ETV Bharat / entertainment

Aamir Khan and Kiran Rao: আবার জুটিতে আমির-কিরণ, কবে আসছে তাঁদের নতুন ছবি 'লেডিস লাপাতা'? - কিরণ রাও

আবার জুটিতে আমির খান ও কিরণ রাও ৷ যদিও তাঁরা জুটি বাঁধছেন প্রযোজনায় ৷ আগামী বছর আসছে তাঁদের নতুন ছবি 'লেডিস লাপাতা' ৷

Aamir Khan and Kiran Rao
কবে আসছে আমির কিরণের নতুন ছবি লেডিস লাপাতা
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2023, 5:24 PM IST

হায়দরাবাদ, 7 সেপ্টেম্বর: পরিচালক হিসাবে 'ধোবি ঘাট' ছবিতেই তাঁর জাত চিনিয়েছিলেন কিরণ রাও ৷ বঙ্গকন্যা বুঝিয়ে দিয়েছিলেন তাঁর পৃথিবীকে দেখার চোখ একেবারে আলাদা ৷ এবার তাঁর হাত ধরেই আসতে চলেছে নতুন ছবি 'লাপাতা লেডিস' ৷ 'ধোবি ঘাট' ছবির পর এই কাজের জন্য় ফের একবার জুটি বাঁধছেন আমির-কিরণ ৷ যদিও পর্দায় নয়, আমির রয়েছেন প্রযোজনার দায়িত্বে ৷ আগে এই ছবিটির মুক্তি পাওয়ার কথা ছিল এই বছরের 3 মার্চ ৷ সেই অনুযায়ী সামনে এসেছিল ছবির টিজারও ৷ কিন্তু ছবির মুক্তির তারিখ এবার পিছিয়ে দিলেন নির্মাতারা ৷

জানা গেল আগামী বছর জানুয়ারিতে মুক্তি পেতে চলেছে 'লেডিস লাপাতা' ৷ এই ছবির জন্য় প্রযোজনার দায়িত্ব সামলিয়েছেন কিরণ রাও, আমির খান এবং জ্যোতি দেশপাণ্ডে ৷ জিও স্টুডিয়োর ব্যানারে আগামী বছর 5 জানুয়ারি মুক্তি পাবে এই ছবিটি ৷ বিবাহ বিচ্ছেদের পরেও বন্ধুত্বে কোনও ছেদ পড়বে না, এমনটাই জানিয়েছিলেন আমির-কিরণ ৷ সেই কথা যে ভুল নয় তার প্রমাণ মিলেছে এর আগেও ৷ বিভিন্ন অনুষ্ঠানে আমিরের সঙ্গে দেখা গিয়েছে কিরণ রাওকে ৷

আর এবার কাজের ক্ষেত্রেও হাত মেলালেন দু'জনে ৷ জানা গিয়েছে টরেন্টো ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যালেও জায়গা করে নিয়েছে এই ছবি ৷ কিরণের নতুন ছবির কাহিনি লিখেছেন বিপ্লব গোস্বামী ৷ আর চিত্রনাট্য ও সংলাপ রচনার ভার সামলেছেন স্নেহা দেশাই ৷ বৃহস্পতিবার যে নতুন পোস্টারটি সামনে এনেছেন নির্মাতারা তাতে দেখা গিয়েছে এক তরুণ ও তার স্ত্রীকে ৷

আরও পড়ুন: এবার অজয়ের সঙ্গে জুটিতে আর মাধবন

ছবিতে রয়েছেন স্পর্শ শ্রীবাস্তব, ছায়া কদম, নিতানশী গোয়েল, প্রতিভা রান্তা এবং রবি কিষাণ। কাহিনির এখনও পর্যন্ত যে ঝলক সামনে এসেছে তাতে দেখা যায় নতুন বিয়ের পর এক তরুণের স্ত্রী হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায় ৷ সে পুলিশের আশ্রয় নেয় ৷ পুলিশ কী খুঁজে দিতে পারবে তার স্ত্রীকে তাই নিয়েই তৈরি এই ছবি ৷

হায়দরাবাদ, 7 সেপ্টেম্বর: পরিচালক হিসাবে 'ধোবি ঘাট' ছবিতেই তাঁর জাত চিনিয়েছিলেন কিরণ রাও ৷ বঙ্গকন্যা বুঝিয়ে দিয়েছিলেন তাঁর পৃথিবীকে দেখার চোখ একেবারে আলাদা ৷ এবার তাঁর হাত ধরেই আসতে চলেছে নতুন ছবি 'লাপাতা লেডিস' ৷ 'ধোবি ঘাট' ছবির পর এই কাজের জন্য় ফের একবার জুটি বাঁধছেন আমির-কিরণ ৷ যদিও পর্দায় নয়, আমির রয়েছেন প্রযোজনার দায়িত্বে ৷ আগে এই ছবিটির মুক্তি পাওয়ার কথা ছিল এই বছরের 3 মার্চ ৷ সেই অনুযায়ী সামনে এসেছিল ছবির টিজারও ৷ কিন্তু ছবির মুক্তির তারিখ এবার পিছিয়ে দিলেন নির্মাতারা ৷

জানা গেল আগামী বছর জানুয়ারিতে মুক্তি পেতে চলেছে 'লেডিস লাপাতা' ৷ এই ছবির জন্য় প্রযোজনার দায়িত্ব সামলিয়েছেন কিরণ রাও, আমির খান এবং জ্যোতি দেশপাণ্ডে ৷ জিও স্টুডিয়োর ব্যানারে আগামী বছর 5 জানুয়ারি মুক্তি পাবে এই ছবিটি ৷ বিবাহ বিচ্ছেদের পরেও বন্ধুত্বে কোনও ছেদ পড়বে না, এমনটাই জানিয়েছিলেন আমির-কিরণ ৷ সেই কথা যে ভুল নয় তার প্রমাণ মিলেছে এর আগেও ৷ বিভিন্ন অনুষ্ঠানে আমিরের সঙ্গে দেখা গিয়েছে কিরণ রাওকে ৷

আর এবার কাজের ক্ষেত্রেও হাত মেলালেন দু'জনে ৷ জানা গিয়েছে টরেন্টো ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যালেও জায়গা করে নিয়েছে এই ছবি ৷ কিরণের নতুন ছবির কাহিনি লিখেছেন বিপ্লব গোস্বামী ৷ আর চিত্রনাট্য ও সংলাপ রচনার ভার সামলেছেন স্নেহা দেশাই ৷ বৃহস্পতিবার যে নতুন পোস্টারটি সামনে এনেছেন নির্মাতারা তাতে দেখা গিয়েছে এক তরুণ ও তার স্ত্রীকে ৷

আরও পড়ুন: এবার অজয়ের সঙ্গে জুটিতে আর মাধবন

ছবিতে রয়েছেন স্পর্শ শ্রীবাস্তব, ছায়া কদম, নিতানশী গোয়েল, প্রতিভা রান্তা এবং রবি কিষাণ। কাহিনির এখনও পর্যন্ত যে ঝলক সামনে এসেছে তাতে দেখা যায় নতুন বিয়ের পর এক তরুণের স্ত্রী হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায় ৷ সে পুলিশের আশ্রয় নেয় ৷ পুলিশ কী খুঁজে দিতে পারবে তার স্ত্রীকে তাই নিয়েই তৈরি এই ছবি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.