা' ৷ বক্স অফিসে অক্ষয় কুমারের 'রক্ষা বন্ধন'-এর মুখোমুখি হতে চলেছে এই ছবি ৷ অর্থাৎ ব্যবসায়িক ক্ষেত্রে যুদ্ধটা যে কঠিন হবে এ নিয়ে কোনও সন্দেহ নেই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.