হায়দরাবাদ, 15 এপ্রিল: নয়ের দশকের কিশোরদের কাছে জেকে রাউলিংয়ের হ্য়ারি পটারের কাহিনি বিশাল স্বপ্নরাজ্য ৷ সাধারণ রূপকথার থেকে আলাদা আধুনিকতার মোড়কে সাজানো এই গল্প মন কেড়েছিল সকলের ৷ বইয়ের পাতার হাত ধরে শুরু হওয়ার পর সিনেমার জগতে হ্য়ারি পটারের আগমন হয়। ক্রমশ তা হয়ে ওঠে সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফিল্ম সিরিজগুলির অন্য়তম ৷ আর এই সিরিজ থেকেই দুনিয়ার কাছে জনপ্রিয় হয়ে ওঠে হারমায়ানি গ্রেঞ্জার নামটি ৷ পর্দার সেই হারমায়ানি আজ পার করে ফেললেন আরও একটি বসন্ত ৷ আসুন আজ জেনে নিই এমা ওয়াটসনের হারমায়ানি হয়ে ওঠার কাহিনি ৷
ড্যানিয়েল ব়্যাডক্লিফ, রুপার্ট ক্রিন্ট আর এমা ওয়াটসন সারা বিশ্বের কাছে হ্যারি পটার, রন উইসলি আর হারমায়ানি গ্রেঞ্জার হয়ে ওঠেন 2001 সালে ৷ কিন্তু তার জন্য নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছিল আরও দুবছর আগেই ৷ 1999 সালে প্রথমবার কাস্টিং এজেন্টরা তাঁর খোঁজ পান তাঁর অক্সফোর্ড থিয়েটারের শিক্ষকের কাছ থেকে ৷ সেখান থেকেই শুরু হয় অডিশন পর্ব ৷ ক'টা অডিশন দিতে হয়েছিল পর্দার হারমায়ানিকে? মোট আটটি অডিশন দেওয়ার পরে তাঁকে বেছে নেওয়া হয় এই চরিত্রের জন্য় ৷ প্রযোজক ডেভিড হেম্যানের ভালো লেগেছিল এই মেয়েটির আত্মবিশ্বাস ৷ 9 বছরের এই ছোট্ট মেয়েটি মন কেড়েছিল লেখিকা জে কে রাউলিংয়েরও ৷ তিনি প্রথম অডিশন থেকেই পছন্দ করেছিলেন এমাকে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এরপর 2001 সালে মুক্তি পায় স্টিভ কলোম্বাস পরিচালিত 'হ্যারি পটার অ্য়ান্ড দ্য় ফিলোজফার্স স্টোন' ৷ বদলে যায় এমার পুরো জীবন । ব্যাপারটা ঠিক যেন বইয়ের পাতা থেকে উঠে আসা সেই ম্য়াজিক যা সবসময় থাকত হারমায়ানির হাতের জাদু কাঠিতে ৷ হারমায়ানির এই যাত্রা নিয়ে কয়েক বছর আগেই একটি সোশাল মিডিয়া পোস্টে এমা লেখেন, "আমরা শুধু এই কারণে গর্বিত নই যে আমরা অভিনেতা হিসাবে এই ফ্রাঞ্চাইজিতে বড় অবদান রেখেছি, আমাদের গর্বের কারণ এই পথে হাঁটতে হাঁটতেই শিশু-কিশোর থেকে তরুণ তরুণী হয়ে উঠেছি ৷ এখন যখন আমি আমার সহ-অভিনেতাদের দিকে তাকাই আমার গর্ব হয়, কারণ তাঁরা সকলে পরিণত মানুষ হয়ে উঠেছেন ৷"
এমা নিজেও বেড়ে উঠেছেন সিঙ্গেল মাদার-এর কাছে ৷ 1990 সালের আজকের দিনে প্যারিসে জন্ম হয় এমার ৷ বাবা-মায়ের বিচ্ছেদ খুব ছোট্টবেলাতেই দেখতে হয় অভিনেত্রীকে ৷ এরপর মা জ্যাকলিন তাঁকে নিয়ে চলে আসেন ইংল্যান্ডে ৷ সেখানেই তাঁর বেড়ে ওঠা ৷ পর্দার এই জাদুতে ভরা দুনিয়া হয়ত তাঁর ব্য়ক্তিগত যন্ত্রণাকেও কিছুটা ভুলিয়ে দিতে পেরেছিল ৷ শুধু হ্য়ারি পটার সিরিজ নয় এমা অভিনয় করেছেন 'দ্য পার্কস অফ বিলিং এ ওয়ালফ্লাওয়ার', 'বিউটি অ্যান্ড দ্য় বিস্ট', 'দ্য সার্কেল'-এর মতো একাধিক জনপ্রিয় প্রজেক্টে ৷ তবে আজও হ্যারি অনুরাগীদের চোখে তিনি রয়ে গিয়েছেন জাদু কাঠি হাতে ধরা সেই সোনালি চুলের কিশোরী হয়ে ৷ তাই অনুরাগীদের অনেকেই আজ বলবেন, 'শুভ জন্মদিন হারমায়ানি' ৷
আরও পড়ুন: বিহুকে বিহারের উৎসব দাবি করে ট্রোলড হেমা মালিনী, চাইলেন ক্ষমা